‘১৫ কোটি কোথায় গেল?’ সৌমিত্র প্রার্থী হতেই আক্রমণে সুজাতা https://ift.tt/IikStDP - MAS News bengali

‘১৫ কোটি কোথায় গেল?’ সৌমিত্র প্রার্থী হতেই আক্রমণে সুজাতা https://ift.tt/IikStDP

রাজ্যের ২০টি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছে সৌমিত্র খাঁ। প্রার্থী ঘোষণা হতেই বিজেপি সাংসদ তথা প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁকে কড়া আক্রমণ তৃণমূল নেত্রী সুজাতা খাঁর। এমনকি, বিজেপি সাংসদ নিজের সাংসদ তহবিলের ১৫ কোটি টাকা খরচা আদৌ করেছন, তা নিয়ে সংশয় প্রকাশ সুজাতার। উল্লেখ্য, শনিবারই বিজেপির তরফে রাজ্যের বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। আর ওই তালিকায় রয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ-ও। তিনি এবার তৃতীয় বারের জন্য বিষ্ণুপুর কেন্দ্র করে প্রতিদ্বন্দিতা করবেন। বিজেপির পুরনো জয়ী প্রার্থীর উপরেই এই কেন্দ্র থেকে ভরসা রেখেছে রাজ্য বিজেপি।তৃণমূলের একটি সভা থেকে সৌমিত্র খাঁকে কটাক্ষ তৃণমূল নেত্রী সুজাতা খাঁর। তিনি বলেন, 'লম্পট-চরিত্রহীন সাংসদকে একটা ভোটও দেবেননা। ভোট চাইতে এলে জিজ্ঞাসা করবেন সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের ১৫ কোটি টাকা কোথায় গেল? সঙ্গে ১০কোটিরও হিসেব নেবেন।' প্রাক্তন স্বামী তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকে বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজাতা খাঁ। রবিবার জয়পুর বিডিও অফিস সংলগ্ন মাঠে তৃণমূলের 'জনগর্জন সভা'র প্রস্তুতি বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।একই সঙ্গে সুজাতা খাঁ সভামঞ্চ থেকে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলেন, 'সন্ধ্যা সাতটার পর ওই লম্পট খাঁকে আপনারা ফোনে পান?' আর তাই এই সাংসদকে বিষ্ণুপুরের পবিত্র মাটি থেকে ছুঁড়ে ফেলার অঙ্গীকার নিতে হবে বলে পরামর্শ দেন। তাঁর কথায়, 'যদি পয়সা দিতে আসে নেবেন, মা লক্ষীর কোন রং হয়না।’ তাঁর বিস্ফোরক দাবি, পাঁচ বছর আগে খেতে পেত না, এখন অগাধ সম্পত্তি করেছেন। প্রসঙ্গত, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে ছেড়ে বিজেপিতে যোগদান করেন সৌমিত্র খাঁ। লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিটে তিনি প্রার্থী হন। যদিও আদালতের নির্দেশে তিনি ওই কেন্দ্রে প্রচারে যেতে পারেননি। তাঁর হয়ে সেই সময় প্রচার করেছিলেন প্রাক্তন স্ত্রী সুজাতা খাঁ। লোকসভা নির্বাচনে জয়লাভ করেন তিনি। তবে গত বিধানসভা নির্বাচনের আগে পরিস্থিতি পাল্টাতে থেকে। হঠাৎ করেই তৃণমূল কংগ্রেস দলে নাম লেখান সুজাতা খাঁ। এরপর থেকেই রাজনৈতিক দূরত্বের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কে চিড় ধরতে থাকে দুজনের। পরবর্তীকালে তাঁদের মধ্যে বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়। এরপর থেকেই তৃণমূল কংগ্রেস সক্রিয় নেত্রী হিসেবে কাজ করছেন সুজাতা। এরপর অবশ্য গত বিধানসভা নির্বাচনে লড়েন সুজাতা।


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/vTdhiBr
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads