'কুল কুল তৃণমূল', ভোটের আগে মাথা ঠান্ডা রাখার পরামর্শ মমতার https://ift.tt/3fDAkIb - MAS News bengali

'কুল কুল তৃণমূল', ভোটের আগে মাথা ঠান্ডা রাখার পরামর্শ মমতার https://ift.tt/3fDAkIb

এই সময় ডিজিটাল ডেস্ক:নন্দীগ্রামে ভোটের আগে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ()। মঙ্গলবার ভোটের আগে শেষবেলার প্রচারে রোড শো করলেন মমতা। রোড শো'র পাশাপাশি সভাও করলেন তৃণমূল সুপ্রিমো। রোড শো শেষে কর্মী-সমর্থকদের উদ্দেশে মমতা বললেন, '৪৮ ঘণ্টা মাথা ঠান্ডা। কুল কুল তৃণমূল, ঠান্ডা ঠান্ডা কুল কুল, আর ভোট পাবে জোড়াফুল।' এরপরই মমতা বলেন, 'ভালো করে ভোট করে নিন, তবে পান্ডাদের অধিকার সব কীভাবে কাড়তে হয়, তা বাংলা জানে।' BJP-কে তুলোধনা করে তৃণমূলনেত্রী আরও বলেন, 'নন্দীগ্রাম ও বাংলা থেকে BJP-কে বোল্ড আউট করে দিন।' নন্দীগ্রামে কেন ভোটে দাঁড়ালেন, এ নিয়ে এদিন ফের মমতা বলেন, 'নন্দীগ্রামের মা-বোনেদের শ্রদ্ধা জানাতে ভোটে দাঁড়িয়েছি এখানে। একবার যখন নন্দীগ্রামে ঢুকেছি, আমি বেরোব না। আমি মডেল নন্দীগ্রাম তৈরি করে দেব। হলদিয়া-নন্দীগ্রামের মধ্যে সেতু তৈরি করে দেব। খেলা হবে। যারা গুন্ডামি হবে, তাদের ভোট দিয়ে রাজনৈতিকভাবে কবর দিন।' শুভেন্দুকে নিশানা করে তৃণমূল সুপ্রিমো বলেন, 'হাজার হাজার টাকা চুরি করেছে গদ্দার-মীরজাফর। টাকা দিলে নিয়ে নেবেন। কিন্তু, ভোট দেবেন না। পুলিশের গাড়ি থেকে, কেন্দ্রীয় বাহিনীর গাড়ি থেকে টাকা বিলি করা হচ্ছে।' প্রসঙ্গত, বিধানসভা নির্বাচন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। এবার বাংলায় আট দফায় ভোট। একুশের লড়াইয়ে বাংলার কুর্সি কার হাতে থাকবে? এর উত্তর মিলবে আগামী ২ মে। ওই দিনই ভোটের ফল ঘোষণা। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে এবার হিংসা রুখতে তৎপর হয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের মুখে পুলিশ-প্রশাসনে একঝাঁক বদল করা হয়েছে। ভোটের দিন ঘোষণার আগেই এবার রাজ্যের বিভিন্ন প্রান্তে এসে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। হিংসা রুখে সুষ্ঠু ও অবাধ ভোট করা এবার কমিশনের কাছে রীতিমতো চ্যালেঞ্জ। সেই সঙ্গে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সুরক্ষাবিধির দিকেও জোর দেওয়া হচ্ছে। অন্যদিকে, এবারের ভোটে অন্যতম ব্যাটলফিল্ড নন্দীগ্রাম। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী দ্বৈরথের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। ভোটের আবহে শাসক-বিরোধী চাপান-উতোরে তুঙ্গে রাজনৈতিক তরজা। সবমিলিয়ে ভোটের টান টান উত্তেজনাপূর্ণ মেজাজে ফুটছে গোটা বাংলা। টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/31Cyxul
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads