অর্থ পাচারের সঙ্গে জড়িত পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক, জরিমানা চাপাল সরকার https://ift.tt/8wunyJa - MAS News bengali

অর্থ পাচারের সঙ্গে জড়িত পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক, জরিমানা চাপাল সরকার https://ift.tt/8wunyJa

রিজার্ভ ব্যাঙ্কের পর এবার পেমেন্ট ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা নিল সরকারও। পিআইবি-র তরফে জানানো হয়েছে, অর্থমন্ত্রকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা FIU পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে 5 কোটি 49 লাখ টাকা জরিমানা করেছে। PMLA-এর আওতায় নিয়ম লঙ্ঘনের জন্য এই জরিমানা করা হয়েছে বলে জানা গিয়েছে। এর বিরুদ্ধে অর্থ পাচারের মতো ঘটনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে। যার কারণে Prevention of Money Laundering Act, 2002 এর আওতায় ব্যবস্থা নেওয়া হয়েছে এই সংস্থার বিরুদ্ধে। রিপোর্টে দাবি করা হয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক সহ অন্য সংস্থাগুলির পদক্ষেপ পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (FIU)। অনলাইন জুয়া সহ অনেক বেআইনি কার্যকলাপে জড়িত থাকার ক্ষেত্রে Paytm পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধে তথ্য রয়েছে বলে দাবি করা হচ্ছে। পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের মাধ্যমে কিছু লোক এবং সংস্থা বেআইনি অর্থ লেনদেন করেছে বলেও অভিযোগ রয়েছে।

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধে RBI এর কী অভিযোগ?

আরবিআই- এর তদন্তে উঠে এসেছিল, পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক ব্যাঙ্কিং সংক্রান্ত একাধিক অনিয়মের সঙ্গে জড়িত। RBI তার তদন্তে উঠে এসেছে, যে Paytm পেমেন্ট ব্যাঙ্ক একটি প্যান কার্ডে হাজার হাজার অ্যাকাউন্ট খুলেছে। তদন্তে একাধিক এমন ঘটনা উঠে এসেছে। এই সব অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বলেও RBI এর তদন্তে উঠে এসেছে। এছাড়াও, একাধিক অ্যাকাউন্টে KYC -এর ক্ষেত্রেও গণ্ডগোল ধরা পড়ে। এই তদন্তের পরেই RBI পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।KYC সংক্রান্ত নিয়মে অবহেলার কারণে RBI পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। 15 মার্চের পরে কোনও নতুন নতুন ডিপোজিট বা নতুন গ্রাহকও যুক্ত করতে পারবে না ব্যাঙ্কটি। এছাড়াও, পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক বিল পেমেন্ট, UPI ছাড়া অন্য পরিষেবাগুলোও ব্যবহার করতে পারবে না। অন্যদিকে, এই সপ্তাহের শুরুতে সোমবার পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বোর্ড থেকে পদত্যাগ করেছেন বিজয় শেখর শর্মা। তাঁর পদত্যাগের পর ইতিমধ্যে বোর্ডের পুনর্গঠনও করা হয়েছে। বর্তমানে, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান শ্রীনিবাসন শ্রীধর বোর্ডের সদস্য। এছাড়াও অবসরপ্রাপ্ত আইএএস দেবেন্দ্রনাথ সারঙ্গি, ব্যাঙ্ক অফ বরোদার প্রাক্তন এক্সিকিউটিভ ডিরেক্টর অশোক কুমার গর্গ এবং অবসরপ্রাপ্ত আইএএস রজনী সেখরি সিবাল বোর্ডের সদস্য।


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/HeO1EXY
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads