মৃত নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ, মালদার ঘটনায় ক্ষুব্ধ শিশু সুরক্ষা কমিশন https://ift.tt/XDTrwvH - MAS News bengali

মৃত নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ, মালদার ঘটনায় ক্ষুব্ধ শিশু সুরক্ষা কমিশন https://ift.tt/XDTrwvH

মালদার নাবালিকা হত্যাকাণ্ডে ক্ষোভের পারদ চড়ছে এলাকায়। রবিবার নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন জাতীয় সুরক্ষা কমিশন সহ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। উপস্থিত হন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। পুলিশি তদন্তের ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা। মালদা শহরে নাবালিকা খুনের ঘটনাতে উদ্বিগ্ন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যা যশবন্ত শ্রীমানি। শনিবার রাজ্য শিশু কমিশনের সদস্যা নাবালিকার বাড়িতে যান। পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন। যশবন্ত শ্রীমানি বলেন, ‘অভিযুক্ত সুনু কেশরী তদন্তে পুলিশের সঙ্গে ঠিক ভাবে সহায়তা করছে না। আমরা একজন মনোরোগবিদের সাহায্য নিতে বলেছি।, তাঁর কথায়, আমরা মনে করছি, বিচার ব্যবস্থাকে আরো কঠোর হতে হবে। তা নাহলে অপরাধ প্রবণতা বাড়বে। শিশুসুরক্ষা কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সমস্ত জায়গাতে আমরা আমাদের রিপোর্ট পাঠাব।মালদা নাবালিকা খুনে যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল সেই অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার হয় নি। আর ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের কোনও রকম প্রমাণ পাওয়া যায়নি। তদন্তে অভিযুক্ত ছেলেটি সঠিক ভাবে সহায়তা করছে না বলেও জানালেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যা যশবন্ত শ্রীমানি। অন্যদিকে, এদিন নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা। জাতীয় কমিশনের বক্তব্য, নাবালিকা খুন কাণ্ডে পুলিশি তদন্তে আশ্বাস নেই। তদন্তে গাফিলতি করছে পুলিশ। ২৯ তারিখ নিখোঁজ হয়েছিল নাবালিকা। তিন দিন সময় লেগে গেল পুলিশকে। তাও আবার অভিযুক্তকে পরিবারের সদস্যরাই পাকড়াও করে পুলিশকে তুলে দিয়েছে। একার পক্ষে অভিযুক্তের এই ঘটনা ঘটানো সম্ভব নয়। এই ঘটনা ঘটার সময় মুখ্যমন্ত্রী মালদাতেই ছিলেন। অথচ তিনি একটি কথাও বললেন না এই বিষয়ে। ওই নাবালিকার সঙ্গে যৌন নির্যাতন করা হয়েছে কিনা সেই বিষয়েও পুলিশ স্পষ্ট করে এখনো কোনও রিপোর্ট বলতে পারছে না। তাঁদের মতে, পরিকল্পনা করেই খুন করা হয়েছিল ওই নাবালিকাকে। নাবালিকাকে যে চাকু দিয়ে খুন করা হয়েছে, সেই চাকু এখনও পুলিশ উদ্ধার করতে পারেনি। মালদাহ শহরে নাবালিকা খুন কাণ্ডে পরিবারের সঙ্গে দেখা করে এমনটাই জানালেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্য দিভিয়া গুপ্তা।


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/QZvpze7
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads