IPL-এর জন্য প্রস্তুতি শুরু রোহিত-বিরাটদের https://ift.tt/2PBNtq2 - MAS News bengali

IPL-এর জন্য প্রস্তুতি শুরু রোহিত-বিরাটদের https://ift.tt/2PBNtq2

এই সময় ডিজিটাল ডেস্ক: আগামী ৯ এপ্রিল থেকে শুরু হতে চলেছে IPL। তার জন্য প্রস্তুতি শুরু প্রতিটি দলের। ভারত-ইংল্যান্ড সিরিজ শেষের পর ক্রিকেটারেরা একে একে যোগ দিচ্ছেন নিজ নিজ দলে। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতেই মুম্বই শিবিরে যোগ দেন সূর্যকুমার যাদব, হার্দিক ও ক্রুণাল পান্ডিয়া এবং অধিনায়ক রোহিত শর্মা। গতবারের চ্যাম্পিয়ন দল এবারও নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। উল্লেখ্য, এখনও পর্যন্ত পাঁচবার আইপিএল খেতাব জিতেছে মুম্বই ইন্ডিয়ানস। অন্যদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পর একদিনও সময় ব্যয় করলেন না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। আইপিএল-এর জন্য শুরু করে দিলেন জিম সেশন। সেই ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়াতে। সোমবার বেঙ্গালুরু দলের সঙ্গে যোগ দিলেন অপর আরসিবি ক্রিকেটার যুজবেন্দ্র চাহল। একাধিকবার ফাইনালে পৌঁছেও খেতাব হাতছাড়া হয়েছে বিরাট বাহিনীর। তাই এবারে খেতাব জিততে মরিয়া কোহলি এন্ড কোম্পানি। চেন্নাইয়ে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) শিবিরে যোগ দিলেন মহম্মদ সিরাজ আর জনি বেয়ারস্টো। মুম্বইতে ঘাঁটি বেঁধেছে টিম কেকেআর। ইতিমধ্যেই নাইটদের সংসারে যোগ দিয়েছেন ইয়ন মরগ্যান, প্রসিধ কৃষ্ণা ও শুভমন গিল। প্রস্তুতি শুরু করে দিয়েছেন বেন কাটিং। সোমবার হোলিও সেলিব্রেট করেন কেকেআর ক্রিকেটারেরা। উল্লেখ্য, এখনও পর্যন্ত দুবার আইপিএল(২০১২ এবং ২০১৪) খেতাব জিতেছে কলকাতা নাইট রাইডার্স। গতবার পয়েন্টতালিকায় পঞ্চম স্থানে শেষ করেছে কেকেআর। চেন্নাই সুপার কিংসের শিবিরে যোগ দিয়েছেন স্যাম কারন এবং মইন আলি। দিল্লি ক্যাপিটালসের শিবিরে যোগ দিলেন ঋষভ পন্থ, স্যাম বিলিংস এবং টম কারান। সোমবার সকালে যোগ দেন কোচ রিকি পন্টিংও।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/31xwqs0
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads