Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/31FW3I0
'চুরি'র সাজা! দিল্লির পার্কে গাছে বেঁধে তেইশের যুবককে লোহার রডে পিটিয়ে মারল মানুষ https://ift.tt/3jp5p0H

এই সময় ডিজিটাল ডেস্ক: সন্দেহের বশে বছর তেইশের একটা জলজ্যান্ত ছেলেকে নিশৃংস ভাবে পিটিয়ে মেরে ফেলল গুটিকয় উন্মত্ত মানুষ। অভিযোগ উঠেছিল মোবাইল চুরির। পুলিশ-প্রশাসনকে উপেক্ষা করে, সেই 'চুরি'র বিচারের ভার নিজেরাই হাতে তুলে নেয়। লোকচক্ষুর আড়ালে একটি পার্কে নিয়ে গিয়ে বড় গাছের সঙ্গে মোটা দড়ি দিয়ে আষ্টেপৃষ্টে বাঁধা হয় যুবককে। অতি উত্সাহীরা তার মধ্যেই জোগাড় করে এনেছিল লোহার রড। সেই রড দিয়ে পিটিয়ে পিটিয়ে, কয়েক জোড়া চোখের সামনে ছেলেটিকে মেরে ফেলা হয়। একজনকে এ ভাবে খুন করে, নির্বিকার লোকগুলো যে যার মতো ফিরে যায়। কেউ প্রতিবাদ করেনি। বাধা দেওয়ার চেষ্টাও করেনি সেখানে জটলা-বাঁধা কোনও মুখ। পুলিশ যখন ওই পার্কে যায়, ছেলেটির হাত-পা শক্ত দড়িতে বাঁধাই ছিল। সারা শরীরে আঘাতের কালশিটে। শরীরে কোনও চেতনা ছিল না। ওই অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে, ডাক্তাররা ওই যুবককে মৃত ঘোষণা করেন। এই ঘটনা ভারতের কোনও রাজ্যের প্রত্যন্ত গ্রামের নয়। এই শাস্তির পিছনে নেই কোনও খাপ পঞ্চায়েত। এই অমানবিক বর্বরতার ঘটনা ঘটেছে ভারতের খাস রাজধানী শহর দিল্লিতে। ঘটনাটি যদিও দু-দিন আগের। ২৮ অগস্ট, শুক্রবার দিল্লির লোহা মান্ডির নরৈনার ১০ ব্লকের এমসিডি পার্ক থেকে ওই যুবকের নিষ্প্রাণ দেহ উদ্ধার করে। শনিবার এই পিটিয়ে মারার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে দিল্লি পুলিশ। ঘটনাস্থলে দাঁড়িয়ে কেউ প্রতিবাদ করার সাহস না দেখালেও পুলিশ অফিসার বিকাশ দালালের কাছে ঘটনার কথা জানিয়ে ফোনটি এসেছিল এক প্রত্যক্ষদর্শীর কাছ থেকেই। ফোন ঘটনার কথা জেনেই লোহা মান্ডির নরৈনার ১০ ব্লকে, চৌধুরি ধর্মকান্তর সামনে এমসিডি পার্কে পৌঁছে যায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায়, এক যুবক পার্কের গাছের নীচে অচেতন অবস্থায় পড়ে রয়েছে। সারা শরীরে আঘাতের চিহ্ন। সেই অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, ডাক্তাররা ওই যুবকেক মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একগুচ্ছ দড়ি ছাড়াও একটি সাদা মাফলার উদ্ধার করা হয়েছে। ওই দড়ি দিয়ে যুবককে বাঁধা হয়েছিল। এই ঘটনার প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে নিহতের নাম রাহুল (২৩)। ময়নাতদন্তের জন্য যুবকের মৃতদেহ হরি নগরের ডিডিইউ মর্গে পাঠায় পুলিশ। আরও পড়ুন: ঘটনার এক প্রত্যক্ষদর্শী পুলিশকে জানান, শুক্রবার (২৮ অগস্ট) ভোর সাড়ে ৫টা-৬টা নাগাদ তাঁর নজরে পড়ে চার জন লোক মিলে এমসিডি পার্কে একটি ছেলেকে পেটাচ্ছে। এই ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তদের নামও তিনিই পুলিশকে জানান। মুস্তাক আহমেদ, সিরাজ আহমেদ, আনিশ ও ইশতিহার। চার জনেই ওই প্রত্যক্ষদর্শীর প্রতিবেশী। তিনিই পুলিশকে জানান, চার জনে মিলে ছেলেটিকে গাছে বেঁধে লাঠি, রড, পাইপ দিয়ে অমানুষের মতো পেটায়। আরও পড়ুন: এই প্রত্যক্ষদর্শী পুলিশের কাছে দাবি করেন, তিনি বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। তাঁকে বলা হয়, রাহুলের দলের লোকজন ট্রাক থেকে তাদের মোবাইল ফোন চুরি করেছে। দলের সকলে পালিয়ে গেলেও রাহুল পালাতে পারেনি। তারা রাহুলকে ধরে ফেলেছে। মারের চোটে যুবক জ্ঞান হারালে, অভিযুক্তরা পার্ক থেকে পালিয়ে যায়। এই ঘটনার তদন্তে দিল্লি পুলিশ একটি টিম গঠন করেছে। শনিবার দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে মুস্তাক, সিরাজ, আনিশ ও ইশতিহারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, ধৃতরা জেরায় ভেঙে পড়ে অপরাধের কথা কবুল করে। যে লোহার রড, লাঠি, পাইপ দিয়ে রাহুলকে পিটিয়ে মারা হয়েছে, সেগুলিব পুলিশ বাজেয়াপ্ত করেছে। ঘটনার প্রাথমিক তদন্তের পুর দিল্লি পুলিশের টিম জানাচ্ছে, রাহুলের বিরুদ্ধে পাতি চুরির অভিযোগ রয়েছে। নয়াদিল্লির কৃতী নগর থানায় তারা বিরুদ্দে সোনার হার ছিনতাইয়ের একটি অভিযোগ রয়েছে। ঘটনার দিন, রাহুলের সাঙ্গপাঙ্গোরা সিরাজের একটি নতুন মোবাইল ফোন চুরি করে বলে অভিযোগ থেকে জানা গিয়েছে। ওই পার্কের সামনে সিরাজের ট্রাক রাখা ছিল। সেই ট্রাকেই ফোনটি রেখেছিল সিরাজ। রাহুলের দলবল ফোনটি হাতিয়ে পালায়। কিন্তু, রাহুল ওই চার জনের হাতে ধরা পড়ে যায়। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/31FW3I0
Previous article
Next article
Leave Comments
Post a Comment