Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/39t8cmZ
'নন্দীগ্রামে বড় ব্যবধানে জিতবেন শুভেন্দু', ভোটের মুখে দাবি শাহের https://ift.tt/3u9CoeC

এই সময় ডিজিটাল ডেস্ক: একুশের বিধানসভা নির্বাচন ঘিরে উত্তেজনায় ফুটছে নন্দীগ্রাম (Nandigram)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সমর্থনে রোড শো করার পর দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ () বললেন, 'নন্দীগ্রামে বড় ব্যবধানে জিতবেন শুভেন্দু। ওঁর জয় নিশ্চিত।' শেষবেলার প্রচারে মমতাকে নিশানা করে নন্দীগ্রামবাসীর উদ্দেশে শাহ বলেন, 'পরিবর্তন হলে মমতাকে হারাতে হবে। নন্দীগ্রামে মমতাকে হারাতেই হবে। নন্দীগ্রামবাসীর কাছে এটাই আমার আর্জি।' উল্লেখ্য, এবারের নির্বাচনে অন্যতম ফোকাস নন্দীগ্রাম। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বনাম দ্বৈরথ ঘিরে টানটান উত্তেজনা।ভোটের মুখে শুভেন্দু বনাম মমতার বাগযুদ্ধে ক্রমশ তপ্ত হচ্ছে বঙ্গভূমি। তৃণমূলনেত্রীকে আধ লাখেরও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু। এই আবহে ভোটের মুখে অমিত শাহের এই মন্তব্য নয়া মাত্রা যোগ করল বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে, ভোটের আবহে এদিন তৃণমূলকে নিশানা করে অমিত শাহ আরও বলেছেন, 'বাংলায় মহিলাদের নিরাপত্তা নেই।' উল্লেখ্য, BJP কর্মীর ৮০ বছরের বৃদ্ধা মায়ের মৃত্যু ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। এই ঘটনাকে হাতিয়ার করে আসরে নেমেছে পদ্মশিবির। এদিন নন্দীগ্রামে শেষবেলার প্রচারে ঝড় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। রোড শো শেষে কর্মী-সমর্থকদের উদ্দেশে মমতা বলেন, '৪৮ ঘণ্টা মাথা ঠান্ডা। কুল কুল তৃণমূল, ঠান্ডা ঠান্ডা কুল কুল, আর ভোট পাবে জোড়াফুল।'তিনি আরও বলেন, 'ভালো করে ভোট করে নিন, তবে পান্ডাদের অধিকার সব কীভাবে কাড়তে হয়, তা বাংলা জানে।' BJP-কে তুলোধনা করে তৃণমূলনেত্রী আরও বলেন, 'নন্দীগ্রাম ও বাংলা থেকে BJP-কে বোল্ড আউট করে দিন।' নন্দীগ্রামে কেন ভোটে দাঁড়ালেন, এ নিয়ে এদিন ফের মমতা বলেন, 'নন্দীগ্রামের মা-বোনেদের শ্রদ্ধা জানাতে ভোটে দাঁড়িয়েছি এখানে। একবার যখন নন্দীগ্রামে ঢুকেছি, আমি বেরোব না। আমি মডেল নন্দীগ্রাম তৈরি করে দেব। হলদিয়া-নন্দীগ্রামের মধ্যে সেতু তৈরি করে দেব। খেলা হবে। যারা গুন্ডামি হবে, তাদের ভোট দিয়ে রাজনৈতিকভাবে কবর দিন।' টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/39t8cmZ
Previous article
Next article
Leave Comments
Post a Comment