পরীক্ষা নাকি? বেমালুম ‘ভুল’ বিশ্ববিদ্যালয়ের https://ift.tt/wiCTXEL - MAS News bengali

পরীক্ষা নাকি? বেমালুম ‘ভুল’ বিশ্ববিদ্যালয়ের https://ift.tt/wiCTXEL

জবলপুর: মনে পড়ে জেরোম কে জেরোম-এর সেই গল্প, যেখানে কী গোছগাছ করা হয়েছে কিছুতেই তিন বন্ধুর কেউ মনে রাখতে পারতেন না? একবার গুছনো হয় তো পরমুহূর্তে স্যুটকেস উল্টে ফাঁকা। আবার গোছানো...। কেন না ভুলো মন! তেমনই আর এক গল্প ছিল, এমনই ভুলো মন বাবার। বাচ্চাকে প্যারাম্বুলেটরে ফেলে চলে এসেছেন! তা বলে পরীক্ষা ঘোষণা করে তা নিতে বেমালুম ভুলে গেলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? হ্যাঁ, এমনও হয়! আর ‘ইট হ্যাপেনস ওনলি ইন ইন্ডিয়া!’ গত ১৪ ফেব্রুয়ারি পরীক্ষার দিন ঘোষণা করেছিলেন জবলপুরের ‘রানি দুর্গাবতী বিশ্ববিদ্যালয়’ কর্তৃপক্ষ। সেই মতো পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ডও সংগ্রহ করেছিলেন। কিন্তু নির্ধারিত দিনে পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার্থীরা দেখেন কোথাও কোনও পরীক্ষার নামগন্ধ নেই! ব্যবস্থাই করেননি কর্তৃপক্ষ। শুধু তা-ই নয়, পরীক্ষার্থীদের বলে দেওয়া হয়, ‘কোনও পরীক্ষা হবে না!’ নাহ, এমন ঘোষণা মোটেই খুশি করতে পারেনি স্টুডেন্টদের। তাঁরা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন। এমন ‘চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতার’ প্রতিবাদে চোখে কালো কাপড় বেঁধে উপাচার্যের সঙ্গে দেখা করলেন তাঁরা। কর্তৃপক্ষের এমন গাফিলতিতে ক্ষুব্ধ উপাচার্য গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ৩ দিনের মধ্যে এই গাফিলতির ব্যাখ্যা চাওয়া হয়েছে। পাশাপাশি যত দ্রুত সম্ভব পরীক্ষার নতুন দিন ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে। গোটা ঘটনার প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেসের ছাত্র সংগঠন ‘ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া।’ তাদের বক্তব্য, পরীক্ষা বাতিল করা হয়ে থাকলে আগাম জানানো উচিত ছিল কর্তৃপক্ষের। বিশ্ববিদ্যালয়ের গাফিলতিতে পড়ুয়াদের চরম সমস্যার মুখে পড়তে হয়েছে।


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/7btsFVg
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads