এই রেজ়াল্টে কি অস্তে গেল ব্র্যান্ড-মোদী? https://ift.tt/MjBdqfO - MAS News bengali

এই রেজ়াল্টে কি অস্তে গেল ব্র্যান্ড-মোদী? https://ift.tt/MjBdqfO

অরিন্দম বন্দ্যোপাধ্যায়, নয়াদিল্লিবিখ্যাত অ্যাড-গুরু অ্যালেক পদমসি একবার এই প্রতিবেদককে প্রশ্ন করেছিলেন, ‘ওহে ছোকরা, ব্র্যান্ড কী করে তৈরি হয় জানো?’ শতাধিক ভারত বিখ্যাত ব্র্যান্ডের প্রতিষ্ঠাতার প্রশ্ন শুনে হতবাক হয়ে তাকিয়ে থাকা ছাড়া গত্যন্তর ছিল না৷ খানিক বাদে প্রশ্নকর্তা নিজেই উত্তর দিয়েছিলেন, ‘মনে রাখবে, ব্র্যান্ড মানে প্রোডাক্ট বা ক্যারেক্টারকে মানুষের মনে আর মাথায় একইসঙ্গে প্রতিষ্ঠা করা৷ তা এতটাই শক্তিশালী হবে তার প্রভাব যে, মানুষ এই ব্র্যান্ডের মধ্যেই আবিষ্ট থাকবে৷ ব্র্যান্ডের সার্থকতা ততদিনই থাকবে, যতদিন তা ক্ষুরধার থাকবে৷ তা-ই সব সময়ে চেষ্টা করবে ব্র্যান্ডকে টাটকা তাজা রাখতে৷’দু’দশক পরে ২০২৪-এর লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন মঙ্গলবার রাজধানী দিল্লিতে কার্যত শুনশান বিজেপির সদর দপ্তরে দাঁড়িয়ে পদমসির সেই কথাগুলোই মনে পড়ছিল। এদিন সকালে ভোটগণনা শুরু হওয়ার পরে একেবারে গোড়ার দিকে যখন নরেন্দ্র মোদী পিছিয়ে পড়ছিলেন হাজার পাঁচেক ভোটে, তখন এই প্রশ্নটা ঘুরেফিরে এসেছে তামাম দেশবাসীর মধ্যেও।প্রশ্ন ওঠারই কথা। কারণ, এবারের লোকসভা ভোটের লড়াইটা খাতায়কলমে যতই এনডিএ বনাম ‘ইন্ডিয়া’র হোক না-কেন, আসল লড়াইটা ছিল ‘ইন্ডিয়া’ বনাম মোদী, মোদী এবং মোদীরই। সেই মোদী বারাণসী কেন্দ্রে শেষ পর্যন্ত জিতলেন, তবে পাঁচ বছর আগেকার ৪ লাখ ৮০ হাজারের মার্জিন কমে দাঁড়াল লাখ দেড়েকে। আর সবচেয়ে বড় কথা, অঙ্কের নিরিখে এবার আর বিজেপির একচ্ছত্র আধিপত্য না-থাকায় টানা তৃতীয় দফায় সরকার গড়তে হলে ফ্লোর টেস্টের মুখোমুখি হতেই হবে নমোকে। সেই মোদী এদিন কোথায়? ২০১৪, ২০১৯-এর মতো এবার রেজ়াল্ট আউটের দিনে সন্ধে পর্যন্ত সামনে আসতে দেখা গেল না তাঁকে। রাত ৮টা নাগাদ দেশবাসীর উদ্দেশে বার্তা দেওয়ার কথা জানিয়ে পোস্ট দিলেন সোশ্যাল মিডিয়ায়, বললেন—‘টানা তৃতীয়বারের জন্য এনডিএ-র উপর জনতা আস্থা রেখেছে! ভারতের ইতিহাসে এটা একটা ঐতিহাসিক কৃতিত্ব। জনতা জনার্দনের কাছে আমি মাথা নত করছি এবং আশ্বস্ত করছি, গত এক দশকের মতো ভালো কাজ আমরা করে যাব।’কিন্তু মোদীর এই বক্তব্যের পরেও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এখনও পর্যন্ত পরিসংখ্যানের বিচারে জওহরলাল নেহরুর মতো টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা থাকলেও এই রেজ়াল্ট কি আখেরে ব্র্যান্ড-মোদীর অবক্ষয়েরই চিহ্ন নয়?কারণ, এবার প্রায় আড়াই মাসের নির্বাচনী প্রচারপর্বে বিজেপির মুখ ছিলেন শুধু মোদীই। এই জন্যই লোকসভা ভোটের প্রচারে নেমে ৭৫ দিনে দেশজুড়ে ১৮০টির বেশি জনসভা-রোড শো করেছেন তিনি নিজে৷ আর প্রধানমন্ত্রী হিসাবে যাঁকে দু’বারের জমানায় সেভাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে দেখা যায়নি, সেই মোদীই এবার নজিরবিহীন ভাবে অজস্র সংবাদমাধ্যমকে একাধিকবার ইন্টারভিউ দিয়েছেন। আর প্রতিটি প্রচার পর্বে মোদীর মুখেই বারবার শোনা গিয়েছে, ‘মোদীর গ্যারান্টি’র কথা। প্রতিটি রাজ্যে সেই ‘গ্যারান্টির গ্যারান্টি’কে হাতিয়ার করেই প্রচারে নেমেছিল গেরুয়া শিবির। বিজেপির অন্দরের গত কয়েক বছরের পট পরিবর্তন দেখলেই স্পষ্ট হয়ে যায়, রাজনাথ সিং, নীতিন গড়কড়ি, রবিশঙ্কর প্রসাদ, প্রকাশ জাভড়েকর, মুক্তার আব্বাস নাকভিদের মতো প্রবীণ নেতারা খানিকটা কোনঠাসা। তাঁরাও এবারে দেশজুড়ে প্রচারে নেমেছিলেন, তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছিলেন প্রায় না-থাকার মতোই। এমনকী, মোদীর সঙ্গে যে অমিত শাহকেও বারবার নিশানা করে থাকেন বিরোধীরা, সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন অনেকটাই ম্রিয়মাণ। মোদীর মতো ভোটপ্রচারের আলোয় দেখা যায়নি নমো-শাহের উত্তরসূরি বলে যাঁকে ধরে নেন অনেকে, সেই যোগী আদিত্যনাথকেও সেভাবে দেখা যায়নি প্রচারে।ফলে ‘ইন্ডিয়া’ শিবির যখন রেজ়াল্ট আউটের পরে মোদীকেই নিশানা করছেন, তখন গেরুয়া শিবিরের অন্দরেও প্রশ্ন উঠছে, এই ফলাফল আদতে মোদী-ম্যাজিকের ক্ষয়েরই নিদর্শন নয় কি? ধর্মীয় মেরুকরণ আর বিদ্বেষমূলক ভাষণের বাইরে বেরিয়ে এসে গোটা দেশের কোটি কোটি বেকার যুবক-যুবতীকে রুটিরুজির সন্ধান দিতে না পারা এবং লাগাতার নাগালের বাইরে যাওয়া মূল্যবৃদ্ধির কিনারা করতে না পারার ব্যর্থতার কারণেই কি ধস নামল ব্র্যান্ড-মোদীতে? তাত্‍পর্যপূর্ণ হলো, বিজেপি সূত্রের দাবি, রাশি-নক্ষত্র বিচার করে অত্যন্ত শুভ মঙ্গলবারকে বেছে নেওয়া হয়েছিল ভোটগণনার জন্য৷ কিন্তু তা ততটা শুভ হল না। ‘অব কি বার ৪০০ পার’ তো হলোই না, ৩০০ পার করাও কষ্টকর হচ্ছে এনডিএ-র পক্ষে৷ এরপরেও কি দলের ভিতরে ও বাইরে মোদী বজায় রাখবেন আগেকার কর্তৃত্ব? বিজেপির তাবড় নেতারা মোদী নামের সামনে ঝুঁকবেন একই সম্ভ্রমে? প্রশ্ন থাকছে অনেক৷এদিনের রেজ়াল্টের পরে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি মিমও ভাইরাল হয়েছে মোদীকে নিয়ে। তার কয়েকটিতে আবার কন্যাকুমারীতে মোদীর ধ্যানের ছবি তুলে ধরে বলা হয়েছে, এবার চোখ খুলুন! সব যে বদলে গিয়েছে! সত্যিই অনেক কিছু বদলে গিয়েছে।


from Bengali News, বাংলা নিউজ, বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Bangla News, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/SA7tFdU
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads