লোকসভার ফল জানা হল না, টিভি দেখাকালীন বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু যুবকের https://ift.tt/xUVRKkq - MAS News bengali

লোকসভার ফল জানা হল না, টিভি দেখাকালীন বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু যুবকের https://ift.tt/xUVRKkq

মঙ্গলবার সকাল থেকেই গোটা দেশের চোখ ছিল টিভির পর্দায়। টিভিতে চোখ রেখেছিলেন নদিয়ার নাকাশিপাড়ার যুবক প্রসেনজিৎ সর্দার। কিন্তু, তাঁর যে এরকম মর্মান্তিক পরিণতি হবে, ভাবতে পারেনি পরিবারের কেউই। টিভি দেখাকালীন বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল যুবকের। ৪ জুন গোটা ভারতবর্ষ জুড়ে সকলের চোখ ছিল টিভির পর্দায় লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে। একইভাবে নির্বাচনের ফলাফল দেখতে গিয়ে টেলিভিশনের তার টিনের দরজায় লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম প্রসেনজিৎ সর্দার। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার নদিয়ার নাকাশিপাড়া থানার কাঁঠালবেড়িয়া গ্রামে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকাল থেকেই বাড়িতে টিভির পর্দায় চোখ রেখে নির্বাচনের ফলাফল দেখছিল প্রসেনজিৎ। নির্বাচনী ফলাফল দেখার সময় বেশ কয়েকবার বাড়ির সদস্যরা প্রসেনজিৎকে ডাকলেও সে কর্ণপাত করেনি। টিনের দরজায় হেলান দিয়ে নির্বাচনের ফলাফল দেখতে দেখতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে লুটিয়ে পড়ে প্রসেনজিৎ। ঘটনাস্থল থেকে প্রসেনজিৎকে উদ্ধার করে স্থানীয় বেথুয়া ডহরী গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এরপর ময়না তদন্তের জন্য প্রসেনজিৎ সর্দারের মৃতদেহটি শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। প্রসেনজিতের মৃত্যুর বিষয়ে তাঁর আত্মীয় জানান, সকাল থেকেই নির্বাচনের ফলাফল দেখছিল প্রসেনজিৎ। সন্ধ্যাবেলায় ঘরের টিনের দরজায় হেলান দিতেই বিদ্যুৎপৃষ্ট হয়। প্রসেনজিতের চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে সেখান থেকে উদ্ধার করে। ফলাফল ঘোষণার সন্ধ্যায় যুবকের মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। প্রায় দেড় মাস ব্যাপী লোকসভার ভোটপর্ব চলার পর মঙ্গলবার গোটা দেশের নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। ফলাফল দেখার জন্য উদগ্রীব ছিলেন সকলেই। সেরকমই মুহূর্তে এই যুবকের মৃত্যুতে গোটা পাড়ায় শোকের ছায়া। স্থানীয় বাসিন্দাদের একজন জানান, এরকম ঘটনা শুনে আমরা সকলেই স্তম্ভিত। বাড়ির বিদ্যুৎ সংযোগের বিষয়টি নিয়ে আরও সতর্কতা গ্রহণ দরকার ছিল বলেই জানান তিনি। শোকপ্রকাশ করেন পাড়া প্রতিবেশী সকলেই।


from Bengali News, বাংলা নিউজ, বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Bangla News, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/CrETPYZ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads