ভবানীপুরে মমতার জয়ে ইংরেজি প্রবাদে BJP-কে তুলোধনা মহুয়ার https://ift.tt/2WCaQUl - MAS News bengali

ভবানীপুরে মমতার জয়ে ইংরেজি প্রবাদে BJP-কে তুলোধনা মহুয়ার https://ift.tt/2WCaQUl

এই সময় ডিজিটাল ডেস্ক: রেকর্ড ভোটে নিশ্চিহ্ন বিরোধীরা। ভবানীপুরে নিজের রেকর্ড নিজে ভেঙে নয়া নজির মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা ম্যাজিকে ম্লান গেরুয়া শিবির। বহু তর্জন-গর্জন সত্ত্বেও ভবানীপুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেকটা পিছিয়ে থেকেই দৌড় শেষ BJP প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের। ভবানীপুরের চূড়ান্ত রাউন্ডের গণনা শেষ হতেই প্রকাশ্যে এল ভোটের রেকর্ড মার্জিন। সেই ব্যবধানকে উল্লেখ করেই টুইট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। ইংরেজিতে একটি প্রবচন ব্যবহার করে কড়া ভাষায় তৃণমূল সাংসদের কটাক্ষ। টুইটে তৃণমূল সাংসদ লেখেন, '৫৮,৮৩২, ইয়েসসসস! ইট ক্রো BJP।' অর্থাৎ আবারও ভুল, এসবের পরে BJP-এর উচিত লজ্জায় মুখ ঢাকা। এমনই অর্থ বোঝাতে চেয়েছেন সাংসদ। বঙ্গ রাজনীতির অন্দরমহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় প্রত্যাশিত হলেও। সকলেরই নজর ছিল কত ব্যবধানে জিতছেন তৃণমূল নেত্রী। গণনা শুরুর প্রথম রাউন্ড থেকেই এগিয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা যত বাড়ে, ততই বাড়তে থাকে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে বিরোধীদের ব্যবধান। শুরু হয়ে যায় রেকর্ডবুকের হিসেব-নিকেশ। ফাইনাল রাউণ্ডের বহু আগেই নিশ্চিত হয়ে যায় সমস্ত হিসেব উলটে-পালটে রেকর্ড ভোটে জয়ী হচ্ছেন তিনি। শুধু তাই নয়, তৃণমূল সুপ্রিমোর দাবি, এই প্রথমবার ভবানীপুরের সমস্ত ওয়ার্ড থেকে জয়ী তৃণমূল। এর আগে কোনও ভোটে এমন নজির ছিল না। এর আগে এই কেন্দ্রে সবথেকে বেশি ব্যবধানে জেতার রেকর্ড ছিল তৃণমূল নেতা সুব্রত বক্সীর। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে তৃণমূলের সুব্রত বক্সী জিতেছিলেন ৪৯,৯৩৬ ভোটে৷ আর ওই বছরই উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছিলেন ৫৪,২১৩ ভোটে৷ এদিন ভেঙে ফেললেন নিজের সেই নজিরও। ২০২১-এর বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় BJP প্রার্থী রুদ্রনীল ঘোষকে হারিয়েছিলেন ২৮৭১৯ ভোটে। জোড়াফুল শিবির বলছে, একদিন হাফ লাখ ভোটে নেত্রীকে হারানোর চ্যালেঞ্জ দিয়েছিলেন BJP নেতা শুভেন্দু অধিকারী। এদিন এই বিপুল সংখ্যক ভোটের মার্জিনে সেই জবাবই ফিরিয়ে দিলেন নেত্রী বলে কটাক্ষ জোড়াফুল শিবিরের। একুশের বিধানসভা ফলের পর তৃণমূলের আসন ছিল ২১৩। এই তিন কেন্দ্রে জয়ের সঙ্গে সঙ্গেই বিধানসভায় জোড়াফুলের আসন সংখ্যা পৌঁছল ২১৬-তে। তৃণমূলের বিপুল জয়ে রাজ্য জুড়ে অকাল দেওয়ালি। এবার অপেক্ষা ৩০ অক্টোবরের দ্বিতীয় পর্যায়ের উপনির্বাচনের। ওই দিন বাকি চার কেন্দ্রে উপনির্বাচন। শান্তিপুর, গোসাবা, দিনহাটা এবং খড়দা বিধানসভায় ভোট। গণনা হবে আগামী ২ নভেম্বর। এই চার কেন্দ্রের যোদ্ধাদের নামও এদিন ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেতার পর তিনি বলেন, 'অনেক চক্রান্ত হয়েছে। সব চক্রান্তকে জব্দ করে দিয়েছে ভবানীপুর।'


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3mpyKvf
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads