আজ দিল্লি যাচ্ছেন মমতা, কৈখালির কাছে মেট্রোর কাজ বন্ধ রাখতে চায় পুলিশ https://ift.tt/VdAi65m - MAS News bengali

আজ দিল্লি যাচ্ছেন মমতা, কৈখালির কাছে মেট্রোর কাজ বন্ধ রাখতে চায় পুলিশ https://ift.tt/VdAi65m

আজ মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল মঙ্গলবার রাজধানীতে 'এক দেশ এক ভোট' সংক্রান্ত বৈঠকে তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর। আর সেই কারণে আজ সন্ধ্যার বিমানে দিল্লি যাওয়ার কথা তাঁর। মঙ্গলবার সন্ধ্যায় আবার রাজ্যে ফিরবেন তিনি। এই দু'দিনই মুখ্যমন্ত্রীর যাতায়াতের জন্য ভিআইপি রোড ব্যবহার করা হবে। আর মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখে এই দুই সময় কৈখালির কাছে মেট্রো রেলের কাজ বন্ধ রাখতে চায় পুলিশ। এই মর্মে হাইওয়ে ডিভিশনকে চিঠিও দিয়েছে বিধাননগর পুলিশ। সেই চিঠিতে বলা হয়েছে, কৈখালি ও হলদিরামের কাছে ভিআইপি রোডের উপরে মেট্রোর কাজ সোমবার দুপুর ১২টা থেকে এবং মঙ্গলবার দুপুর ২টো থেকে মুখ্যমন্ত্রী ওই এলাকা পার হওয়া পর্যন্ত বন্ধ রাখা হোক। সেই মতো ব্যবস্থাও করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।প্রসঙ্গত, নিজের দিল্লি সফরের কথা গত শুক্রবারই ধরনা মঞ্চ থেকে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় মমতা বলেন, 'এক দিনের জন্য দিল্লি যেতে হবে, রাজনীতির জন্য নয়, ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে ওঁরা নাকি একটা কমিটি করেছে, তারা আমাকে মতামত জানাতে ডেকেছে, তাই ৫ তারিখে সন্ধ্যায় যাব, ৬ তারিখে বেলা ২টোয় মিটিং করব, সন্ধেয় ফিরে আসব, কারণ ৮ তারিখ বাজেট আছে।'আর মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়ার সূচি নির্ধারিত হতেই, সেই অনুযায়ী প্রস্তুতি শুরু হয়। আর তারই পদক্ষেপ স্বরূপ মুখ্যমন্ত্রীর যাতায়াতের সময় মেট্রোর কাজ বন্ধ রাখার জন্য পুলিশের তরফে চিঠি দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে মনে রাখতে হবে, সম্প্রতি বর্ধমানে মুখ্যমন্ত্রীরের প্রশাসনিক সভার দিন, তাঁর কনভয়ের মধ্যে হঠাৎই একটি গাড়ি ঢুকে পড়ায়। যার জেরে জরুরি ব্রেক কষতে হয় মুখ্যমন্ত্রীর গাড়ির চালককে। তারপরেই দেখা যায় কপালে রুমাল চেপে ধরে বসে রয়েছেন মুখ্যমন্ত্রী। দ্রুত তাঁর গাড়ি কলকাতার উদ্দেশ রওনাও দেয়। সেদিন ফিরেই রাজভবনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন,'জোর বেঁচে গিয়েছি, মরেই যেতাম।'সেই ঘটনার পরে সম্প্রতি উত্তরবঙ্গ সফর সেরেছেন মুখ্যমন্ত্রী। তাঁর গোটা সফরজুড়েই নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়। আর এবার মুখ্যমন্ত্রী দিল্লি যাতায়াতের পথেও কোনওরকম বিপত্তি না ঘটে, তা নিশ্চিত করতেই পুলিশের তরফে আগেভাগে এই ধরণের পদক্ষপে করা হচ্ছে বলে মনে করছে ওয়াকিবহালমহলের একাংশ।


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/j4YfKxO
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads