20 হাজারেই শুরু করুন লাভের ব্যবসা, প্রতি মাসে গ্যারান্টি হবে আয় https://ift.tt/TYolE28 - MAS News bengali

20 হাজারেই শুরু করুন লাভের ব্যবসা, প্রতি মাসে গ্যারান্টি হবে আয় https://ift.tt/TYolE28

চাকরি আর্থিক ভাবে নিরাপত্তা দিলেও ব্যবসায় উপার্জনের সুযোগ অনেক বেশি বলে মনে করেন অনেকেই। আসলে সঠিক ভাবে ব্যবসা করতে পারলে লাভ হতে পারে যত খুশি। বেতনের ক্ষেত্রে যে সীমা থাকে, তা ব্যবসায় নেই। কিন্তু কোন ব্যবসা শুরু করতে হবে, তা জানা অত্যন্ত জরুরি। এখানে এমন কিছু দেওয়া হচ্ছে, যা থেকে একদিকে যেমন মোটা টাকা উপার্জন করা যায়, তেমনই খুব কম বাজেটে ব্যবসাগুলো শুরু করা যায়। অর্থাৎ এই ব্যবসার জন্য খুব বেশি বিনিয়োগ করতে হয় না। এখানে যে ব্যবসাগুলোর সম্পর্কে বলা হচ্ছে, সেগুলো হল পাটের ব্যাগ ব্যবসা, কাপড়ের কারুকার্য ব্যবসা, টি ব্যাগ বিজনেস ইত্যাদি। এই ব্যবসাগুলো সম্পর্কে এবার জেনে নেওয়া যাক, যাতে খুব সহজেই ব্যবসা করা যেতে পারে।

পাটের ব্যাগ তৈরির ব্যবসা

বেশিরভাগ দেশে প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। এমন পরিস্থিতিতে নতুন ব্যবসায়ীদের জন্য পাটের ব্যাগ তৈরির ব্যবসা একটি ভালো অপশন হতে পারে। পাটের ব্যাগ তৈরির প্রক্রিয়াও বেশ সহজ। মাত্র 50 হাজার থেকে 1 লাখ টাকার অল্প পুঁজি বিনিয়োগে এই ব্যবসাটি শুরু করা যেতে পারে। এই ব্যবসা শুরু করতে খুব বেশি জায়গারও প্রয়োজন নেই। মাত্র 500 স্কোয়ার ফুট জায়গা থাকলেই, অল্প পরিসরে পাটের ব্যাগ তৈরির ব্যবসা করা যেতে পারে।

কাপড়ের উপর কারুকার্য

আজকাল অনেকেই, বিশেষ করে মহিলারা সুন্দর এমব্রয়ডারি করা পোশাক পরতে পছন্দ করেন, কারণ এগুলো দেখতে খুব আকর্ষণীয়। অতএব, কাপড়ের উপর ডিজাইন করার ব্যবসা করার ব্যবসা একটা ভালো আইডিয়া। বিশেষ করে যারা বাড়ি বসে কাজ করতে চান, তাঁদের জন্য এটা একটা ভালো অপশন। অন্যদিকে, এই ব্যবসা করার জন্য খুব বেশি অর্থ খরচ করতে হবে না।

ব্রেকফাস্টের ব্যবসা

ব্রেকফাস্টের ব্যবসাকে একটা এভারগ্রিন ব্যবসা বলা হয়। সবচেয়ে বড় সুবিধা হল, যে কোনও সময় এবং যে কোন জায়গায় এই ব্যবসা করা যেতে পারে। এই ব্যবসা করতে, সব কিছু পারফেক্ট করারও দরকার নেই। এই ব্যবসা থেকে এমনিতেই অনেক টাকা লাভ হতে পারে। এই ব্যবসায় কোনও কাস্টমার খুঁজতে যেতে হবে না। বরং গ্রাহকেরাই দোকান খুঁজে খুঁজে চলে আসবে। শুধু মনে রাখতে হবে যে খাবারই বানানো হোক না কেন, তা যেন সুস্বাদু হয়। খাবারের মানও ভালো থাকা আবশ্যক। এই ব্যবসা করতেও খুব বেশি বিনিয়োগের প্রয়োজন নেই।


from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Bengali Khabar, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/wLrgHPB
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads