কাতারের গোলে রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই হার ভারতের? দেখুন ভিডিয়ো https://ift.tt/Cl4bX1A - MAS News bengali

কাতারের গোলে রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই হার ভারতের? দেখুন ভিডিয়ো https://ift.tt/Cl4bX1A

২০২৬ সালের FIFA বিশ্বকাপ কোয়ালিফায়ারের ভারতের ম্যাচটা শেষ হল বিতর্কিত রেফারিং দিয়ে। কাতার বনাম ভারতের ম্যাচে শেষ হাসি কাতার হাসলেও জ্বলজ্বল করল রেফারির বিতর্কিত সিদ্ধান্ত। কাতারের প্রথম গোলটা নিয়ে বিতর্ক তৈরি হল। যার জেরে বেশ কিছুক্ষণ ম্যাচ বন্ধ রইল। ভারতীয় প্লেয়াররা রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ করলেও সেটা কাজে দিল না। এদিন গ্রুপস্তরের শেষ ম্যাচে ভারত ডু অর ডাই ম্যাচ খেলতে নেমেছিল কাতারের বিরুদ্ধে। ম্যাচটা ভারতের কাছে জেতা ছাড়া রাস্তা ছিল না। তারা শুরুটাও ভালো করেছিল। ম্যাচের ৩৭ মিনিটে ছাংতে গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ৭২ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ভারত। একটা সময় যখন মনে হয়েছিল ভারত জিততে চলেছে সেই সময় ৭৩ মিনিটে গোল পায় কাতার। যেটা নিয়ে যাবতীয় বিতর্ক। ম্যাচের ৭৩ মিনিটে প্রথমে ফ্রি কিক পায় কাতার। শটটা সোজা কাতারের এক প্লেয়ারের কাছে যায়। তিনি চলতি বলে হেড দেন, বলটা যায় গুরপ্রীতের কাছে। গুরপ্রীত বলটাকে আটকাতে পারেননি। বলটা তাঁর পায়ে লেগে মাঠের বাইরে যায়। সেই সময় কাতারের ডিফেন্ডার হাসমি আল হুসেন বলটা মাঠের বাইরে থেকে টেনে নিয়ে আসেন। এরপর তাঁর পা থেকে বলটা নেন ইউসেফ আইমেন। আর তিনি বলটা গোলে ঠেলে দেন। এতেই শুরু হয় বিতর্ক।বলটা যখন গুরপ্রীতের কাছ থেকে মাঠের বাইরে বেরিয়ে যায় সেই সময় ভারতীয় প্লেয়াররা ছেড়ে দিয়েছিলেন। কারণ বলটা মাঠের বাইরে ছিল। এটার সুযোগ নিয়ে কাতার গোল করে দেয়। আর রেফারি সেটাকে বৈধ গোল বলে কাতারের পক্ষে সিদ্ধান্ত জানিয়ে দেন। ভারতীয় প্লেয়ারদের দাবি ছিল বলটা গুরপ্রীতের কাছ থেকে মাঠের বাইরে চলে যায়। আর বল একবার মাঠের বাইরে যাওয়া মানে সেটা ডেড বল। সেটা হয় গোল কিক, নয়তো কর্নার কিক করতে হয়। কিন্তু এক্ষেত্রে বলটা মাঠের বাইরে গেলেও সেটাকে কাতারের প্লেয়ার টেনে এনে গোল করেন। যা আইনের মধ্যে পড়ে না। এই ঘটনাটির পর রেফারি গোল দেন। তবে গুরপ্রীত থেকে শুরু করে সকলে প্রতিবাদ করেন। তাঁদের দাবি ছিল, কাতার বাইরে থেকে বল টেনে এনে গোল করেছে। কিন্তু রেফারি ভারতের দাবি না শুনে গোল কাতারকে দেন এবং এতে তারা সমতা ফেরায়। এই বিষয়টা নিয়ে সমর্থকরা সকলেই নিন্দা করেছেন। বিশ্বকাপের কোয়ালিফায়ারের মতো রাউন্ডে যদি রেফারিংয়ের এই মান হয় তাহলে বাকি ক্ষেত্রে কী হবে সেই প্রশ্ন তোলেন সমর্থকরা। অনেকের দাবি, এই গোলটা না হলে ভারতের পক্ষে যেতে পারত ম্যাচটা।


from Bengali News, বাংলা নিউজ, টি-২০ বিশ্বকাপ, Bangla News, Ajker Bangla Khabar - Eisamay https://ift.tt/iOyZo9h
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads