সংবাদজগতে যুগাবসান! মিডিয়া টাইকুন রামোজি রাওয়ের জীবনাবসান https://ift.tt/UvB9TlC - MAS News bengali

সংবাদজগতে যুগাবসান! মিডিয়া টাইকুন রামোজি রাওয়ের জীবনাবসান https://ift.tt/UvB9TlC

রামোজি রাওয়ের জীবনাবসান। ৮৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রামোজি গ্রুপের চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এই মিডিয়া টাইকুন। হায়দরাবাদে চিকিৎসাধীন অবস্থায় তাঁর স্বাস্থ্যের অবনতি হতে থাকে। শুক্রবার রাতে তাঁকে রামোজি ফিল্ম সিটিতে নিজস্ব বাসভবন থেকে নানকরামগুড়ার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানেই শনিবার ভোরে প্রয়াত হন রামোজি রাও। জানা গিয়েছে, উচ্চ রক্তচাপ এবং শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন রামোজি রাও। গত ৫ জুন আরও একবার তাঁকে হায়দরাবাদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর থেকে শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। যদিও বাসভবনে ফিরিয়ে আনা হয়েছিল তাঁকে। তবে শুক্রবার রাতের পর আশঙ্কাজনক হয়ে পড়ায় ফের একবার হাসপাতালে ভর্তি করা হয় রামোজি রাওকে। তবে চিকিৎসকদের চেষ্টা বিফলে যায়। শনিবার ভোর পৌনে ৪টে নাগাদ জীবনাবসান হয় এই মিডিয়া টাইকুনের। ইটিভি নেটওয়ার্ক এবং রামোজি ফিল্ম সিটির প্রধান ছিলেন তিনি। সংবাদজগতে তাঁর অবদান উল্লেখযোগ্য। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় রামোজি রাওয়ার সঙ্গে তাঁর একটি ছবি শেয়ার করে নমো লিখেছেন, 'রামোজি রাও গারুর চলে যাওয়া খুবই দুঃখজনক। তিনি একজন ভবিষ্যদ্রষ্টা ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমে বিপ্লব ঘটিয়েছিলেন। সংবাদজগত এবং চলচ্চিত্রে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। উদ্ভাবন এবং শ্রেষ্ঠত্বের এক ভিন্ন মাণদণ্ড স্থাপন করেছিলেন তিনি।' মোদীর সংযোজন, 'ভারতের উন্নয়ন নিয়ে গারু অত্যন্ত আগ্রহী ছিলেন। আমি সৌভাগ্যবান তাঁর সঙ্গে একাধিকবার সাক্ষাতের সুযোগ পেয়েছি। তাঁর থেকে জ্ঞান আহরণ করেছি। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং শুভানুধ্যায়ীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রয়েছে। এই কঠিন সময় আমি তাঁদের পাশে রয়েছি। ওম শান্তি।' শোকপ্রকাশ করে মিডিয়া ব্যারনের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন BJP নেতা জি কিষাণ রেড্ডি। তিনি বলেন, 'তেলুগু মিডিয়া এবং সাংবাদিকতায় রামোজি রাওয়ের উল্লেখযোগ্য অবদান বিশেষ প্রশংসনীয়। আমি শোকাহত। তাঁর পরিবারের সদস্যদের প্রতি আমার গভীর সমবেদনা। ওম শান্তি।’রামোজি রাও একজন প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজকও ছিলেন। তাঁর প্রযোজনা সংস্থা ঊষাকিরণ মুভিজ। তিনি জাতীয় পুরস্কার এবং ফিল্মফেয়ার পুরস্কারেও ভূষিত হয়েছেন। ইতিমধ্যেই রামোজি রাওয়ের মৃতদেহ রামোজি ফিল্ম সিটিতে তাঁর বাসভবনে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। যেখানে পরিবারের সদস্য, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীরা তাঁকে শ্রদ্ধা জানাবেন।


from Bengali News, বাংলা নিউজ, টি-২০ বিশ্বকাপ, Bangla News, Ajker Bangla Khabar - Eisamay https://ift.tt/PERcH8O
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads