Ajker Bangla Khabar
Bangla News
Bengali Khabar
Bengali News
Latest Bengali News - Eisamay
বাংলা নিউজ
from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Bengali Khabar, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/Fs08X9k
মাটি এখন গাছের! ট্রেন্ড ডিপেভমেন্ট https://ift.tt/wI370LR
রোদ্দুর মিত্রএই মাটিতে সুর খেলে না আর। মাটি ঊষর। ভ্যাপসা। কংক্রিটে আবৃত। আমেরিকার বন্দর শহর, পোর্টল্যান্ড, তাই উষ্ণ হয় আরও একটু। তার পর একদিন, দুঃসহ সূর্য মাথায় নিয়ে একদল ছেলেমেয়ে ভীষণ ক্রোধে ও উল্লাসে উপড়ে ফেলে দেয় কংক্রিট-স্ল্যাব। এক, দুই, তিন… আঠেরো হাজার বর্গফিট মাটি— আচমকাই মুক্ত হয় পৃথিবীতে। উন্মুক্ত মাটি এখন গাছের। ইতিউতি জন্ম নেবে ছায়া। তাপপ্রবাহ রোধ করা যাবে অনায়াসে। সবশেষে, বন্যার জল ধারণ করতে সক্ষম সে মাটি।অর্থাৎ গোলকায়িত পৃথিবীর, যাবতীয় শর্তে দুয়ো দিয়ে পোর্টল্যান্ড শহরের ছেলেমেয়ের দল ফিরে গেছে মাটির কাছে। যুদ্ধ করছে, একটা বাসযোগ্য পৃথিবীর জন্য। সেই ২০০৮ সাল থেকে! দলের নাম? ‘’! ফলস্বরূপ, ঘটল আশ্চর্য এক ঘটনা। শহরের ড্রেনগুলির বদলে, প্রায় প্রতি বছর পঁচিশ মিলিয়ন গ্যালন বৃষ্টিজল মিশতে শুরু করল মাটিতেই। বন্যা-বিপর্যয় থেকে রক্ষা পেল শহর।‘ডিপেভ গ্রুপ’-এর কোনও সরকারি সহায়তা নেই। আছে আধমরাদের ঘা মেরে বাঁচানোর আকাঙ্ক্ষা! যেন আরও সবুজ, আরও শুদ্ধ বাতাস, আরও ছায়ার স্বপ্ন। তাই তো এই মুক্তমাটির সন্ধান। যেন সভ্যতার মোড়ক ভেঙে দেওয়া! যে সন্ধান পোর্টল্যান্ড শহর থেকে ক্রমশ ছড়িয়ে পড়ছে বিশ্ব-মানচিত্রে!হ্যামিলটন শহর। কানাডা। ক্ষুদ্র যত কংক্রিটশোভিত বাগান! যারা কেবলমাত্র শহরের সৌন্দর্যই বৃদ্ধি করেছিল এতদিন, সেই সমস্ত বাগানে বৃক্ষজাতীয় গাছ রোপণ করা হয়েছে সম্প্রতি। কংক্রিট-মুক্ত হয়েছে বাগান। যেহেতু এ-শহরও বন্যাপ্রবণ। আবর্জনা-সমেত বন্যার জল অন্টারিও হ্রদে যখন মিশে যায়, টান পড়ে পানীয় জলের ভাণ্ডারে!বেলজিয়ামের ল্যুভেন শহরের গল্পখানাও খানিক এমন! প্রকৃতি যদি অতিমাত্রায় ভয়ঙ্কর হয়ে ওঠে, তবে লড়াইয়ের একটা উপায় তো খুঁজবে মানুষ। এ-লড়াইয়েও দেখুন— সহায় আসলে প্রকৃতিই। ল্যুভেন শহরের মানুষ দুর্দান্ত কিছু পরিকল্পনা করেছে। একটির উদাহরণ দিই। ‘টাইল ট্যাক্সি’— একটি ট্রাক শহরের প্রতিটি বাড়ি ঘুরবে। সংগ্রহ করবে বাগান অথবা ঘর কিংবা পার্কিং-সংলগ্ন অপ্রয়োজনীয় কংক্রিট।এরই মধ্যে, ফ্রান্স সরকারের পক্ষ থেকে অনুমোদিত হয়েছে— পাঁচশো মিলিয়ন ইউরো। শুধু ‘ডিপেভ গ্রুপ’-এর জন্য নয়, বরং প্রতিটি শহরে বসবে ‘গ্রিন ওয়াল’ এবং ‘গ্রিন রুফ’। যেহেতু সাম্প্রতিক অতীতে, ফ্রান্সে তাপপ্রবাহের মাত্রা ঊর্ধ্বমুখী। খানিক শীতল হবে ফ্রান্স। পাঁচ লাখ বর্গফুটের একটি অবিন্যস্ত এলাকা— কংক্রিট, অব্যবহৃত ফুটপাথ, পাথুরে জমি— সবই উপড়ে ফেলে মুক্ত হয়েছে মাটি। প্রত্যেক দেশেই যে এ হেন অর্থ সাহায্য মিলেছে, তেমন নয়। কিন্তু মানুষ পিছিয়ে থাকেনি। নিজেরাই, নিজেদের মতো করে খুঁজে নিয়েছে মুক্তমাটি। এই কাণ্ড দেখে-শুনে পণ্ডিতেরা অদ্ভুত একটি শব্দ ব্যবহার করছেন: ‘রিনেচারিং’। মেলবোর্ন শহরে ‘ডিপেভ’-এর যে মডেল তৈরি হয়েছে, সেখানে উঠে এসেছে বন্যপ্রাণী সংরক্ষণের বিষয়টিও। শহরজুড়ে এমন ছোট ছোট বনাঞ্চল নির্মিত হবে, যেন ‘ব্লু-ব্যান্ডেড মৌমাছি’-র মতো দুর্লভ প্রজাতির মৌমাছি— গভীর অরণ্যের পাশাপাশি শহরেও বাসা বাঁধে।ফ্রেডরিক এঙ্গেলসের একটি বইয়ের কথা মনে পড়ছে। নাম, বানর থেকে মানুষের বিবর্তনে শ্রমের ভূমিকা। এঙ্গেলস লিখছেন: ‘বন্যপ্রাণীরা শুধু বহিঃপ্রকৃতিকে ব্যবহার করে, স্ব-উপস্থিতির দ্বারাই প্রকৃতিকে পরিবর্তিত করে… মানুষ কিন্তু প্রকৃতির ওপর প্রভুত্ব আরোপ করে… এই জয়লাভে যদি খুব আত্মতুষ্ট হই আমরা, তবে প্রকৃতিও আমাদের উপর প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠবেই।’জলজ্যান্ত উদাহরণ— আমার দেশের ‘হাইটেক’ শহর, ব্যাঙ্গালোর। আদ্যোপান্ত কংক্রিটে মোড়া। ঝাঁ চকচকে। নিরেট। ২০২৪ সালে, যে শহরে মাত্র সাত শতাংশ সবুজ অবশিষ্ট! বাদবাকিটা? হাইরাইজয বিল্ডিং। ধারাবাহিক তাপপ্রবাহে যে শহর ধুঁকছে। যে শহরের জলস্তর কতখানি নীচে নেমে গেছে, তার হদিস নেই। যে শহরে একফালি উন্মুক্ত জমি দুর্লভ। এক পৃথিবী স্বপ্ন নিয়ে যে শহরে কতশত মানুষ মাথা গোঁজার ঠাই খুঁজেছিল এদ্দিন, সে শহর থেকেই পালাতে চাইছে সকলে। এই তো আসলে প্রকৃতির রিভেঞ্জ!শেষ তিন সপ্তাহে, পশ্চিমবঙ্গের করুণ পরিস্থিতির কথাই ভাবুন না! কলকাতা শহরেই উষ্ণতার পারদ চড়ল— ৪২ ডিগ্রিতে। অথচ গ্রামাঞ্চলের উষ্ণতা তুলনায় কম। কেন? অবাধ সবুজ। বনভূমি। যা শোষণ করে নিয়েছে পরিবেশের অতিরিক্ত তাপ। কার্ল মার্কস একটি প্রবন্ধে লিখেছেন, ‘…ধনতন্ত্র জমিকে মুনাফার লোভে শুধুই লুণ্ঠন করে বলে, ধনতন্ত্র পরবর্তী প্রজন্মের হাতে উন্নততর পৃথিবী পৌঁছে দিতে পারে না।’ তবে কি ভারতেও ‘ডিপেভ গ্রুপ’ জন্ম নেবে? পাওয়া যাবে কোনও সরকারি সহায়তা? হয়তো না। এ হেন উন্নয়নশীল দেশে ‘ডিপেভ’-এর ধারণাটিও আদৌ ফলপ্রসূ হবে? জানা নেই। কারণ, উন্মুক্ত মাটি পাওয়ামাত্রই আকাশছুঁই ফ্ল্যাটবাড়ি তৈরি হয়। খোদ পশ্চিমবঙ্গেই যে হারে পুকুর বুজেছে শেষ পাঁচ বছরে, প্রকৃতির সহনশীলতা নিয়ে কতটুকুই-বা ভেবেছি আমরা! বরং মুক্তমাটির সন্ধান করি। লালন করি ছায়ায়। ফেসবুকে নয়। আমাদের এই ধুলোর পৃথিবীতে।
from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Bengali Khabar, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/Fs08X9k
Previous article
Next article
Leave Comments
Post a Comment