অমিত শাহ সম্পূর্ণ সুস্থ, ছেড়ে দিতে পারে এইমস https://ift.tt/2Z3nHgr - MAS News bengali

অমিত শাহ সম্পূর্ণ সুস্থ, ছেড়ে দিতে পারে এইমস https://ift.tt/2Z3nHgr

এই সময় ডিজিটাল ডেস্ক: সংসদের আসন্ন বাদল অধিবেশনের আগে বিজেপি শিবিরের জন্য স্বস্তির খবর। অমিত শাহ এখন সম্পূর্ণ সুস্থ। কোভিডের পর শারীরিক যে সমস্যা দেখা দিয়েছিল, তা তিনি কাটিয়ে উঠেছেন। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট ফর মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এর তরফে শনিবার (২৯ অগস্ট) এক বিবৃতিতে জানানো হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী সুস্থ হয়ে উঠেছেন। শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে। কোভিড-পরবর্তী অসুস্থতার জন্য ১৮ অগস্ট দিল্লি এইমসে ভর্তি হন অমিত শাহ। তার আগে করোনা আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে। কোভিড টেস্ট রিপোর্ট নেগেটিভ আসার পর, ১৪ অগস্ট অমিত শাহকে ছেড়ে দিয়েছিল মেদান্ত হাসপাতাল। কিন্তু, হাসপাতাল থেকে ফেরার পর থেকেই আবারও অসুস্থ বোধ করতে থাকেন। শারীরিক দুর্বলতার সঙ্গে গায়ে-হাত-পায়ে ব্যথা হতে থাকে। বাড়ি ফেরার তিন দিন পরেও সুস্থ বোধ না-করায়, চিকিত্‍সকদের পরামর্শ ১৮ অগস্ট রাতে ফের হাসপাতালে ভর্তি হন। কোভিড পরবর্তী চিকিত্‍‌সা হওয়ায়, মেদান্ত হাসপাতালে দ্বিতীয়বার না গিয়ে, তিনি দিল্লি এইমস ভর্তি হন। তার পর থেকেই বিশেষজ্ঞ চিকিত্‍‌সকদের পর্যবেক্ষণে রয়েছেন। এইমসের তরফেও মেডিক্যাল বিবৃতিতে উল্লেখ করা হয়, করোনা থেকে সুস্থ হওয়ার পরেও অমিত শাহের শারীরিক দুর্বলতা ছিল। গায়ে-হাত-পায়ে ব্যথাও হচ্ছিল। তিন-চার দিন ধরে একই সমস্যা থেকে যাওয়ায়, তিনি পুনরায় হাসপাতালে ভর্তি হন। তবে, এখন আর কোনও সমস্যা নেই। ২ অগস্ট ট্যুইট করে নিজেই করোনায় আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন। কোভিডের উপসর্গ দেখা দেওয়ায়, নিজেই উদ্যোগী হয়ে টেস্ট করিয়ে নেন। তখনই রিপোর্ট পজিটিভ আসে। গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি হওয়ার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, শারীরিক ভাবে তাঁর কোনও সমস্যা নেই। তবে, চিকিত্‍‌সকদের পরামর্শেই তিনি হাসপাতালে ভর্তি হচ্ছেন। আরও পড়ুন: আরও পড়ুন: করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর বিশেষজ্ঞদের পরামর্শ সকলকে আরও ১৪ দিন বাড়িতে নিভৃতবাসে কাটাতে হয়। ১৪ অগস্টের আগেই যে হেতু অমিত শাহ করোনামুক্ত হয়েছেন, তাই সংসদের আসন্ন বাদল অধিবেশনে তাঁর যোগ দিতে কোনও সমস্যা হবে না। সুস্থ হওয়ার পর ১৪ দিন কেটেই গিয়েছে। ১৪ সেপ্টেম্বর থেকে এই অধিবেশন শুরু হতে চলেছে। সাংসদদের নিরাপত্তার কথা ভেবে লোকসভার স্পিকার নির্দেশ দিয়েছেন, সংসদের প্রত্যেক সদস্যকে কোভিড টেস্ট করিয়ে নিতে হবে। অধিবেশন শুরুর অন্তত তিন দিন আগে টেস্ট করিয়ে নিতে হবে। শুধু সাংসদ নন, তাঁর পরিবারের প্রতিটি সদস্য এবং সংশ্লিষ্ট স্টাফদেরও কোভিড পরীক্ষা করাতে হবে। সমাজিক দূরত্ব বজায় রেখেই সংসদকক্ষে বসার ব্যবস্থা করা হবে। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/34XVlYL
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads