বাড়ল পাকিস্তানের হার্টবিট, আমেরিকার পর এবার 'চরম ধাক্কা' কানাডার https://ift.tt/qKnS97a - MAS News bengali

বাড়ল পাকিস্তানের হার্টবিট, আমেরিকার পর এবার 'চরম ধাক্কা' কানাডার https://ift.tt/qKnS97a

টি-২০ বিশ্বকাপ যত সামনের দিকে এগিয়ে চলেছে, ততই এই টুর্নামেন্টের রোমাঞ্চ বেড়ে চলেছে। একদিকে যেখানে আমেরিকা ইতিমধ্যেই পাকিস্তানকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছে, ঠিক তেমনই শুক্রবার আয়ারল্যান্ডকে হারিয়ে দিল কানাডা ক্রিকেট দল। আর আইরিশরা পরাস্ত হতেই এ গ্রুপের পয়েন্ট টেবিলে কার্যত 'সুনামি' দেখতে পাওয়া গিয়েছে। এই গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, কানাডা, আয়ারল্যান্ড এবং আমেরিকা। এই গ্রুপের প্রতিটা লড়াই যে যথেষ্ট জমজমাট হচ্ছে, তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। আয়ারল্যান্ডকে পরাস্ত করে কানাডা পয়েন্ট টেবিলে অনেকটাই উপরের দিকে উঠে এসেছে।

চিন্তা বাড়ল পাকিস্তানের

কানাডার এই জয় পাকিস্তান ক্রিকেট দলকে কিছুটা হলেও ধাক্কা দিল। আপাতত পয়েন্ট টেবিলে কানাডা পাকিস্তানের উপরে চলে এসেছে। বর্তমানে বাবর আজমের দল চতুর্থ স্থানে নেমে গিয়েছে। অর্থাৎ কানাডার এই জয়ের কারণে পাকিস্তান নীচে নেমে গিয়েছে। কানাডা ক্রিকেট দল ২ ম্যাচের মধ্যে একটায় জয়লাভ করে দুই পয়েন্ট সংগ্রহ করেছে। -০.২৭৪ নেট রানরেট নিয়ে তারা পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে, ভারতীয় ক্রিকেট দল একটাই ম্যাচ খেলেছে এবং তাতে জয়লাভ করে দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। ভারতের ঝুলিতে ২ পয়েন্ট আসার পাশাপাশি নেট রানরেটও +৩.০৬৫ রয়েছে। আমেরিকা দুটো ম্যাচের মধ্যে দুটোতেই জয়লাভ করে প্রথম স্থানে দাঁড়িয়ে রয়েছে। তাদের কাছে ৪ পয়েন্টের পাশাপাশি নেট রানরেটও +০.৬২৬ রয়েছে। আয়ারল্যান্ড প্রথম দুটো ম্যাচ হেরে যাওয়ার কারণে পয়েন্ট টেবিলে সবথেকে নিচে রয়েছে। আইরিশদের নেট রানরেট -১.৭১২। এই পরিস্থিতিতে পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে হেরে যায়, তাহলে বাবরদের পক্ষে সুপার এইটে ওঠা বেশ মুশকিল হয়ে যাবে। পরের দুটো ম্যাচ পাকিস্তান জিতলেও তারা সর্বাধিক ৪ পয়েন্টস সংগ্রহ করতে পারবে। সেক্ষেত্রে অন্য দলগুলোর পারফরম্যান্সের দিকে তাদের তাকিয়ে থাকতে হবে।

দুর্দান্ত পারফরম্যান্স কানাডার

আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে কানাডা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৭ রান তোলে। এই ম্যাচে কানাডার মিডল অর্ডার দুর্দান্ত পারফরম্যান্স করল। ৫৩ রানে ৪ উইকেট হারানোর পর নিকোলাস কির্টোন ৩৫ বলে তিনটে বাউন্ডারি এবং জোড়া ছক্কা হাঁকিয়ে ৪৯ রান করেন। অন্যদিক উইকেটকিপার শ্রেয়স মোবা ৩৬ বলে ৩৭ রান হাঁকিয়ে কানাডাকে সম্মানজক স্কোরে তুলে নিয়ে যান। আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে জোসুয়া লিটল এই ম্যাচে দু'হাত খুলে রান দিয়েছেন। তিনি ৪ ওভারে ৩৭ রান দিলেও কোনও উইকেট শিকার করতে পারেননি। খারাপ বোলিং পারফরম্যান্সের পর আইরিশ ব্যাটাররাও নজর কাড়তে পারলেন না।

শুরু থেকেই ব্যাকফুটে আয়ারল্যান্ড

এই রান তাড়া করতে নেমে আয়ারল্যান্ড ক্রিকেট দল শুরু থেকেই ব্যাকফুটে চলে যায়। এই দল ৫৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে। এরপর কোনওরকমে জর্জ ডকরেল এবং মার্ক অ্যাডায়ার দলের ইনিংস সামনের দিকে এগিয়ে নিয়ে যান। কিন্তু, দলকে শেষপর্যন্ত জেতাতে পারেননি। এই ম্যাচে কানাডা ১২ রানে জয়লাভ করেছে। কানাডার হয়ে দুর্দান্ত বল করলেন জেরেমি গার্ডেন। তিনি ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে জোড়া উইকেট শিকার করেন। অন্যদিকে ডিলন হেলিগার ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। জুনেইদ সিদ্দিকি এবং অধিনায়ক সাদ বিন সফর একটি করে উইকেট শিকার করেন। প্রসঙ্গত, ইতিপূর্বে আমেরিকার বিরুদ্ধে কানাডা হেরে গিয়েছিল। কিন্তু, আয়ারল্যান্ডের বিরুদ্ধে তারা যেভাবে কামব্যাক করেছে, তা দেখে ক্রিকেট বিশ্ব অবাক হয়ে গিয়েছে।


from Bengali News, বাংলা নিউজ, টি-২০ বিশ্বকাপ, Bangla News, Ajker Bangla Khabar - Eisamay https://ift.tt/CZOu32l
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads