চোট পেয়ে ছাড়লেন মাঠ, আদৌ আর IPL-এ খেলতে পারবেন শুভমান? https://ift.tt/r5FOA3S - MAS News bengali

চোট পেয়ে ছাড়লেন মাঠ, আদৌ আর IPL-এ খেলতে পারবেন শুভমান? https://ift.tt/r5FOA3S

শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩৫ রানের সহজ জয় তুলে নিয়েছে গুজরাট টাইটান্স। এই ম্যাচে গুজরাট প্রথমে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২৩১ রান তোলে। অধিনায়ক এবং সাই সুদর্শন দুরন্ত শতরান করেছেন। যদিও ড্যারিল মিচেল এবং মঈন আলি ছাড়া চেন্নাইয়ের আর কোনও ব্যাটার এই ম্যাচে নজর কাড়তে পারেননি। একের পর এক তারা উইকেট নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনে। শেষপর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে চেন্নাই। আপাতত তারা পয়েন্টস টেবিলে চার নম্বরে থাকলেও, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টস যে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, তা আর বলে দেওয়ার দরকার নেই।অন্যদিকে, অঙ্কের বিচারে গুজরাট টাইটান্সের সামনে প্লে-অফের দরজা এখনও খোলা রয়েছে। তারা ১০ নম্বর থেকে ৮ নম্বরে উঠে এসেছে। ০.৪৯ নেট রান রেট নিয়ে চার নম্বরে দাঁড়িয়ে রয়েছে চেন্নাই। চলতি আইপিএল টুর্নামেন্টে এতদিন ধরে গুজরাট টাইটান্স দলে বেশ কয়েকটি সমস্যা দেখতে পাওয়া যাচ্ছিল। কিন্তু, শুক্রবার সেগুলোর একটাও দেখতে পাওয়া যায়নি। ইতিপূর্বে দলের টপ অর্ডার সেভাবে রান পাচ্ছিল না, গত কয়েকটা ম্যাচে দলের পেস বোলাররাও সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। রশিদ খান অনেকটাই রান দিয়ে ফেলছিলেন। চেন্নাইয়ের বিরুদ্ধে টপ অর্ডারের ব্যর্থতা শতরান দিয়ে ঢেকে দিলেন শুভমান এবং সাই সুদর্শন। তাঁদের মধ্যে ২১০ রানের ওপেনিং পার্টনারশিপ গড়ে ওঠে। নতুন বল হাতে সন্দীপ ওয়ারিয়র এবং উমেশ যাদব যথেষ্ট ভালো পারফরম্যান্স করলেন। গতি বৈচিত্র্যে মোহিত শর্মা সকলকে মোহিত করেন। আর রশিদ খান গত তিনটে ম্যাচে কোনও উইকেট না পেলেও, চেন্নাইয়ের বিরুদ্ধে জোড়া উইকেট শিকার করে মোড় ঘুরিয়ে দেন।এত ভালোর মধ্যেও একটা আশঙ্কার কাঁটা গুজরাট টাইটান্স সমর্থকদের মনে ক্রমাগত বিঁধে চলেছে। গুজরাটের হাতে এখনও লিগ পর্যায়ে দুটো ম্যাচ বাকি রয়েছে। যদি প্লে-অফে উঠতেই হয় তাহলে অঙ্কের হিসেব তো অনেক পরে, সবার আগে এই দুটো ম্যাচে জয়লাভ করতেই হবে। কিন্তু, বাকি দুটো ম্যাচে কি দলের অধিনায়ক শুভমান গিল খেলতে পারবেন? চেন্নাই ইনিংসের দশম ওভারের পরই তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। এরপর বাউন্ডারি লাইনের বাইরেই শুয়ে পড়েন তিনি। দলের ফিজিওরা তাঁকে শুশ্রুষা করার চেষ্টা করলেও শেষপর্যন্ত কোনও লাভ হয়নি। আর মাঠে ফিরতে পারেননি শুভমান। বাকি ম্যাচটা রাহুল তেওয়াটিয়া নেতৃত্ব দেন। ম্যাচের শেষে শুভমানকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে, মুচকি হেসে তিনি বললেন, 'এমন বড় কিছু চোট আমার লাগেনি। পেশিতে সামান্য টান ধরেছে। পরের ম্যাচে কোনও অসুবিধে হবে না।'


from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Bengali Khabar, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/A6O5V13
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads