মোদীর শপথ অনুষ্ঠানে ত্রিস্তরীয় নিরাপত্তা রাজধানীতে, আর কী কী ব্যবস্থা? https://ift.tt/Z8CgHV1 - MAS News bengali

মোদীর শপথ অনুষ্ঠানে ত্রিস্তরীয় নিরাপত্তা রাজধানীতে, আর কী কী ব্যবস্থা? https://ift.tt/Z8CgHV1

রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছে নরেন্দ্র মোদী। এই নিয়ে প্রধানমন্ত্রী পদে তৃতীয়বার শপথ নিতে চলেছেন তিনি। মঙ্গলবাল, ৪ জুন লোকসভা ভোটের ফল ঘোষণা হয়। বুধবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে তিনি ইস্তফাপত্র তুলে দেন। রাষ্ট্রপতিও তাঁর ইস্তফা গ্রহণ করেছেন। একই সঙ্গে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত এই পদের দায়িত্ব সামলাতে মোদীকে অনুরোধ করেছেন দ্রৌপদী মুর্মু। নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার নয়াদিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়ায় রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মুর আয়োজিত নৈশভোজেও যোগ দেবেন হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোন করে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে কর্মরত কর্মী, স্যানিটেশন কর্মী এবং ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের কয়েকজনকে মোদীর শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও, বন্দে ভারত এবং মেট্রোয় কর্মরত রেল কর্মীদের, কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধাভোগীদের আমন্ত্রণ জানানো হয়েছে। মোদী মন্ত্রিসভার সদস্য এবং দেশি-বিদেশি আমন্ত্রিতদের সুরক্ষা নিশ্চিত করতে কড়া ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে দেশের রাজধানীকে।শপথ অনুষ্ঠানে বিশেষ কী কী ব্যবস্থা থাকবে?
  • রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর নতুন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন। জওহরলাল নেহরুর পর তিনিই প্রথম ব্যক্তি যিনি টানা তিন মেয়াদে প্রধানমন্ত্রী হবেন।
  • শপথগ্রহণের কারণে শনিবার রাত থেকেই রাজধানী দিল্লি পুরোপুরি দুর্গে পরিণত হয়েছে। বিদেশি নেতাদের নিরাপত্তার কথা মাথায় রেখে সংসদ ভবন, রাষ্ট্রপতি ভবন এবং নর্থ সাউথ ব্লকের প্রতিটি মোড়ে কমান্ডো ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
  • সূত্রের খবর, নিরাপত্তা প্রোটোকলের অংশ হিসাবে, নিরাপত্তা কর্মকর্তারা রাষ্ট্রপতি ভবনের ভিতরে এবং বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। রাষ্ট্রপতি ভবনের রিংয়ের বাইরে মোতায়েন করা হয়েছে দিল্লি পুলিশের কর্মীদের, আধা-সামরিক বাহিনী অভ্যন্তরীণ রিংয়ে মোতায়েন করা হয়েছে।আধাসামরিক বাহিনীর পাঁচটি কোম্পানি এবং দিল্লি সশস্ত্র পুলিশ (ডিএপি) কর্মী সহ প্রায় ২৫০০ পুলিশ কর্মীকে নিরাপত্তার জন্য অনুষ্ঠানস্থলের চারপাশে মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে।
  • শনিবার বিকাল থেকেই রাষ্ট্রপতি ভবনের আশেপাশের এলাকাকে নো ফ্লাই জোন হিসাবে ঘোষণা করা হয়েছে।
  • মোদীর শপথে যোগ দিতে সাত দেশের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। রাজধানীর বড় বড় হোটেলে রাখা হবে তাঁদের। সেই হোটেলগুলির সামনেও কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।
  • রাজধানীর উপর নজর রাখতে সক্রিয় বায়ুসেনা এবং স্থলসেনার 'আর্মি অ্যাভিয়েশন কোরে'র হেলিকপ্টার। হেলিকপ্টারগুলিতে থাকবেন NSG ও সেনার আধিকারিকরা। দিল্লির গুরুত্বপূর্ণ বহুতল ভবনগুলিতে এনএসজি এবং সেনার স্নাইপারদের মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে। এবার মোদী রাষ্ট্রপতি ভবনের সামনে বিপুল জনসমাগমের মধ্যে শপথ নেবেন। নিরাপত্তার তাই কোনও ফাঁক নেই। প্রত্যেক আমন্ত্রিতকেও তল্লাশি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে।


from Bengali News, বাংলা নিউজ, টি-২০ বিশ্বকাপ, Bangla News, Ajker Bangla Khabar - Eisamay https://ift.tt/xL2GFir
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads