টানা ব্যর্থতার পরও কেন 'জামাই আদর' রাহানেকে? বেজায় খাপ্পা CSK ফ্যানেরা https://ift.tt/nNVHuv2 - MAS News bengali

টানা ব্যর্থতার পরও কেন 'জামাই আদর' রাহানেকে? বেজায় খাপ্পা CSK ফ্যানেরা https://ift.tt/nNVHuv2

২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দলের ওপেনার অজিঙ্কা রাহানের 'ফ্লপ শো' অব্যাহত। শুক্রবারও (১০ মে) অহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ওপেন করতে নেমে সস্তায় আউট হয়ে ফিরে গেলেন তিনি। চেন্নাইয়ের এই অভিজ্ঞ ব্যাটার ৫ বলে মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।এই ম্যাচে চেন্নাই সুপার কিংসকে জয়ের জন্য ২৩২ রানের টার্গেট দেওয়া হয়েছিল। সেকারণে এই রান তাড়া করতে রাহানেকে একটা বড়সড় দায়িত্ব গ্রহণ করতে হত। এই ম্যাচে তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামায় সিএসকে টিম ম্যানেজমেন্ট। আশা ছিল, শুরুতেই তিনি আগুন পারফরম্যান্স করতে পারবেন। কিন্তু, ৩৫ বছর বয়সি এই ক্রিকেটার দ্বিতীয় ওভারেই 'খতম-টাটা-গুডবাই' করে চলে যান।এই ম্যাচে সন্দীপ ওয়ারিয়রের একটি লেংথ ডেলিভারি অন সাইডে খেলতে গিয়েছিলেন রাহানে। কিন্তু, বলটা তাঁর ব্যাটের উপরের কানা লেগে সোজা মিড অফে চলে যায়। সেখানে দাঁড়িয়ে ছিলেন রাহুল তেওয়াটিয়া। তিনি এই ক্যাচ ধরতে কোনও ভুল করেননি।রাহানে আউট হতেই সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভে ফেটে পড়েন চেন্নাই সমর্থকরা। রাহানের ব্যর্থতা নিয়ে তাঁরা কটাক্ষ করতেও শুরু করেন। আসুন, দেখে নেওয়া যাক, সোশ্যাল মিডিয়া এক্স-এ কে কী প্রতিক্রিয়া দিলেন।বেশ কয়েকজন সিএসকে ফ্যান তো আবার টিম ম্যানেজমেন্টের উপর নিজেদের ক্ষোভ উগড়ে দিলেন। ধারাবাহিকভাবে খারাপ পারফরম্যান্সের পরও রাহানেকে কেন এই দলে সুযোগ দেওয়া হচ্ছে, তা নিয়ে তোলা হয়েছে প্রশ্ন।চলতি আইপিএল টুর্নামেন্টের ১১ ইনিংসে রাহানে এখনও পর্যন্ত ২০৯ রান করেছেন। তাঁর ব্যাটিং গড় মাত্র ১৯.০০। আর ১২০.১১-র গড়পড়তা স্ট্রাইক রেটে রান করেছেন তিনি।গুজরাট টাইটান্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস শুরুটা একবারেই ভালো করতে পারেনি। প্রথম ওভারেই রান আউট হয়ে যান রাচিন রবীন্দ্র। প্রথম ওভারের শেষ বলটা রাহানে পয়েন্টের দিকে ঠেলে দেন এবং রবীন্দ্র একটি সিঙ্গল দ্রুত চুরি করতে গিয়েছিলেন। কিন্তু, ডেভিড মিলারের চোখ ধাঁধানো ডিরেক্ট থ্রো রবীন্দ্রর কাম তামাম করে দেয়। তবে গত মরশুমের চ্যাম্পিয়ন দলের পরিস্থিতি আরও জটিল করে তোলেন রাহানে। কারণ পরের বলেই তিনিও আউট হয়ে ফিরে আসেন।প্রসঙ্গত, এই ম্যাচে চেন্নাই সুপার কিংস ৩৫ রানে হেরে গিয়েছে। যদিও পয়েন্টস টেবিলে তারা এখনও চার নম্বরেই রয়েছে। ঝুলিতে রয়েছে ১২ পয়েন্ট। এই একই পয়েন্ট অবশ্য রয়েছে দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টসও। অন্যদিকে গুজরাট টাইটান্স এই টেবিলে ১০ থেকে আট নম্বরে উঠে এসেছে।


from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Bengali Khabar, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/Eq5Wevk
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads