ব্যক্তি স্বাধীনতা সংবিধানের আত্মা: কোর্ট https://ift.tt/Zv8fN5d - MAS News bengali

ব্যক্তি স্বাধীনতা সংবিধানের আত্মা: কোর্ট https://ift.tt/Zv8fN5d

নয়াদিল্লি: ও জীবনের অধিকারের গুরুত্ব অপরিসীম। দেশের সংবিধানের অনুচ্ছেদ ২১ দেশের মানুষকে সে অধিকার দিয়েছে। তাকে সংবিধানের ‘আত্মা’বললেও অত্যুক্তি করা হয় না। মঙ্গলবার একটি মামলার শুনানিতে এমনই মন্তব্য করেছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি বি আর গভাই ও বিচারপতি সন্দীপ মেহতা বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি বম্বে হাইকোর্টে জামিন বা আগাম জামিনের শুনানি ঠিকমতো হচ্ছে না। ওই সব মামলাকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না। এটা মনে রাখতে হবে যে জেল নয়, জামিনই অধিকার। তাই তা আবেদন করার অধিকার সকলের রয়েছে।’ বেঞ্চ এ দিন বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতির উদ্দেশে বলে, ‘আপনি আমাদের নির্দেশ আপনার কোর্টের সব বিচারপতির কাছে পৌঁছে দিলে ভালো হয়।’


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/svr0JfS
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads