Ajker Bangla Khabar
Bangla News
Bengali News
Latest Bengali News - Eisamay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
বাংলার আজকের খবর
from Bengali News, বাংলা নিউজ, বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Bangla News, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/ZgIMj4h
হাফ টার্গেটই অমিল! ঘাসফুল ঝড়ে ধরাশায়ী BJP-র কোন হেভিওয়েটরা? https://ift.tt/NlQb0jE
বাংলা থেকে ৩৫ আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন পদ্মের চাণক্য অমিত শাহ। প্রচারের মাঝে সেই টার্গেট কম ৩০-এ নেমেছে। সেই টার্গেটের হাফও পূরণ হল না। কোনওমতে ১২টি আসনেই থামল বিজেপির রথ। হতাশ করলেন বিজেপির একের পর এক হেভিওয়েট প্রার্থী। গোটা দেশ জুড়ে ‘৪০০ পার’ করার লক্ষ্যমাত্রা নিয়েছিল বিজেপি। এককভাবে অন্তত ৩৫০ পার করার পরিকল্পনা ছিল তাঁদের। তাঁদের আশাপূরণে জল ঢেলে দিয়েছে ইন্ডিয়া জোট। দেশের পাশাপাশি এই রাজ্যেও ৩৫টি আসন ছিনিয়ে নেওয়ার লক্ষ্য ছিল গেরুয়া শিবিরের। পরে হাল বুঝে সেই টার্গেট নামে ৩০-এ। দিনের শেষে অর্ধেক অর্থাৎ ১৫টি আসনও জুটলো না শুভেন্দু-সুকান্তদের কপালে। এখানেই শেষ নয়, একে একে হারতে হল বিজেপির হেভিওয়েটদেরও। যা দেখে অবাক রাজ্য নেতৃত্ব। দু-কূলই গেল দিলীপের রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের অন্যতম নাম দিলীপ ঘোষ। তাঁর হাতে থাকা সংগঠন ২০১৯ সালে বিজেপিকে রাজ্য থেকে ১৮টি আসন এনে দিয়েছিল। সেই দিলীপ ঘোষই এবার মান রাখতে পারলেন। নিজের কেন্দ্র মেদিনীপুর ছেড়ে তাঁকে দাঁড় করানো হয়েছিল বর্ধমান দুর্গাপুর আসনে। কীর্তি আজাদের গুগলির সামনে দাঁড়াতেই পারলেন দিলীপ। এদিকে, নিজের গড় মেদিনীপুর তো হাতছাড়া হলই, নতুন কেন্দ্র বর্ধমান দুর্গাপুরে গিয়েও হারতে হল তাঁকে।হারলেন লকেট বিজেপির জাতীয় নেতৃত্ব ভরসা করেছিল তাঁর উপর। হুগলি থেকে জিতে আসার পর ভিন রাজ্যেও সংগঠন সামলানোর কাজ দেওয়া হয়েছিল তাঁকে। ভিন রাজ্যে সংগঠন করতে গিয়ে নিজের কেন্দ্রেই ডুমুরের ফুল হয়ে গিয়েছিলেন লকেট, অভিযোগ করেন স্থানীয়রা। সেই আসনে চমকপ্রদ প্রার্থী দেয় তৃণমূল কংগ্রেস প্রার্থী। পর্দার দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়কে ওই কেন্দ্রে জিততে পাঠানো হয়। তাঁর কাছেই শেষমেশ হারতে হল লকেটকে।সুভাষ সরকারবাঁকুড়া জেলায় গড় ছিল সিপিএমের। সেখানেই নিজেদের সংগঠন তৈরি করে। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জিতে যায় বিজেপি। ডঃ সুভাষ সরকার জিতে কেন্দ্রীয় মন্ত্রী হন। শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী হওয়ার পরেও এবারের লোকসভা নির্বাচনে হেরে গেলেন তিনি। প্রায় ৩০ হাজার ভোটে পরাজিত হয়েছেন তিনি। নিশীথ প্রামাণিকউত্তরবঙ্গ গড় ছিল বিজেপির। সেখানে এবার ঘাসফুল ফোটালো তৃণমূল কংগ্রেস। নিজের এলাকায় দোর্দণ্ডপ্রতাপ নেতা ছিলেন নিশীথ। সেখানেই খেলা দেখালেন জগদীশ বর্মা বসুনিয়া। সিতাই বিধানসভার বিধায়ক থেকে এবার লোকসভায় অমিত শাহর ডেপুটি নিশীথ প্রামাণিককে হারিয়ে তৃণমূলের পতাকা ওড়ালেন জগদীশ বর্মা বসুনিয়া।অর্জুন সিং২০১৯ সাল থেকেই ব্যারাকপুরে জিতে এসেছেন অর্জুন সিং। তৃণমূল কংগ্রেস প্রার্থী দীনেশ ত্রিবেদীকে হারিয়ে দিয়েছিলেন তিনি। পরে দলবদল করে ফের তৃণমূলে ফিরে আসেন। তৃণমূল কংগ্রেস টিকিট না দেওয়ায় ফের তিনি ভোটের আগে বিজেপিতে যোগদান করেন। কিন্তু, শেষরক্ষা হল না। হারের মুখ প্রথমবার দেখতে হলে অর্জুন সিংকে।
from Bengali News, বাংলা নিউজ, বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Bangla News, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/ZgIMj4h
Previous article
Next article
Leave Comments
Post a Comment