২৮ জুন থেকে শুরু অমরনাথ যাত্রা, এখানে পৌঁছতে নাকি সর্বস্ব ত্যাগ করেছিলেন স্বয়ং মহাদেব! https://ift.tt/2QCFVDO - MAS News bengali

২৮ জুন থেকে শুরু অমরনাথ যাত্রা, এখানে পৌঁছতে নাকি সর্বস্ব ত্যাগ করেছিলেন স্বয়ং মহাদেব! https://ift.tt/2QCFVDO

এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: এই বছরের অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে আগামী ২৮ জুন। করোনা অতিমারীর কারণে গত বছর অমরনাথ যাত্রা স্থগিত রাখা হয়েছিল। এই বছরও শক্তি বাড়িয়ে ফের ঝাঁপিয়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। তাই শেষ পর্যন্ত অমরনাথ যাত্রার আয়োজন সম্ভব হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। তার মধ্যেই ছড়িয়ে পড়েছে অমরনাথের শিবলিঙ্গ বাবা বরফানির প্রথম ছবি। প্রতি বছর শীতে গুহার ছাদ থেকে জল চুঁইয়ে পড়ে বরফ জমে তৈরি হয় এই শিবলিঙ্গ। বাবা বরফানির প্রথম ছবিতে দেখা যাচ্ছে যে এই বছর শিবলিঙ্গের ছবি অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বড়। ৫৬ দিনের এই যাত্রা শুরু হবে ২৮ জুন, শেষ হবে ২২ অগাস্ট। পহেলগাঁও হয়ে বালতালের পথ ধরে তীর্থযাত্রীদের অমরনাথ পৌঁছতে হবে। হিন্দুদের কাছে মহাদেবের অন্যতম পবিত্র তীর্থস্থান অমরনাথ। শ্রীনগর থেকে ১৪১ কিলোমিটার দূরে অবস্থিত অমরনাথ। সমুদ্রতল থেকে ৩৮৮০ মিটার উঁচুতে অবস্থিত অমরনাথ। অমরনাথ যাত্রা ঘিরে রয়েছে নিরাপত্তার কড়াকড়ি। ২৪ ঘণ্টা সিসিটিভি এবং ড্রোনের নজরদারি চলবে। ১ এপ্রিল থেকেই শুরু হয়েছে অমরনাথ যাত্রার জন্য নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া। গোটা দেশের বিভিন্ন ব্যাংকের ৪৪৬টি শাখা থেকে অমরনাথ যাত্রার জন্য নাম নথিভুক্তকরণ হবে। ১৩ বছরের নীচে, ৭৫ বছরের বেশি বয়সী এবং কোনও গর্ভবতী মহিলাকে যাত্রার অনুমতি দেওয়া হবে না। যাত্রার জন্য মেডিক্যাল ফিট সার্টিফিকেট অবশ্যই লাগবে। কথিত আছে পঞ্চদশ শতকে এক মেষ পালক অমরনাথের গুহা আবিষ্কার করেন। পুরাণে আছে, শিব পার্বতীকে অমরত্ব শিক্ষা প্রদানের জন্য, এই স্থানে নিয়ে এসেছিলেন। গভীর ভাবে ধ্যানস্থ হওয়ার জন্য শিব কৈলাস পর্বত ত্যাগ করে অমরনাথের উদ্দেশ্যে যাত্রা করেন। আরও কথিত আছে যে এখানে পৌঁছতে শিব তাঁর সমস্ত ত্যাগ করেছিলেন। অর্থাৎ তাঁর ষাঁড় নন্দিকে পহেলগাঁওয়ে ত্যাগ করেন, তার শিরস্থ চন্দ্রকে ত্যাগ করেন চন্দনওয়াড়িতে, গলা থেকে সাপ খুলে তা শেষনাগ হৃদে ত্যাগ করেন, মহাগণেশ পর্বতে রেখে আসেন পুত্র গণেশকে। এছাড়া বায়ু, অগ্নি, জল এবং মৃত্তিকাকে তিনি পঞ্জতর্ণীকে ত্যাগ করেন। অমরনাথ গুহার ভেতরে প্রবেশ করে তিনি দেবী পার্বতীকে জীবন ও অমরত্বের অর্থ বোঝান। টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3spusos
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads