Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/39qQPDq
করোনার সিঁদুরে মেঘ! একদিনে আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার পেরোল https://ift.tt/2PmqNtY

এই সময় ডিজিটাল ডেস্ক: দাবানলের গতিতে সারা দেশে ছড়িয়ে পড়ছে করোনা। একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ছাড়িয়ে গেল এবার। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা মারা গিয়েছেন ২৭১ জন। করোনা আক্রান্ত হয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৫ লাখ ৪০ হাজার ৭২০ জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা ছুঁল ১ কোটি ১৩ লাখ ৯৩ হাজার ২১। সোমবার শুধুমাত্র রাজধানীতে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯০০ জন। আক্রান্তের দিক থেকে নয়া নজির গড়ল দিল্লি। মহারাষ্ট্রেও উত্তরোত্তর বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে কোভিড আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৬৪৩ জন। নাইট কার্ফু কিংবা জমায়েতে নিষেধাজ্ঞা কোনও কিছুই আটকাতে পারছে না সংক্রমণের হার। হাসপাতালে শয্যার সংখ্যা প্রায় নেই বললেই চলে। সেই কারণেই মঙ্গলবার ICU এর বেশিরভাগ শয্যা করোনা আক্রান্তদের জন্য ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে BMC। মহারাষ্ট্র, গুজরাট, পঞ্জাব, মধ্য প্রদেশ, দিল্লি, তামিলনাড়ু, ছত্তিশগড়, কর্ণাটক, হরিয়ানা এবং রাজস্থান আক্রান্তের নিরিখে অনেকটাই এগিয়ে। শুধু ওই ১০ রাজ্য নয়। বঙ্গেও হু হু করে বাড়ছে করোনা। সোমবার বাংলায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৬৩৯। মৃত্যু হয়েছে একজনের। কলকাতাতেও রেকর্ড হারে বাড়ছে সংক্রমণ। আর কয়েকদিনের মধ্যেই আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াবে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্যকর্তারা। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দেশে তৈরি দুই টিকাই কার্যকরী। গত বছর জুলাইয়ের প্রথম সপ্তাহেও ৮০০-৮৫০ জন দৈনিক আক্রান্তের দেখা মিলেছিল। আনলক পর্বের হরেক বিধিনিষেধ সত্ত্বেও তখন দেখা গিয়েছিল, তিন সপ্তাহের মাথায়, অর্থাৎ জুলাইয়ের শেষে সংখ্যাটা প্রায় তিন গুণ হয়ে গিয়েছিল। গত ৭ জুলাই ৮৫০ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছিল ২৪ ঘণ্টায়। এর ঠিক ২১ দিন পরে ২৮ জুলাই দৈনিক আক্রান্তের সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছিল ২,১৩৪ জনে। অনেকের মনেই প্রশ্ন, এ বারও কি তা-ই হবে? বিশেষজ্ঞরা অবশ্য মনে করছেন, এ বারের ঢেউ হবে আরও খারাপ। টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/39qQPDq
Previous article
Next article
Leave Comments
Post a Comment