Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/31xh8Dq
হাতে আর মাত্র একদিন, এই জরুরি কাজ না করলে গুণতে হবে লেট ফি! https://ift.tt/31vuxMn

এই সময় ডিজিটাল ডেস্ক: আয়কর দাতাদের জন্য গুরুত্বপূর্ণ কাজ হল নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেওয়া। 2020-21 মূল্যায়ণ বর্ষের ক্ষেত্রে ITR ফাইল করার শেষ তারিখ 31 মার্চ। অর্থাৎ যাঁরা এখনও ওই বছরের আয়কর রিটার্ন জমা দেননি তাঁদের হাতে আর মাত্র একদিন বাকি আছে। নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা না দিলে লেট ফি দিতে হতে পারে। ফলে করদাতাদের এই বিষয়টি উপেক্ষা না করার অনুরোধ করা হয়েছে কেন্দ্রের তরফে। আয়কর রিটার্ন ফাইল করার ক্ষেত্রে আয়কর দাতাদের একাংশের মধ্যে অনীহা দূর করতে কড়া পদক্ষেপ করেছে কেন্দ্র। এই সম্পর্কে 2021-22 আর্থিক বছরের বাজেটে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ITR দাখিল না করলে উচ্চ হারে TDS বা TCS বসানোর কথা বলা হয়েছে। যে সমস্ত ব্যক্তির আয় থেকে গত ২ বছরে TDS বা TDS বাবদ ৫০,০০০ টাকা বা তার বেশি কেটে নেওয়া হয়েছে এবং তারা যদি ITR না জমা দিয়ে থাকেন সে ক্ষেত্রে বসতে চলেছে অতিরিক্ত বোঝা। তখন নির্দিষ্ট হারের দ্বিগুণ বা ৫ শতাংশ যেটি বেশি হবে সেই হারে TDS বা TCS ধার্য হবে। এই পদক্ষেপ কার্যকর করতে আয়কর আইনে সামান্য পরিবর্তন করা হবে। এক্ষেত্রে যুক্ত হতে চলেছে ২০৬এবি ধারা। এদিকে, আগামী 1 এপ্রিল থেকে চালু হবে নতুন আর্থিক বছর। আর এই দিন থেকে দেশে আয়কর কাঠামোয় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হতে চলেছে। এর ফলে চাকরিজীবী এবং প্রবীণ নাগরিকরা সবথেকে বেশি প্রভাবিত হবেন। এতদিন পর্যন্ত EPF-এ টাকা রাখলে তা করের আওতায় পড়ত না। আগামী 1 এপ্রিল থেকে এই সুবিধা আর থাকছে না। কোনও কর্মচারী EPF-এ বছরে তাঁর অংশের অবদানে 5 লক্ষ টাকার বেশি জমা রাখলে আয়করের আওতায় চলে আসবে। এছাড়া ব্যক্তিগত আয়কর দাতাদের আগে থেকে পূরণ করা আয়কর রিটার্নের (ITR) ফর্ম দেওয়া হবে। ফলে তাঁদের রিটার্ন দাখিলের কাজ অনেক সহজ হয়ে যাবে। তবে 75 বছর বা তার বেশি বয়সী পেনশন প্রাপকদের ব্যাঙ্কে পেনশনে TDS কাটা হবে না। ফলে তাঁদের আর আয়কর রিটার্ন দিতে হবে না। পাশাপাশি ওই একই ব্যাঙ্কে FD থাকলে ITR জমা দেওয়ার প্রয়োজন নেই। টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/31xh8Dq
Previous article
Next article
Leave Comments
Post a Comment