লখনউ ছাড়তে পারেন রাহুল? দলে নিতে তৈরি এই তিন ফ্র্যাঞ্চাইজি https://ift.tt/HrPARpO - MAS News bengali

লখনউ ছাড়তে পারেন রাহুল? দলে নিতে তৈরি এই তিন ফ্র্যাঞ্চাইজি https://ift.tt/HrPARpO

প্রথম দুই বছর সেরা ছন্দে ছিল। কিন্তু তৃতীয় বছর খেলতে নেমে তাদের ছন্দপতন হয়েছে। চলতি বছর তারা জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি। সম্প্রতি তারা সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১০ উইকেটে হেরে যায়। এই হারের পর প্লে অফের যাত্রা কঠিন হয়েছে। বাকি দুটো ম্যাচ তারা জিততে না পারলে এবারের IPL থেকে ছিটকে যেতে হবে। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে দল ছাড়তে পারেন। তবে কেএল রাহুল দল ছাড়লে তিনি ভবিষ্যতে কোন দলে যাবেন সেটা এখন অন্যতম চর্চার বিষয়।কেএল রাহুল এখন ভারতের অন্যতম সেরা তারকা। তবে অধিনায়ক হিসেবে তাঁর রেকর্ড খুব একটা আশানুরূপ নয়। অতীতে তিনি পঞ্জাব কিংসকে নেতৃত্ব দিলেও সাফল্য এনে দিতে পারেননি আর এবারও তিনি লখনউয়ের হয়ে ব্যর্থ হচ্ছেন। তবে কেএল রাহুল যদি LSG ছাড়েন তাহলে তাঁকে নিতে ঝাঁপাতে পারে তিন ফ্র্যাঞ্চাইজি। যদি কেএল রাহুল ২০২৫ সালের IPL-এর আগে লখনউ সুপার জায়ান্টস ছেড়ে দেয় তাহলে তাঁকে নিতে পারে চেন্নাই সুপার কিংস। মনে করা হচ্ছে, আগামী IPL-এ CSK-র হয়ে আর খেলবেন না। এমন পরিস্থিতিতে উইকেটকিপার ব্যাটার হিসেবে এই দলের প্রথম পছন্দ হতে পারেন কেএল রাহুল। পরের বছরের নিলামে, CSK অবশ্যই কেএল রাহুলের দিকে তাকাবে।গুজরাট টাইটান্সঅন্য যে দলটি কেএল রাহুলের দিকে নজর রাখবে তারা হল গুজরাট টাইটানস। ঋদ্ধিমান সাহা গুজরাট টাইটান্সে কিপিং এবং ওপেন করছেন, তবে তিনি এই মরসুমে খারাপভাবে ফ্লপ করেছেন। এবং তিনি কেরিয়ারের শেষের দিকে রয়েছেন। এমন পরিস্থিতিতে গুজরাটের টার্গেট থাকবে তরুণ উইকেটকিপার ব্যাটার যিনি লম্বা সময়ের জন্য দলকে টানবেন। রাহুলকে লখনউ থেকে ছেড়ে দেওয়া হলে গুজরাট দল তাঁকে নিতে পারে। দলে বিদেশি উইকেটকিপার ব্যাটার থাকলেও গুজরাট বরাবরই ভারতীয়তেই ভরসা করে।রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেএল রাহুলও ফিরতে পারেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেও। দীর্ঘদিন ধরে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন রাহুল। এই দল থেকেই IPL-এ অভিষেক করেছেন রাহুল। এমন পরিস্থিতিতে দলে দীনেশ কার্তিকের জায়গা পূরণ করতে কাজ করতে পারেন তিনি। এটাই কার্তিকের শেষ IPL। এমন পরিস্থিতিতে দলে একজন উইকেটরক্ষক ব্যাটারের প্রয়োজন হবে। শুধু তাই নয়, উইকেটকিপিং দিয়ে ওপেনিংয়ের দায়িত্বও নিতে পারেন রাহুল।


from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Bengali Khabar, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/bJYeXWi
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads