Bengali News
Latest Bangla Sangbad
News in Bengali
বাংলা খবর - Ei Samay
from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/PI6jiMJ
'রেফারিং ঠিকঠাক হলে জিততে পারত না মোহনবাগান...', ক্ষোভ কুয়াদ্রাতের https://ift.tt/HMG2D9J
টানা ১১ ম্যাচে অপরাজিত থেকেছে ইস্টবেঙ্গল দল। চলতি মরশুমে চারটে ডার্বি ম্যাচের মধ্যে দুটোয় জিতেছে ইস্টবেঙ্গল। একটা ম্য়াচ ড্র হয়েছে। আর একটা জিতেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এই পরিস্থিতিতে লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাতের মার্কশিটে যে লেটার মার্কস বসানো যেতেই পারে, তা নিঃসন্দেহে বলা যায়। শনিবারের ডার্বিতেও তাঁর দল যথেষ্ট ভালো খেলেছে। কুয়াদ্রাতের আক্ষেপ শুধু একটাই। ডার্বি ম্যাচের নিরিখে রেফারি যদি আরও একটু ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেন, তাহলে তাঁর দলই কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে টেক্কা দিয়ে বেরিয়ে যেতে পারত। ম্যাচের ফলাফল ২-২ গোলে ড্র হওয়ার কারণে কিছুটা হলেও আক্ষেপ ঝরে পড়ল কুয়াদ্রাতের গলায়।প্রসঙ্গত, এই ম্যাচ চলাকালীন বল দখলের লড়াইয়ে সাহাল আবদুল সামাদের সঙ্গে নন্দকুমারের কড়া টক্কর হয়। টেলিভিশন রিপ্লেতে স্পষ্ট দেখা যায় ওই সময় সাহাল নন্দকুমারকে পিছন থেকে টেনে ধরেছিলেন। সেকারণেই নন্দ মাটিতে পড়ে যান। আর সেই সুযোগেই সাহাল বলটা পেত্রাতোসের দিকে বাড়িয়ে দিয়েছিলেন। আর বল পেয়ে গোল করতে বিন্দুমাত্র দেরি করলেন না দিমি। গোল হওয়ার আগে থেকেই অবশ্য ডাগ আউটে দাঁড়িয়ে ফাউলের জন্য চিৎকার করছিলেন কুয়াদ্রাত। কিন্তু, সেই আবেদনে কানই দিলেন না এই ম্যাচের রেফারি রাহুল গুপ্ত। আর এই আপত্তি তুলেছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ।ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে এসে 'প্রফেসর' কুয়াদ্রাত বললেন, 'নন্দ কুমারকে একেবারে দিনের আলোর মতো ফাউল করেছে সাহাল। কিন্তু, সেটা রেফারির চোখেই পড়ল না। যদি ওই সময় রেফারি ফাউলটা দিয়ে দিত, তাহলে আর পেত্রাতোসের গোল করার কোনও সুযোগই আসত না। আর সমতা ফেরাতে পারত না মোহনবাগানও। সেক্ষেত্রে এই ম্যাচের ফলাফল আলাদা হতেই পারত।'এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, শনিবাসরীয় ডার্বিতে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। এই ম্যাচে ৩ মিনিটের মাথায় অজয় ছেত্রীর গোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু, ১৭ মিনিটে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে সমতা ফেরান আলবেনিয়ার ফুটবলার আর্মান্দো সাদিকু। এরপর ম্যাচের ৫৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলকে ফের এগিয়ে দিয়েছিলেন অধিনায়ক ক্লেইটন সিলভা। কিন্তু, ৮৭ মিনিটে পেত্রাতোসের ওই 'বিতর্কিত' গোলই মোহনবাগানের মানরক্ষা করে এবং ম্যাচের ফলাফল অবশেষে ড্র হয়।
from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/PI6jiMJ
Previous article
Next article
Leave Comments
Post a Comment