Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3wlKwee
Live: 'ঠান্ডা ঠান্ডা কুল কুল, সব ভোট জোড়াফুল' https://ift.tt/3dmoE9R

এই সময় ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় দফার ভোটপর্বের আগে মঙ্গলবার চলছে শেষ দফার প্রচার। প্রচারে ঝড় তুলতে প্রস্তুত ()। শেষবেলার জন্য একগুচ্ছ কর্মসূচি নিয়েছেন তিনি। প্রথম রোড শো এবং পরে তিনটি জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু, পথে নামতেই কিছুটা ছন্দ কাটল। মমতা বন্দ্যোপাধ্যায়ের হুইলচেয়ার বেরতেই নন্দীগ্রামের রেয়াপাড়ায় বিক্ষোভের মুখে পড়লেন তিনি। তাঁকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান দিতে দেখা গেল একদল বিক্ষোভকারীকে। যা নিয়ে রীতিমতো সরগরম হয়ে ওঠে এলাকা। এদিন ভাঙাবেড়া থেকে সোনাচূড়া পর্যন্ত রোড শো করেন মমতা। এরপর সোনাচূড়াতে পৌঁছে প্রথম জনসভায় বক্তব্য রাখেন তিনি। কার্যত জমি আঁকড়ে পড়ে রয়েছেন নেত্রী। তাঁর বক্তব্যের মধ্যে বারবার BJP-র বিরোধীতা উঠে আসে এদিনও। তিনি বলেন, 'কেন্দ্রীয় বাহিনীর গাড়ি থেকে টাকা বিলি হচ্ছে। ভিন রাজ্যের পুলিশ এনে অত্যাচার করার খবর রয়েছে আমার কাছে।' কর্মী-সমর্থকদের উদ্দেশে মমতা পরামর্শ, '৪৮ ঘণ্টা মাথা ঠাণ্ডা রাখুন আপনারা। EVM খারাপ হলেও অপেক্ষা করবেন। ভোট না দিয়ে কেউ ফিরে যাবেন না।' সঙ্গে তাঁর আরও সংযোজন, 'ওরা তো আর দুটো দিন মাত্র।' এদিন সোনাচূড়ার জনসভা থেকে মমতা সকলকে জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানান। মমতা বলেন, 'ঠান্ডা ঠান্ডা কুল কুল, সব ভোট জোড়াফুল।' এদিন বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামবাসীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন। নন্দীগ্রামকে নিয়ে আগামীদিনে তাঁর একাধিক পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। তাঁর প্রতিশ্রুতি, 'নন্দীগ্রামকে আমি মডেল করে দেব। হলদিয়া ও নন্দীগ্রামের মধ্যে ব্রিজ হবে।' টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3wlKwee
Previous article
Next article
Leave Comments
Post a Comment