প্রশ্ন ফাঁসে সিবিআই-জালে এবার দিল্লির পরীক্ষা মাফিয়া https://ift.tt/fC6VYJ8 - MAS News bengali

প্রশ্ন ফাঁসে সিবিআই-জালে এবার দিল্লির পরীক্ষা মাফিয়া https://ift.tt/fC6VYJ8

এই সময়: নিটের প্রশ্ন ফাঁসের তদন্তে মহারাষ্ট্র থেকে ধৃত দুই শিক্ষককে জেরা করে দিল্লির যে পরীক্ষা-মাফিয়ার বিষয়ে জানতে পেরেছিল পুলিশ, বছর ষাটেকের সেই গঙ্গাধর গুন্ডে শনিবার গ্রেপ্তার হলো দেরাদুন থেকে। এদিকে হাজারিবাগ থেকে একটি স্কুলের প্রিন্সিপ্যাল ও তাঁর ডেপুটির পাশাপাশি এক সাংবাদিককেও নিট কেলেঙ্কারিতে গ্রেপ্তার করেছে সিবিআই। এরই মধ্যে নিট-ইউজি পরীক্ষাকে খাতায়কলমে ওএমআর শিটের বদলে কম্পিউটারের মাধ্যমে নেওয়া যায় কি না আগামী দিনে, তা নিয়েও কেন্দ্রীয় সরকার চিন্তাভাবনা শুরু করে দিয়েছে বলে খবর সংবাদ সংস্থা সূত্রে। নিট আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে রাধাকৃষ্ণনের নেতৃত্বাধীন সাত সদস্যের কমিটিকে কেন্দ্রীয় স্তরের যাবতীয় প্রবেশিকা পরীক্ষা নেওয়ার নীতি নির্ধারণ নিয়ে সুপারিশের দায়িত্ব দিয়েছে। সেই কমিটির সুপারিশের জন্য অপেক্ষা করা হবে ঠিকই। তবে তার আগে কেন্দ্রীয় সরকারের শীর্ষস্থানীয় স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রকের কর্তারা সামনের বছর থেকেই কম্পিউটার বেসড নিট-ইউজি পরীক্ষা নেওয়ার সম্ভাবনার দিকটি খতিয়ে দেখতে শুরু করে দিয়েছেন।এখন নিট হয় পেন-অ্যান্ড-পেপারে। প্রশ্ন আসে মাল্টিপল চয়েজ় কোয়েশ্চেন (এমসিকিউ) হিসেবে। উত্তর দিতে হয় ওএমআর শিটে। সেই খাতা দেখা হয় অপটিক্যাল স্ক্যানারে। এই ব্যবস্থার বদলে পুরো পরীক্ষাটা ২০২৫ থেকেই অনলাইনে চাইছে কেন্দ্রীয় সরকারের একাংশ। তাতে কম্পিউটারের স্ক্রিনে ভেসে ওঠা প্রশ্নের উত্তর অনলাইনে দেওয়ার একটি ব্যবস্থা চালু করতে চায় এনটিএ। আগে যদিও অনলাইন নিট-ইউজি পরীক্ষার বিরোধিতা করেছিল স্বাস্থ্য মন্ত্রক, কিন্তু বর্তমান আবহে এখন তারাই কম্পিউটার বেসড পরীক্ষা চাইছে নিটে। যেহেতু এমন ব্যবস্থায় প্রশ্ন ফাঁসের কথা তেমন শোনা যায় না, তাই গত এক সপ্তাহে মন্ত্রক এ ব্যাপারে সদর্থক চিন্তাভাবনা করছে বলে খবর নির্মাণ ভবন সূত্রে। সম্ভবত এই কারণেই ইউজিসি-নেট পরীক্ষাতেও ওএমআর শিটের বদলে কম্পিউটার বেসড টেস্ট চালু করছে এনটিএ।এদিকে নিট দুর্নীতির শিকড় যে কত গভীরে এবং সর্ষের মধ্যেই যে লুকিয়ে রয়েছে কত ভূত, তা উঠে আসছে হাজারিবাগের ওয়েসিস স্কুলের প্রিন্সিপ্যাল এহসানউল হকের শুক্রবারের গ্রেপ্তারিতে। ওই ব্যক্তি হাজারিবাগের নিট ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। সিবিআইয়ের তদন্তের অভিমুখ ঘুরিয়ে দিতে তিনি প্রশ্ন ফাঁসের জন্য একটি বেসরকারি ক্যুরিয়র সংস্থার দিকে আঙুল তুলেছিলেন। ওই সংস্থাই নিটের প্রশ্নপত্র ডেলিভারি করেছিল। পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার সামনে হকের মুখে উঠে আসে ওয়েসিস স্কুলেরই ভাইস-প্রিন্সিপ্যাল মহম্মদ ইমতিয়াজ়ের নামও। এই দু’জনকে জেরা করে সিবিআই শনিবার গ্রেপ্তার করেছে ঝাড়খণ্ডের একটি হিন্দি দৈনিকের সাংবাদিক জামালউদ্দিন আনসারিকে। হক এবং ইমতিয়াজ়কে প্রশ্ন ফাঁসের ব্যাপারে সাহায্য করেছিলেন সাংবাদিক আনসারি। এদিকে প্রশ্নফাঁস মামলায় গুজরাটের আনন্দ, খেড়া, আমেদাবাদ ও গোধরায় সাত অভিযুক্ত ও সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তদন্তকারীরা একপ্রকার নিশ্চিত যে, নিট-ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁসের মামলার জাল ছড়িয়ে রয়েছে গুজরাট, রাজস্থান, বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র ও দিল্লিতে। এদিকে দেরাদুন পুলিশের এক আধিকারিক জানান, গত মঙ্গলবার সিবিআইয়ের থেকে স্থানীয় পুলিশ জানতে পারে যে, বছর ষাটেকের গঙ্গাধর লুকিয়ে রয়েছে উত্তরাখণ্ডের রাজধানীতে। সেইমতো তক্কে তক্কে ছিল পুলিশ। শনিবার সপরিবারে গঙ্গাধর মুসৌরি যাওয়ার সময়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার পর ধৃত ওই ব্যক্তিকে সিবিআইয়ের দেরাদুন ইউনিটের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের সন্দেহ, বিহারের সঞ্জীব মুখিয়া গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ ছিল গঙ্গাধধরের।


from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/nlOiIcs

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads