সুনীলের অবসরে হৃদয়স্পর্শী বার্তা, মন জিতলেন ইস্টবেঙ্গল কর্তারা https://ift.tt/mKPTvOj - MAS News bengali

সুনীলের অবসরে হৃদয়স্পর্শী বার্তা, মন জিতলেন ইস্টবেঙ্গল কর্তারা https://ift.tt/mKPTvOj

কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে চোখের জলে মাঠ ছাড়লেন সুনীল ছেত্রী। বৃহস্পতিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে কুয়েতের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় ফুটবল দল। কিন্তু, এই ম্যাচ গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে। সুনীলের বিদায়ী ম্যাচের উপসংহার যতটা মিষ্টিমধুর হবে বলে আশা করা হয়েছিল, ঠিক ততটাও হল না। তবে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে সুনীল যে কিংবদন্তীর তকমা অর্জন করেছেন, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। ম্যাচ শেষ হওয়ার পর গোটা দেশের ফুটবল সমর্থকরা সুনীল ছেত্রীকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন। ম্যাচ শেষ হওয়ার পর টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্যাপ্টেনকে ভারতীয় ফুটবলাররা গার্ড অফ অনার দেন। আন্তর্জাতিক মঞ্চে ভারতের হয়ে সর্বাধিক গোল করে (৯৪)অবসর গ্রহণ করলেন সুনীল ছেত্রী।ইতিমধ্যে সুনীলকে শুভেচ্ছা জানাতে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে একটি বিশেষ টুইট করা হয়েছে। সেই টুইটে লেখা হয়েছে, 'ভারতীয় ফুটবলের হয়ে তুমি যা করেছ, তা এককথায় অনস্বীকার্য। সুনীল, এই সবকিছুর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।' মুহূর্তে লাল-হলুদ ব্রিগেডের এই টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সদ্য প্রাক্তন হওয়া টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনকে সকলেই কুর্নিশ জানিয়েছেন।

দেখে নিন সেই টুইট

বৃহস্পতিবার সুনীলের শেষ ম্যাচ স্মরণীয় করে রাখার জন্য বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন কার্যত কানায় কানায় ভর্তি হয়ে গিয়েছিল। ভারতীয় ফুটবল সমর্থকদের গর্জনে কেঁপে উঠছিল কলকাতার আকাশ। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎসহ সামান্য বৃষ্টিপাত হলেও, ম্যাচের উপর তা একেবারে প্রভাব বিস্তার করতে পারেনি। মাঠে একাধিক টিফো নিয়ে হাজির হয়েছিলেন দর্শকরা। সকলেই সুনীলকে তাঁর ১৯ বছরের বর্ণাঢ্য কেরিয়ারের জন্য শুভেচ্ছা জানান।


from Bengali News, বাংলা নিউজ, টি-২০ বিশ্বকাপ, Bangla News, Ajker Bangla Khabar - Eisamay https://ift.tt/roCvM9R
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads