অঘটনের নাম আমেরিকা, পাকিস্তানকে হারিয়ে চমক ক্রিকেট বিশ্বে https://ift.tt/X7fgSba - MAS News bengali

অঘটনের নাম আমেরিকা, পাকিস্তানকে হারিয়ে চমক ক্রিকেট বিশ্বে https://ift.tt/X7fgSba

২০২৪ টি-২০ বিশ্বকাপে প্রথম অঘটনের সাক্ষী থাকল গোটা ক্রিকেট বিশ্ব। সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে দিল আমেরিকা ক্রিকেট দল। আর এই পরাজয়ের কারণে আগামী ৯ জুন ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে বাবর আজমরা কিছুটা হলেও যে ব্যাকফুটে থাকবে, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার পড়ে না। প্রসঙ্গত, চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতীয় ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে জয়লাভ করেছিল।২০০৯ সালে টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। এবারের টুর্নামেন্টে এ গ্রুপের ম্যাচে আমেরিকার বিরুদ্ধে তারা খেলতে নেমেছিল। এই ম্যাচটি টেক্সাসের গ্র্যান্ড প্রায়রি স্টেডিয়ামে আয়োজন করা হয়।টস হেরে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে তারা সাত উইকেট হারিয়ে ১৫৯ রান করেছিল। জবাবে আমেরিকাও ২০ ওভার ১৫৯ রান তোলে। এরপর ম্যাচ সুপার ওভারে গড়ায়।আমেরিকা সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে ১৮ রান করে। এর জবাবে পাকিস্তান ১৩ রানেই আটকে যায়। ২০২৪ টি-২০ বিশ্বকাপে এটাই পাকিস্তানের প্রথম ম্যাচ ছিল। এই ম্যাচে তারা অপেক্ষাকৃত অনেকটাই দুর্বল দল আমেরিকার বিরুদ্ধে হেরে গেল। পাশাপাশি এই জয়ের পর এ গ্রুপের শীর্ষে পৌঁছে গিয়েছে আমেরিকা। দুটো ম্যাচের মধ্যে দুটোতেই তারা জয়লাভ করেছে। ঝুলিতে রয়েছে ৪ পয়েন্ট। অন্যদিকে ভারতীয় ক্রিকেট দল একটা ম্যাচ জিতে ২ পয়েন্ট সংগ্রহ করেছে এবং পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। আগামী ৯ জুন ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। অন্যদিকে আমেরিকা আগামী ১২ তারিখ ভারতের বিরুদ্ধে খেলতে নামবে।এই ম্যাচের শেষে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম রীতিমতো হতাশ হয়ে পড়েন। ম্যাচের শেষে তিনি স্বীকার করেন, 'আমরা ব্যাট করার সময় প্রথম ৬ ওভার কাজে লাগাতে পারিনি। পরপর উইকেট হারিয়ে আমরা বিপাকে পড়ে যাই। এরপর প্রথম ৬ ওভার আমরা ভালো বলও করতে পারিনি। শিকার করতে পারিনি একটাও উইকেট। স্পিনাররাও ভালো পারফরম্যান্স করতে পারেনি।'তিনি আরও বলেন, 'শেষেরদিকে আমরা কিছুটা হলেও কামব্যাক করতে পেরেছি। কিন্তু, ফিনিশ করতে পারলাম না। আশা করি, আগামী ম্যাচগুলোয় ভালো পারফরম্যান্স করতে পারব। এই পরাজয় হজম করা খুব কঠিন। তাও আমেরিকাকে শুভেচ্ছা জানাব যে ওরা ভালো পারফরম্যান্স করেছে। সেকারণে ম্যাচটা জিতেছে। উইকেটে যথেষ্ট আর্দ্রতা ছিল। এছা়ড়া ছিল দ্বিমুখী গতিও। পেশাদার ক্রিকেটার হিসেবে আগামী ম্যাচে আমরা পরিস্থিতির সঙ্গে আরও ভালোভাবে মানিয়ে খেলার চেষ্টা করব।'


from Bengali News, বাংলা নিউজ, টি-২০ বিশ্বকাপ, Bangla News, Ajker Bangla Khabar - Eisamay https://ift.tt/EI2BgPc
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads