'দিব্যি আছেন মুসলিমরা', অনুরাগের সুরে এবার কটাক্ষের ছোঁয়া https://ift.tt/MB8nQ94 - MAS News bengali

'দিব্যি আছেন মুসলিমরা', অনুরাগের সুরে এবার কটাক্ষের ছোঁয়া https://ift.tt/MB8nQ94

এই সময়: ঘুরিয়ে ফিরিয়ে ফের মেরুকরণেই আস্থা বিজেপির! লোকসভা ভোটের প্রথম দফা ভোটের ঠিক পরে শুরুটা করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজস্থানের সভায় দাবি করেছিলেন- 'কংগ্রেস ক্ষমতায় এলে আপনাদের সব সম্পত্তি-সোনা, এমনকী মঙ্গলসূত্রও ছিনিয়ে মুসলিমদের বিলিয়ে দেবে। ওরা এবার ভাগ বসাবে কোটাতেও!' সংখ্যালঘু সম্প্রদায়কে বিঁধে একই সুরে তোপ দাগতে শোনা গিয়েছিল কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকেও। চতুর্থ দফা ভোটের ঠিক আগে সেই অনুরাগের সুরেই এবার কটাক্ষের ছোঁয়া! সম্প্রতিই প্রকাশিত হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্যানেলের রিপোর্ট। যেখানে দেশের 'ডেমোগ্রাফিক ট্রানজিশন' অনুচ্ছেদে বলা হয়েছে- ১৯৫০ থেকে ২০১৫-র মধ্যে সংখ্যালঘু জনসংখ্যা ৪৩.১৫ শতাংশ বেড়েছে। যেখানে হিন্দু জনসংখ্যা কমেছে ৮ শতাংশ। সেই রিপোর্টকে হাতিয়ার করেই অনুরাগের কটাক্ষ- 'পরিসংখ্যান তো আমাদের হাতের সামনেই! এর পরেও ওরা (সংখ্যালঘুরা) অস্তিত্বের সঙ্কটে ভোগে কী করে? ওদের জনসংখ্যা যেমন ৪৫ শতাংশ বেড়েছে, তেমনই তো ওরা যাবতীয় সরকারি সুবিধাও ভোগ করছে। তা হলে ভয়টা কীসের! আমি তো বলব, দিব্যি আছেন সংখ্যালঘুরা।' এটা সংখ্যালঘুদের প্রতি 'আশ্বাস' নয়, বরং ওয়াকিবহাল মহলের একাংশের দাবি- এ ভাবে আসলে মেরুকরণ তাসই খেললেন মোদীর মন্ত্রী। গত ৬৫ বছরে যে সংখ্যালঘু জনসংখ্যা ব্যাপক ভাবে বেড়েছে এবং তাঁরা সব ধরনের সরকারি সুবিধা ভোগ করে চলেছেন, এটা মনে করিয়ে দেওয়ার মধ্যে এক ধরনের 'প্রচ্ছন্ন উস্কানি' রয়েছে বলেই মনে করছে বিরোধী শিবিরের একাংশ। একই সঙ্গে কেন হিন্দুর সংখ্যা কমছে এবং সংখ্যালঘুর সংখ্যা বাড়ছে, তা-ও খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেন মন্ত্রী। তাঁর কথায়, '১৯৪৭-এ পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানে হিন্দু জনসংখ্যা ছিল ২৩ শতাংশ। এখন তা ২-এ এসে ঠেকেছে। ভারতে তো মুসলিমদের সংখ্যাই বেড়েছে শুধু। এর পরেও একটা অংশ বলেন, মুসলিমরা নাকি এ দেশে ইনসিকিওর! জানি না, কীসের ভিত্তিতে বলেন?' তার মানে কি বিজেপি ক্ষমতায় এলে এই ডেমোগ্রাফি চেঞ্জের কথা মাথায় রেখে জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে কোনও আইন আনবে? এর জবাবে মন্ত্রী বলেন, 'সবে তো পাবলিক ডোমেনে এসেছে বিষয়টা। এ ক্ষেত্রে কিছু করণীয় কি না, নতুন সরকার অবশ্যই তা নিয়ে ভাবনা-চিন্তা করবে।' ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, আইন আনার কথা অস্বীকার না-করে মন্ত্রী কিন্তু ঘুরিয়ে সেই ইঙ্গিতই দিয়ে রাখলেন। কংগ্রেস এ দিকে লাগাতার বলে চলেছে, ফের ক্ষমতায় এলে বিজেপি সংবিধান পাল্টে দেবে। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে এই অভিযোগও নস্যাৎ করে দিয়ে অনুরাগ বলেন, 'মিথ্যে রটাচ্ছে কংগ্রেস। নিজেরা দফায় দফায় সংবিধান পাল্টে এখন আমাদের দিকে মিথ্যে অভিযোগের আঙুল তুলছে। সংবিধান পরিবর্তনের প্রশ্নই উঠছে না। বরং এসসি-এসটি-ওবিসি কোটায় যাতে কোনও ভাবে হাত না-পড়ে তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।'


from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Bengali Khabar, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/h0WvXY2
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads