কোন অঙ্কে প্লে-অফে যেতে পারবেন বিরাটরা? https://ift.tt/Ut4kep7 - MAS News bengali

কোন অঙ্কে প্লে-অফে যেতে পারবেন বিরাটরা? https://ift.tt/Ut4kep7

অবশেষে চলতি আইপিএল টুর্নামেন্টে কাঙ্খিত জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টানা ৬ ম্যাচ হারার পর অবশেষে তারা জয়ের স্বাদ পেয়েছে। হায়দরাবাদের বিধ্বংসী ব্যাটিং লাইন আপ এই ম্যাচে বেঙ্গালুরুর বোলিং ব্রিগেডের সামনে কার্যত বশ্যতা স্বীকার করল। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে বেঙ্গালুরু শেষপর্যন্ত ৩৫ রানে জয়লাভ করেছে। এর অর্থ ফাফ ডু প্লেসির দলের সামনে এখনও প্লে-অফে যাওয়ার রাস্তা খোলা রইল। তবে লিগ টেবিলে তাদের শীর্ষ চারটে দলের মধ্যে উঠে আসতে হবে। ৯ ম্যাচে আরসিবি এখনও পর্যন্ত ৪ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। দুটো ম্যাচ জিতলেও তারা সাতটা ম্যাচে হেরে গিয়েছে। লিগ পর্যায়ে বেঙ্গালুরুর সামনে এখনও পাঁচটা ম্যাচ বাকি রয়েছে। যদি প্লে-অফে উঠতে হয়, তাহলে চোখ বন্ধ করে এই ৫ ম্যাচে আরসিবি-কে জিততেই হবে। আর সেটা যদি করতে পারে, তাহলে আরও ১০ পয়েন্ট তারা পাবে এবং লিগ পর্যায়ের শেষে ১৪ পয়েন্ট সংগ্রহ করতে পারবে। তবে এক্ষেত্রে বেঙ্গালুরুকে অবশ্য অন্য দলগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে। সানরাইজার্স হায়দরাবাদ, লখনউ সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্স যেন ১৪ পয়েন্টের বেশি সংগ্রহ না করতে পারে। যদি এই প্রতিটা দলই ১৪ পয়েন্টে শেষ করে, তাহলে RCB-কে দেখতে হবে নেট রান রেট যেন এই দলগুলোর থেকে অনেকটাই বেশি থাকে।অন্যদিকে, এই দলগুলোর মধ্যে দুটো দলও যদি ১৬ পয়েন্ট সংগ্রহ করে ফেলে, তাহলে আরসিবি-র প্লে-অফের দরজা এমনিতেই বন্ধ হয়ে যাবে। পাশাপাশি, বাকি ম্যাচগুলোর মধ্যে বেঙ্গালুরু একটায় যদি হেরেও যায়, তাহলেও শেষ চারে ওঠার কোনও সম্ভাবনা তাদের সামনে খোলা থাকবে না।বৃহস্পতিবারের ম্যাচে শুরুটা বেশ ভালো করেছিল আরসিবি। পাওয়ারপ্লে চলাকালীন তারা ৬১ রা তুলে ফেলে। এরপর ব্যাট করতে আসেন রজত পতিদার। তিনি ১৯ বলে হাফসেঞ্চুরি হাঁকান। যদিও জয়দেব উনাদকাট তাঁর উইকেট শিকার করেছেন। এই ম্যাচে ৩৭ বলে অর্ধশতরান করলেন। শেষদিকে ২০ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস উপহার দিলেন ক্যামেরন গ্রিন। আরসিবি মোট ২০৬ রান স্কোরবোর্ডে তোলে। উনাদকাট ৩ উইকেট নেন এবং তিনি হায়দরাবাদের হয়ে সেরা বোলিং করেন।


from Bengali News, বাংলা খবর, News in Bengali, বাংলা সংবাদ, Latest Bangla News, bengali news today - Ei Samay https://ift.tt/mAZ7BrI
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads