পোষা ‘মনস্টার’ টিকটিকিই কাড়ল প্রাণ https://ift.tt/yoFm21J - MAS News bengali

পোষা ‘মনস্টার’ টিকটিকিই কাড়ল প্রাণ https://ift.tt/yoFm21J

এই সময়: তিনি যেন বনবিহারীবাবুর আমেরিকান এডিশন! বনবিহারীবাবু মানে ‘বাদশাহী আংটি’-র সেই আশ্চর্য লোক। তাঁর প্রাইভেট জ়ু-এর যে বর্ণনা সত্যজিৎ রায় দিয়েছিলেন, তা পাঠকের হাড় হিম করে দেওয়ার পক্ষে যথেষ্ট৷ কী ছিল না সেখানে? বনবিড়াল, হায়েনা, বিষাক্ত মাকড়সা থেকে শুরু করে বিছে, কুমির এমনকী ব়্যাটল স্নেকও! বনবিহারীবাবু কাল্পনিক। তবে কলোরাডোর বাসিন্দা বছর পঁয়ত্রিশের ওই ব্যক্তির কিন্তু সত্যিই দু’টি পোষা টিকটিকি ছিল। দক্ষিণ-পশ্চিম আমেিরকার কুখ্যাত সেই বিষধর গিলা মনস্টার গোত্রের টিকটিকি। কথায় কথায় যারা বিষ ছড়ায়! ৫৪ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে এই টিকটিকি। তারই একটির কামড়ে প্রাণ গেল মালিকের। ১২ ফেব্রুয়ারি মারা গিয়েছেন তিনি। এখনও অ্যাডিশনাল টক্সিকোলজির রিপোর্ট না আসায় তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত করেনি পুলিশ। তবে পোষ্য হিসেবে ‘অবৈধ’ দু’টি টিকটিকিকেই উদ্ধার করে নিয়ে গিয়েছেন বনকর্মীরা। উদ্ধার করা হয়েছে ‘আমেরিকান বনবিহারীবাবু’-র শখের চিড়িয়াখানায় থাকা ট্যারান্টুলা প্রজাতির একটি ভয়ঙ্কর মাকড়শাকেও। সম্ভবত বাচ্ছা টিকটিকিই কামড়েছে তাকে।


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/4wkXhIA
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads