Bengali News
Latest Bangla Sangbad
News in Bengali
বাংলা খবর - Ei Samay
from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/gHp6fXd
প্রতিপক্ষকে ধাক্কা দিয়েও লাল কার্ড নয়! পেত্রাতোস ইস্যুতে ফের নিশানায় রেফারি https://ift.tt/mPA5Yu1
ডার্বি বলতে যা বোঝায় সেটাই হয়েছে। ম্য়াচের শুরু থেকে শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে। চার গোল হয়েছে গোটা ম্যাচে। তাতেও কোনও দল জিততে পারেনি। পুরো ম্যাচ হয়েছে টানটান উত্তেজনায় ভরা। আর উত্তেজনা থাকলে ম্য়াচে ফাউলও থাকবে। সেটাই হয়েছে। এদিন ডার্বিতে রেফারি রাহুল গুপ্তকে হাতে হলুদ কার্ড নিয়ে ঘুরতে হয়েছে। তবে ম্যাচে এমন একটা ঘটনা ঘটেছে যেখানে রেফারির নীতিবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। ঘটনাটি কী?কলিঙ্গ সুপার কাপের ডার্বি ম্যাচে অভিষেক করেন সায়ন বন্দ্যোপাধ্যায়। লাল হলুদের এই মিড ফিল্ডার এদিন ম্যাচের শুরুর দিকে নামেন। সাউল ক্রেস্পোর ভুলে প্রথম গোলটা ইস্টবেঙ্গল খাওয়ার পর ক্রেস্পোে তুলে সায়নকে নামান কুয়াদ্রাত। তরুণ সায়ন অবশ্য হতাশ করেননি কুয়াদ্রাতকে। তিনি যেমন গোলের সুযোগ তৈরি করলেন তেমনই তিনি বিপক্ষের বক্সে ঢুকেও গেলেন একাধিকবার। সাফল্য অবশ্য পাননি। এই সায়নকেই ধাক্কা মেরে বিতর্কে জড়িয়েছেন মোহনবাগানের দিমিত্রি পেত্রাতোস। ম্য়াচের ৫৫ মিনিটে লাল হলুদের গোলের পর থেকে ম্য়াচের পরিবেশ গরম হতে থাকে। ফাউল, চোরাগোপ্তা মার চলতে থাকে দুই দলের মধ্যে। পালা করে রেফারি হলুদ কার্ড দেখাতে থাকেন। সেই সময় ৬১ মিনিটের মাথায় একটি ফ্রি কিক পায় মোহনবাগান সুপার জায়ান্ট। ফ্রি কিক নিতে আসেন পেত্রাতোস। সেই সময় সায়ন তাঁর কাছে গিয়ে সময় নষ্ট করতে চান। পেত্রাতোস মেজাজ হারিয়ে সায়নকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এরপর দুই দলের প্লেয়াররা ঝামেলায় জড়িয়ে পড়লে রেফারি ও লাইন্সম্যান এসে সামাল দেন। এই ঘটনার পর রেফারি পেত্রাতোস বা সায়ন কাউকেই কার্ড দেখাননি। ইস্টবেঙ্গল সমর্থকরা দাবি করেন, সায়নকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য পেত্রাতোসের লাল কার্ড দেখা দরকার ছিল। কিন্তু রেফারি সেটা করেননি। মাঠে থাকা প্লেয়াররা প্রতিবাদ করলেও তা অবশ্য কানে নেননি রেফারি। এদিন ম্য়াচে প্রচুর রাফ ট্যাকল হয়েছে। মোট ২২টা ফাউল হয় ম্যাচে। মোহনবাগান করে ১২টা ফাউল ও ইস্টবেঙ্গল করে ১০টা। দুই দলই পাঁচটা করে হলুদ কার্ড দেখে। একাধিক ফাউল দেননি বলে দুই দলেরই অভিযোগ। অর্থাৎ, রাহুল গুপ্তকে সমর্থকরা ভিলেন করছেন ম্যাচ ড্র-র জন্য। অতীতেও রাহুল গুপ্তর বিরুদ্ধে খারাপ রেফারিংয়ের অভিযোগ উঠেছিল একাধিকবার, কিন্তু তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়নি।
from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/gHp6fXd
Previous article
Next article
Leave Comments
Post a Comment