Ajker Bangla Khabar - Eisamay
Bangla News
Bengali News
টি-২০ বিশ্বকাপ
বাংলা নিউজ
from Bengali News, বাংলা নিউজ, টি-২০ বিশ্বকাপ, Bangla News, Ajker Bangla Khabar - Eisamay https://ift.tt/BjifzGM
'ভালো থেকো...', সুনীলকে শুভেচ্ছা জানিয়ে স্নেহের চুম্বন দেবব্রত সরকারের https://ift.tt/FW9pqHG
শেষ হিসেবটা কোথাও যেন গরমিল হয়ে গেল। ভারতীয় ফুটবলের কিংবদন্তী সুনীল ছেত্রীর আন্তর্জাতিক কেরিয়ারের পরিসমাপ্তি যে এমন অম্ল-মধুর হবে সেটা বোধহয় কেউ কল্পনা করতে পারেননি। বৃহস্পতিবার কুয়েতের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় ফুটবল দল। বিশ্বকাপের যোগ্যতা অর্জনের জন্য এই ম্যাচে জয় ভারতীয় ফুটবল দলের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। শেষপর্যন্ত ম্যাচটা গোলশূন্য ড্র হতেই কান্নায় ভেঙে পড়েন।ম্যাচের শেষে সুনীলকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। প্রথমে সুনীলকে সংবর্ধনা দেন রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তাঁর হাতে একটি সোনার চেন তুলে দেন। এরপর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে তাঁকে একটি বিশেষ স্মারক দেওয়া হয়। অবশেষে একে একে সংবর্ধনা জানায় বাংলার তিন ফুটবল প্রধান ক্লাব - ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহমেডান। ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে তাঁকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন দেবব্রত সরকার। তিনি সুনীলের হাতে বিশাল বড় একটি ফুলের স্তবক তুলে দেন। এরপর তিনি সুনীলের গালে একটি স্নেহের চুম্বন এঁকে দিলেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি এবং ভিডিয়ো ভাইরাল হয়েছে।প্রসঙ্গত, এই কলকাতা ময়দানেই ২২ বছর আগে পেশাদার ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন সুনীল ছেত্রী। মোহনবাগানের সঙ্গে তাঁর চুক্তি হয়েছিল। তবে খুব অল্প সময়ের জন্য ইস্টবেঙ্গলের হয়েও খেলেন তিনি।আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণের পর সুনীল ছেত্রী বললেন, 'এই খেলা দেখার জন্য যাঁরা মাঠে এসেছেন, যাঁরা গত ১৯ বছর ধরে আমাকে দেখছে, তাঁদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আপনাদের ছাড়া এই ১৯ বছর কাটাো আমার পক্ষে কখনও সম্ভব হত না। মন থেকেই কথাটা বললাম।' অবশেষে তিনি ঝরঝরে বাংলায় বললেন, 'প্রত্যেকটা কথাই আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে বলতে চাই। সবাই ভালো থাকবেন। খুশি থাকবেন।' শেষবেলায় অবশ্য আর সমর্থকদের ধরা দিলেন না সুনীল। সবাই ভিআইপি গেটে টিম বাসের সামনে ভারতীয় ফুটবল দলের সদ্য প্রাক্তন হওয়া অধিনায়কের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু, দলের সঙ্গে মাঠ ছাড়লেন না ভারতের এই কিংবদন্তী ফুটবলার। বরং তিনি সকলের অলক্ষ্যে তিন নম্বর গেট দিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন।
from Bengali News, বাংলা নিউজ, টি-২০ বিশ্বকাপ, Bangla News, Ajker Bangla Khabar - Eisamay https://ift.tt/BjifzGM
Previous article
Next article
Leave Comments
Post a Comment