IPC অতীত! আজ থেকে দণ্ড সংহিতা, সূচনা নয়া অধ্য়ায়ের https://ift.tt/y9PBuHM - MAS News bengali

IPC অতীত! আজ থেকে দণ্ড সংহিতা, সূচনা নয়া অধ্য়ায়ের https://ift.tt/y9PBuHM

এই সময়: গত ক’দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে গণপিটুনিতে খুনের বেশ কয়েকটি অভিযোগ উঠেছে। রবিবার পর্যন্ত এই সব ঘটনায় পুলিশ মামলা করেছে ভারতীয় দণ্ডবিধির (IPC) ৩০২ ধারায়। কিন্তু আজ, সোমবার থেকে তা বদলে যাচ্ছে। এরকম ঘটনায় মামলা হবে (BNS)-এর ১০৩ (২) ধারায়। আবার বধূ নির্যাতনের ক্ষেত্রে এত দিন IPC ৪৯৮এ অভিযোগ করা হতো, ধর্ষণ বা গণধর্ষণের ক্ষেত্রে IPC ৩৭৬-এর বিভিন্ন সাব সেকশনে, বদলে গেল তাও। রবিবার মাঝরাতের পর থেকে এই সবই বদলে যাচ্ছে। কারণ, আজ থেকে দেশজুড়ে বলবৎ হলো নতুন তিনটি — ভারতীয় ন্যায় সংহিতা (BNS), (BNSS) ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম (BSA)। বিলোপ হলো IPC 1860, CrPC 1973 ও Indian Evidence Act, 1872। যদিও এই তিনটি আইন যাতে আজ থেকে বলবৎ না হয়, সেজন্য দেশের শীর্ষ আদালতে মামলা পেন্ডিং আছে। তৃণমূল, কংগ্রেস-সহ বিরোধী দলগুলো আগেই এগুলো লাগু করার বিরোধিতা করেছিল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখে দণ্ড সংহিতা বলবৎ করার তারিখ পিছিয়ে দিতে অনুরোধ করেছিলেন। নয়া আইন প্রয়োগের বিরুদ্ধে প্রতিবাদে নামছেন আইনজীবীরাও। তা সত্ত্বেও রবিবার রাত ১২টার পর (১ জুলাই) থেকে লাগু হলো নতুন আইন। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন রবিবার জানিয়েছেন, ‘ইন্ডিয়া’ ব্লক আজ সংসদে এই নয়া আইনগুলো নিয়ে সরব হবে। ইতিমধ্যে প্রশ্ন হলো, নতুন আইন প্রয়োগ করবেন যাঁরা, তাঁরা কি প্রস্তুত? নতুন ফৌজদারি আইন চালু হলেও পুরোনো আইনগুলি যে একেবারে ব্যবহার হবে না, তাও নয়। কারণ, দেশের বিভিন্ন আদালত ও থানায় রবিবার পর্যন্ত পেন্ডিং কেসের সংখ্যা প্রায় সাড়ে চার কোটি, যার সবই চলবে পুরোনো আইন মোতাবেক। নতুন কোনও অভিযোগ আইপিসি অনুসারে আর দায়ের করা যাবে না। ফলে পুলিশ, আইনজীবী থেকে বিচার বিভাগ—সবাইকে নতুন ও পুরোনো দু’টি আইনই মাথায় রাখতে হবে। কলকাতা পুলিশের এক কর্তার বক্তব্য, ‘নিচুতলার পুলিশকর্মীদের নতুন আইন নিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে। তবে আইনের বাস্তবে প্রয়োগ না হওয়া পর্যন্ত বলা সম্ভব নয় বিষয়টা কতটা জটিল হবে।’ কারণ, আদালতের কাছেও বিষয়টা নতুন। একই সুর আইনজ্ঞদের কথাতেও। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন, ‘১ জুলাই থেকে বদলাচ্ছে স্বাধীন ভারতের ইতিহাস। ভারতীয় ন্যায়বিচারের ঐতিহ্যকে মাথায় রেখে নতুন আইন তিনটি আনা হয়েছে যার সঙ্গে ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের আর কোনও সম্পর্ক রইল না।’ তাঁর দাবি, এর ফলে দেশের বিচারব্যবস্থা ‘soul, body, spirit’-এ বদলে যাবে।নয়া আইনগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এফআইআর থেকে শুরু করে আদালতে বিচার প্রক্রিয়া পর্যন্ত পুরো ব্যবস্থাটাই থাকবে অনলাইনে। তার ফলে অভিযোগ দায়ের থেকে মামলার চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত সবটাই হবে প্রযুক্তি চালিত। মামলা যাতে বছরের পর বছর ধরে পেন্ডিং না থাকে, সে জন্য বিচারপ্রক্রিয়া বাধ্যতামূলক ভাবে শেষ করতে হবে ৩ বছরের মধ্যে — এমনই বলা হয়েছে BNSS-এ।


from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/fU5MKRg

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads