Bengali News
Latest Bangla Sangbad
News in Bengali
বাংলা খবর - Ei Samay
from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/P4g3xsN
ফের দুর্যোগ দক্ষিণবঙ্গে, বীরভূম-মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা https://ift.tt/Kx64Tde
শীতের দিনে ঘন ঘন মেজাজ বদল হচ্ছে আবহাওয়ার। মেঘ-বৃষ্টি-ঠান্ডা, প্রকৃতি মেতেছে অদ্ভূত খেলায়। হাড় কাঁপানো ঠান্ডা নেই। বরং ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রার পারদ। এরই মধ্যে নতুন সপ্তাহে ফের একবার নতুন করে বদলাচ্ছে আবহাওয়া। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। নতুন করে জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই। কেমন থাকবে ?সোমবার ভোরের দিকে কিছুটা কুয়াশাছন্ন থাকতে পারে শহর কলকাতা। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে দৃশ্যমানতা। ধীরে ধীরে বিদায় নেবে শীত। বাড়বে তাপমাত্রার পারদও। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৩৮ শতাংশ। সোমবার কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বাড়বে তাপমাত্রা। বুধ থেকে বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?সোমবারদক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন করে বৃষ্টিপাতের ভ্রুকুটি। এদিন বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, নদিয়াতে হালকা বৃষ্টি হতে পারে। ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে অন্যান্য জেলাতে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন ধীরে ধীরে বাড়বে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা এক ধাক্কায় দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। সেখানে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও অন্যান্য জেলাগুলিতে শুষ্ক থাকবে আবহাওয়া। আগামী তিন দিনে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে রাতের তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গ থেকেই ধীরে ধীরে বিদায় নিতে শুরু করেছে ঠান্ডা। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বেশ কিছুটা বাড়তে পারে। এছাড়া সেভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বিশেষ কোনও বদলের সম্ভাবনা নেই। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা বাড়তে বা কমতে পারে। তারপর তাপমাত্রা বৃষ্টির সম্ভাবনা।
from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/P4g3xsN
Previous article
Next article
Leave Comments
Post a Comment