কোন তারিখে প্রাইমারি টেটের রেজাল্ট আউট? এবার দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ https://ift.tt/LEgeqik - MAS News bengali

কোন তারিখে প্রাইমারি টেটের রেজাল্ট আউট? এবার দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ https://ift.tt/LEgeqik

কবে প্রকাশিত হবে প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষার রেজাল্ট? লোকসভা ভোট শেষ হতে না হতেই ঘোষণা হল তার দিনক্ষণ। চলতি বছরের জুলাইয়ের প্রথম সপ্তাহেই টিচার এলিজিবিলিটি টেস্টের (টেট) ফল বের হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। অর্থাৎ পরীক্ষা শেষের প্রায় 7 মাসের মাথায় রেজাল্ট জানতে পারবেন চাকরিপ্রার্থীরা। নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন পর্ষদ সভাপতি গৌতম পাল। তাঁর কথায়, ‘অ্যানসার কি নিয়ে চ্যালেঞ্জ গ্রহণের প্রক্রিয়া শেষ হয়েছে। এবার আপলোড করা হবে ফাইনাল অ্যানসার কি। তার পরই ফল ঘোষণা করব আমরা।’ উল্লেখ্য, পর্ষদ সভাপতির দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই বছরে দু’বার এই চাকরির পরীক্ষা নেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন তিনি। সেই মতো 2023-র 24 ডিসেম্বর দ্বিতীয়বার প্রাথমিক টেটের আয়োজন করা হয়েছিল। পর্ষদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, 2022-র তুলনায় গত বছরের ডিসেম্বরে প্রায় 50 শতাংশ কমেছিল পরীক্ষার্থীর সংখ্যা। এতে রেজিস্ট্রেশন করেছিলেন 3 লাখ 9 হাজার 54 জন। এর মধ্যে 24 ডিসেম্বর পরীক্ষায় বসেন প্রায় 2 লাখ 72 হাজার প্রার্থী। পরীক্ষা শেষ হওয়ার সাড়ে 4 মাসের মাথায় অ্যানসার কি প্রকাশ করে পর্ষদ। তারিখটা ছিল চলতি বছরের 7 মে। প্রসঙ্গত, পর্ষদের প্রকাশ করা অ্যানসার কি-তে কোন প্রশ্নের কোনটি সঠিক উত্তর, তা জানানো হয়েছে। কোনও প্রশ্নের উত্তর নিয়ে দ্বিমত থাকলে তা চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হয়েছিল। 10 মে থেকে 9 জুন মধ্যরাত পর্যন্ত এই চ্যালেঞ্জ জানানোর সুযোগ পেয়েছিলেন পরীক্ষার্থীরা। নিয়ম অনুযায়ী, এই প্রক্রিয়া শেষ হওয়ার পর অভিযোগগুলি খতিয়ে দেখেন বিশেষজ্ঞরা। এর পরই প্রকাশিত হয় ফাইনাল অ্যানসার কি। যা কয়েকদিনের মধ্যেই অফিশিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি। সেটা আপলোড হয়ে গেলেই প্রকাশিত হবে রেজাল্ট। 2022-র প্রাথমিক টেটে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 6 লাখ। যা 2023-এ অনেকটাই কমে গিয়েছে। যার ব্যাখ্যা দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাঁদের দাবি, গত বছর থেকে শুধুমাত্র ডিএলএড উত্তীর্ণদেরই এই পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হচ্ছে। যার জেরে উল্লেখ্যযোগ্য হারে কমেছে পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা। গত 6 জুন ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি ও ফার্মাসির প্রবেশিকা পরীক্ষার রেজাল্ট প্রকাশ করে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড। এতে প্রথম হয়েছেন বাঁকুড়া জেলা স্কুলের কিংশুক পাত্র। এবার প্রাথমিক টেটের ফলের দিকে তাকিয়ে রয়েছেন আড়াই লাখের বেশি চাকরিপ্রার্থী।


from Bengali News, বাংলা নিউজ, টি-২০ বিশ্বকাপ, Bangla News, Ajker Bangla Khabar - Eisamay https://ift.tt/vhqA2pS
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads