বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস বদল, তথ্যে গরমিল নিয়ে বিতর্ক https://ift.tt/ykTqOih - MAS News bengali

বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস বদল, তথ্যে গরমিল নিয়ে বিতর্ক https://ift.tt/ykTqOih

এই সময়: লোকসভা নির্বাচনের ফল আজ, মঙ্গলবার ঘোষিত হতে চলেছে। তার আগে রবিবার থেকেই বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস নিয়ে প্রবল বিতর্ক হয়েছে। এগজ়িট পোলের পূর্বাভাসে কেন গুরুত্ব দিচ্ছে না বিরোধীরা, 'ইন্ডিয়া'র জোট শরিকদের অনেকেই তার ব্যাখ্যা দিয়েছেন। এরমধ্যেই নজিরবিহীনভাবে গত ১ জুন প্রকাশিত দু'টি প্রথম সারির সংস্থার এগজ়িট পোলের পূর্বাভাসে সামান্য বদল হলো, যা ভোটের ফল ঘোষণার আগে বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।এমনিতে বুথ ফেরত সমীক্ষাকারী সংস্থাগুলি বিধিবদ্ধ সতর্কীকরণের মতো জানিয়ে দেয়, এই সমীক্ষায় ভোটারদের মনোভাবের একটা আঁচ পাওয়া যেতে পারে, এটা চূড়ান্ত বা বাস্তব ফলের প্রতিফলন দেয়। তাছাড়া ভারতের মতো বিপুল বৈচিত্রপূর্ণ দেশের রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে ভীতি ও গোপনীয়তার বিষয়টি এমন অঙ্গাঙ্গীভাবে জড়িত যে ভোটারদের মনোভাবের কতটা প্রতিফলন এগজ়িট পোলে উঠে আসে, তা নিয়ে অনেকেরই সংশয় আছে। তবে তারপরেও এবার একাধিক সংস্থার বুথ ফেরত সমীক্ষায় বেশকিছু তথ্যগত ভ্রান্তি রাজনীতিবিদদের চোখে পড়েছে। কোনও বুথ ফেরত সমীক্ষায় রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশে মোট যতগুলি লোকসভা আসন রয়েছে, বিজেপির প্রাপ্ত আসনের সংখ্যা তার থেকে বেশি দেখানো হয়েছিল। কোনও বুথ ফেরত সমীক্ষায় আবার বিহারে লোক জনশক্তি পার্টি যতগুলি আসনে লড়াই করছে, তাদের ঝুলিতে প্রাপ্ত আসনের সংখ্যা তার থেকেও বেশি তুলে ধরা হয়েছিল। রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব, সীতারাম ইয়েচুরির মতো 'ইন্ডিয়া'র শরিক নেতারা আগেই দাবি করেছেন, এই সব এগজ়িট পোল বিশ্বাসযোগ্য নয়। এই বিতর্কের মধ্যেই সোমবার বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ 'জি় নিউজ়ে'র দু'টি বুথ ফেরত সমীক্ষার চিত্র এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেই পোস্ট অনুযায়ী, গত শনিবার সংস্থার বুথ ফেরত সমীক্ষায় এনডিএ ৩৫৩-৩৬৭টি আসন পাচ্ছে দেখানো হয়েছিল। যদিও পরবর্তী সময়ে ওই সংস্থা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (এআই) ব্যবহার করে আর একটি বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ করেছে। সেখানে এনডিএ একধাক্কায় ৫০টি আসন কম পাচ্ছে দেখানো হয়েছে। এই এগজ়িট পোল অনুযায়ী, এনডিএ ৩০৫-৩১৫টি আসন পাচ্ছে। এই চিত্র তুলে ধরে প্রশান্তের বক্তব্য, 'যত দিন যাচ্ছে, বুথ ফেরত সমীক্ষার নামে প্রহসন প্রকাশ পাচ্ছে।'একই ভাবে একটি বাংলা সংবাদ চ্যানেলের বুথ ফেরত সমীক্ষার ফলাফলেও অদলবদল করা হয়েছে। শনিবার এই সংস্থার বুথ ফেরত সমীক্ষায় বাংলায় তৃণমূল ২৪টি এবং বিজেপি ১৭টি আসনে পাচ্ছে দেখানো হয়েছিল। যদিও রবিবার আবার সংস্থার তরফে দেখানো হয়, বিজেপি পাচ্ছে ২১টি আসন, তৃণমূল পাচ্ছে ২০টি। সংস্থার তরফে অবশ্য এই সংশোধনকে আপডেট বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে।প্রাক্তন সেফোলজিস্ট যোগেন্দ্র যাদব এ দিন একটি সাক্ষাৎকারে বলেছেন, 'একাধিক বিকল্প সমীক্ষার তথ্য কিন্তু সম্পূর্ণ পৃথক। টিভিতে যে সমীক্ষাগুলো দেখানো হচ্ছে, তার সবারই এক ফলাফল দেখানো হচ্ছে। সাধারণত যা হওয়ার কথা নয়। যেহেতু এক ধাঁচের ফল দেখানো হয়েছে, তাই বুথ ফেরত সমীক্ষার ফলাফল নিয়ে সংশয় ও প্রশ্ন তৈরি হয়েছে।'প্রসঙ্গত, তথাকথিত প্রতিষ্ঠিত সমীক্ষাকারী সংস্থাগুলির পাশাপাশি এবার দক্ষিণ ভারতে 'পার্থ চাণক্য', 'অগ্নিবীর', 'রেস' নামে একগুচ্ছ নতুন সংস্থাও বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস দিয়েছে। এই সংস্থাগুলি অতীতে বুথ ফেরত সমীক্ষা করেছে, এমন নজির প্রায় নেই। এদের প্রত্যেকেরই পূর্বাভাস, দিল্লিতে ফের ক্ষমতায় আসছে বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ-ই। যদিও রাহুল বা মমতার মতো অনেকেই এই সব সংস্থার পূর্বাভাসকে 'মোদী পোল', 'ফেক পোল' বলে কটাক্ষ করেছেন।কিন্তু প্রতিষ্ঠিত সংস্থারগুলির বুথ ফেরত সমীক্ষার ফলাফলেও অদলবদল হলো কেন?ভোট বিশেষজ্ঞ বিশ্বনাথ চক্রবর্তীর বক্তব্য, 'ভোটগ্রহণ চলে সন্ধে ছ'টা পর্যন্ত। কোনও সংস্থার বুথ ফেরত সমীক্ষার ফল ঘোষণার সময়ে এটা বলে দেওয়া উচিত, যে তথ্য সংগ্রহ করা হয়েছে, তা ভোট শেষ হওয়ার আগে করা হয়েছে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর যে তথ্য আসবে, তার ভিত্তিতে পূর্বাভাসে অদলবদল হতে পারে। কিন্তু অনেক বুথ ফেরত সমীক্ষায় এই বিধিবদ্ধ ঘোষণা অনুপস্থিত থাকে। সব থেকে বড় কথা-বুথ ফেরত সমীক্ষা কিন্তু ন্যাচারাল সায়েন্স নয়।'বিরোধী রাজনৈতিক দলগুলির প্রশ্ন, এগজ়িট পোল করার সময়ে কেন বিভিন্ন রাজ্যে সিটের সংখ্যাও ভুল দেওয়া হলো? 'নিউজ-২৪' এর বুথ ফেরত সমীক্ষায় রাজস্থানে এনডিএ ৩৩টি আসন পাচ্ছে দেখানো হয়েছিল। যদিও মরুরাজ্যে মোট লোকসভা আসনের সংখ্যা হলো ২৫। আবার 'অ্যাক্সিস মাই ইন্ডিয়া'র গত ১ জুনের বুথ ফেরত সমীক্ষায় হরিয়ানাতে এনডিএ ১৬-১৯টি আসনে পাচ্ছে দেখানো হয়। যদিও হরিয়ানায় মোট লোকসভা আসন সংখ্যা ১০। 'ইন্ডিয়া টিভি টু-ডে'র সমীক্ষা বলছে, ওডিশায় বিজেপি ১৮-২০টি আসন, বিজেডি ২টি, কংগ্রেস ১টি আসন পেতে পারে। যদিও এই রাজ্যে মোট লোকসভার আসন সংখ্যা হলো ২১। 'আজ-তক' তামিলনাড়ুতে কংগ্রেস ১৩-১৫টি আসন পাচ্ছে বলে দাবি করলেও এই রাজ্যে কংগ্রেস ৯টি আসনে লড়াই করেছে। আবার 'ইন্ডিয়া টুডে'র সমীক্ষায় মহারাষ্ট্রে শিবসেনার একনাথ শিন্ডে গোষ্ঠী ১৫টি আসনে লড়াই করে ১৩টি আসন এবং উদ্ধব ঠাকরে গোষ্ঠী ৯-১১টি আসন পেতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। কিন্তু রাজনৈতিক মহলের প্রশ্ন, দুই শিবির একে অন্যের বিরুদ্ধেই যেখানে ১৩টি আসনে লড়াই করছে, সেখানে কী ভাবে দু'পক্ষের ফলাফল প্রায় কাছাকাছি হয়? বুথ ফেরত সমীক্ষায় এই ভ্রান্তি প্রসঙ্গেই যোগেন্দ্র যাদব এ দিন বলেন, 'বুথ ফেরত সমীক্ষার জগতে বিভিন্ন ধান্দার লোক এসেছে। মাঝে মাঝে মনে হয়, আদৌ মাঠে নেমে সমীক্ষা হয়েছে কি না! সমীক্ষার স্যাম্পেল সার্ভের চরিত্র কেমন, এরা কেউ বলে না। এদের স্বচ্ছতা নেই। তাই বিশ্বাস করা কঠিন, আদৌ সমীক্ষা হয়েছে কি না।' রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্রের কথায়, 'বুথ ফেরত সমীক্ষা এবারে স্রেফ টিভি সিরিয়ালের মতো বিনোদনে পরিণত হয়েছে। সমীক্ষার বিধিবদ্ধ প্রক্রিয়া মেনে কতগুলি এগজ়িট পোল হয়েছে, তা নিয়ে সন্দেহ রয়েছে। সেই কারণে ফলাফলের সংশোধন, ত্রুটি দেখা গিয়েছে। সার্বিক ভাবে বুথ ফেরত সমীক্ষার বিশ্বাসযোগ্যতা তলানিতে গিয়ে ঠেকেছে।'


from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/RX8Lswl
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads