Bengali News
Latest Bangla Sangbad
News in Bengali
বাংলা খবর - Ei Samay
from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/ub9WFMR
বৃষ্টির কাঁটা পেরিয়ে শীতের কামব্যাক? রবি থেকেই হাওয়া বদলের ইঙ্গিত https://ift.tt/JVRymxE
ক্রমশ বেড়েই চলেছে তাপমাত্রা। শীতের দেখা নেই বললেই চলে। ঠান্ডায় হু হু করে কাঁপতে কাঁপতে গরম কফি উপভোগ করার স্বপ্ন দক্ষিণবঙ্গবাসীর আদৌ এই মরশুমে পূরণ হবে তো? তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। শনিবার থেকে তাপমাত্রা বেড়েছে এক ধাক্কায় অনেকটাই। রবিবারও আবহাওয়ার বিশেষ কোনও বদলের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কেমন থাকবে ?আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহের শেষে জমাটি শীত না থাকলেও কুয়াশার বাড়বাড়ন্ত দেখা যাবে। সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মোড়া থাকবে শহর কলকাতা। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়তে পারে।শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৪৭ শতাংশ। আপাতত কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা খুব একটা কমবে না। অর্থাৎ অধরাই থাকবে জমাটি ঠান্ডা।রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৪৭ শতাংশ। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?চলতি মরশুমে সেভাবে শীতের দেখা পাওয়া যায়নি। এর আধদিন কনকনে ঠান্ডা পড়লেও থিতু হয়নি শীত। এদিকে শীতের মরশুম প্রায় শেষের পথে। অনেকেরই প্রশ্ন, তবে কি আগামী সপ্তাহে শীতের কোনও ঝোড়ো ইনিংস সাধারণ মানুষ প্রত্যাশা করতে পারে?আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত জমিয়ে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই। সেভাবে আর নামবে না তাপমাত্রার পারদ। কবে ভোরে ও রাতে হালকা শীতের আমেজ বজায় থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে কুয়াশার দাপট। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়তে পারে। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় সকালের দিকে কুয়াশার দাপট থাকবে। ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে একাধিক জেলায়। দার্জিলিং এবং কালিম্পঙে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বড় কোনও হাওয়া বদলের সম্ভাবনা খুবই কম। ঠান্ডা থাকবে। তবে নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনা কম।
from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/ub9WFMR
Previous article
Next article
Leave Comments
Post a Comment