ব্যর্থ রোহিত, কহতব্য নয় পান্ডিয়ার পারফরম্যান্স‌ও! ২ তারকার ইগোর বলি মুম্বই ইন্ডিয়ান্স? https://ift.tt/02OoxGA - MAS News bengali

ব্যর্থ রোহিত, কহতব্য নয় পান্ডিয়ার পারফরম্যান্স‌ও! ২ তারকার ইগোর বলি মুম্বই ইন্ডিয়ান্স? https://ift.tt/02OoxGA

ম্যাচ শুরুর আগে থেকে সতর্ক ছিল মুম্বই ইন্ডিয়ান্স। দর্শকদের জন্য তৈরি করা হয়েছিল নিয়ম। সেটা হচ্ছে গ্যালারি থেকে কোনও কটূ কথা বা আপত্তিকর ইঙ্গিত করা যাবে না। প্রথমে দুটো ম্যাচ হেরে এমনিতেই চাপে ছিল দল। ফলে তৃতীয় ম্যাচে যাতে সমর্থকদের জন্য আরও চাপ না বাড়ে তার চেষ্টা করা হয়েছিল। আর গ্যালারি থেকে নিয়ম করে দর্শকরা রোহিত রোহিত চিৎকার করলেন ও হার্দিককে কটূক্তি করলেন। সবকিছু হলেও ফল রয়ে গেল সেই এক। পরপর তিনটে ম্যাচে হার। হারের হ্যাটট্রিক করল পাঁচবারের চ্যাম্পিয়নরা। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক বদলের সময় থেকেই দলের মধ্যেকার পরিস্থিতি সুখের নয়। একাধিক সূত্র থেকে দাবি করা হয়েছে, দলে এখন দুটো লবি। একটা রোহিতের ও অপরটা হার্দিকের। কেউ চাইছেন রোহিতের হাতে উঠুক ব্যাটন, অনেকের আবার ভোট হার্দিকের দিকে। দর্শকদের মধ্যেও সেটা দেখা গিয়েছে। কিন্তু রোহিত হোক বা হার্দিক। ফল কিন্তু একই থাকছে। এদিন ব্যর্থ হলেন দু’জনই। রাজস্থান রয়্যালসের ম্যাচটা ছিল মুম্বই ইন্ডিয়ান্সের ঘরের মাঠে। ওয়াংখেড়ে একটা সময় ছিল মুম্বই ইন্ডিয়ান্সের দুর্গ। গত কয়েক বছরে সেই দুর্গ ভেঙেছে। এবার অধিনায়ক বদলেও সেই দুর্গ রক্ষা হল না। শুরু হল জঘন্য ব্যাটিং দিয়ে। রোহিতের গোল্ডেন ডাক। বাইরের বলে খোঁচা মারতে গিয়ে ফিরলেন তিনি। প্রথম বলেই আউট। এরপর ব্যাটিং ভারী দলের ব্যাটিং পড়তে থাকল। নমন ধীর, ডেওয়াল্ড ব্রেভিসরা ফিরতে থাকেন। এখানে দরকার ছিল একটা হাফসেঞ্চুরির ইনিংসের। সেটার চেষ্টা করলেন তিলক ও হার্দিক। কিন্তু পারলেন না। জাতীয় দলের ব্রাত্য চাহাল ফেরালেন এই দু’জনকে। বোলিংয়েও মুম্বইয়ের একই ছবি। কম রান আটকানোর জন্য যেই বোলিং দরকার সেটা দেখা গেল না। আকাশ মাধওয়াল তিনটে উইকেট নিলেন ও মাফাকা নিলেন একটি। এর বাইরে আর কেউ পেলেন না উইকেট। হার্দিক পান্ডিয়া জস বাটলারের সহজ ক্যাচ মিস করলেন। উইকেটও পাননি বল হাতে। ফলে অলরাউন্ডারকে যেই পারফরম্যান্স করতে হয় সেটাই করতে পারলেন না তিনি। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন মুম্বই ইন্ডিয়ান্স নামক জাহাজের এই ডোবার কারণ দলের তারকার মেলা। কোচিং স্টাফ থেকে শুরু করে টিম। সব জায়গায় তারকায় ভরা। , সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, ঈশান কিষান। ভারতীয় দলের প্রথম সারির প্লেয়ারে ভরা। এই তারকায় ভরা প্লেয়ারের জন্যই ডুবছে না তো মুম্বই ইন্ডিয়ান্স? প্রশ্ন তুলছেন সমর্থকরা।


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/X985tax
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads