Ajker Bangla Khabar - Eisamay
Bangla News
Bengali News
টি-২০ বিশ্বকাপ
বাংলা নিউজ
from Bengali News, বাংলা নিউজ, টি-২০ বিশ্বকাপ, Bangla News, Ajker Bangla Khabar - Eisamay https://ift.tt/Prd6R4I
পুলকার কোথায়? জানা যাবে ঘরে বসেই, নতুন অ্যাপ পরিবহণ দফতরের https://ift.tt/MglrIyU
স্কুল পড়ুয়া সন্তান কতদূরে রয়েছে তা ঘরে বসেই এবার জানতে পারবেন অভিভাবকরা। অভিভাবকদের চিন্তা দূর করতে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলি জেলায় পুলকারগুলির জন্য নতুন অ্যাপ চালু করতে চলেছে পরিবহণ দপ্তর। এই পরিকল্পনায় যেমন অভিভাবকদের দুশ্চিন্তা মিটবে তেমনই দুর্ঘটনাও কমবে বলে জানাচ্ছেন কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের কর্তারা।কারণ, এতদিন অনেক অভিভাবকই বারবার চালককে কল করে পুলকারের অবস্থান জানতে চাইতেন। ফলে কানে ফোন নিয়ে কথা বলতে গিয়ে চালক দুর্ঘটনা ঘটিয়ে ফেলতেন। মাস ছয়েক আগে শ্যামবাজারে একটি পুলকার দুর্ঘটনার তদন্তে উঠে আসে, চালক এক অভিভাবকের সঙ্গে ফোনে ব্যস্ত থাকার কারণেই নিয়ন্ত্রণ রাখতে পারেননি।পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বৃহস্পতিবার বলেন, ‘প্রথম ধাপে কলকাতা এবং লাগোয়া ৪ টি জেলায় পুলকারের অবস্থান অ্যাপের মাধ্যমে অভিভাবকরা জানতে পারবেন। এতে অভিভাবকদের দুশ্চিন্তা অনেকটাই দূর হবে।’কলকাতা ছাড়াও চারটি জেলা মিলিয়ে ৬২০০টি পুলকারে যাতায়াত করে প্রায় ২ লক্ষ পড়ুয়া। পরিবহণ দপ্তরের কর্তারা জানাচ্ছেন, বাণিজ্যিক গাড়ির উপর নজরদারি চালাতে ভেহিক্যাল লোকেশন ট্র্যাকিং ডিভাইস(ভিএলটিডি) আগেই বসানো হয়েছে। এই ডিভাইসের মাধ্যমেই পুলকারের অবস্থান এবার জানা যাবে। কলকাতা এবং লাগোয়া এলাকায় যে সব স্কুল রয়েছে তারমধ্যে খুব অল্প সংখ্যক স্কুলের পড়ুয়াদের জন্য নিজস্ব গাড়ি রয়েছে। সেই গাড়িগুলির অবস্থান জানার জন্য অ্যাপও রয়েছে। কিন্তু, অধিকাংশ স্কুলের সেই ব্যবস্থা না থাকায় এলাকাভিত্তিক পুলকারের উপরেই নির্ভর করতে হয় অভিভাবকদের। সেই সব পুলকারকেও এই ব্যবস্থায় আনা হচ্ছে। নয়া পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য পুলিশ, শিক্ষা দপ্তর, পুলকার সংগঠনের প্রতনিধিদের সঙ্গে কয়েক মাস আগে বৈঠকও করেছেন পরিবহণ দপ্তরের কর্তারা। সবকিছু ঠিকঠাক থাকলে মাস দুয়েকের মধ্যেই এই ব্যবস্থা চালু হয়ে যাবে বলে দাবি করছেন পরিবহণ দপ্তরের কর্তারা। বেঙ্গল কারপুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অঞ্জন মুখোপাধ্যায়ের বক্তব্য,‘এটা সরকারের ভালো উদ্যোগ। আমরা সবরকমভাবে সহযোগিতা করব।’
from Bengali News, বাংলা নিউজ, টি-২০ বিশ্বকাপ, Bangla News, Ajker Bangla Khabar - Eisamay https://ift.tt/Prd6R4I
Previous article
Next article
Leave Comments
Post a Comment