নিভল মশাল, মুখ ডুবল লজ্জার হারে, কার ঘাড়ে দোষ চাপালেন কুয়াদ্রাত? https://ift.tt/inDYzVg - MAS News bengali

নিভল মশাল, মুখ ডুবল লজ্জার হারে, কার ঘাড়ে দোষ চাপালেন কুয়াদ্রাত? https://ift.tt/inDYzVg

ইন্ডিয়ান সুপার লিগে টানা ৬ ম্যাচে অপরাজিত ছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। অবশেষে শনিবার (১০ ফেব্রুয়ারি) সেই অপরাজেয় রেকর্ড ভেঙে গেল। নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি'র কাছে ৩-২ গোলে হেরে গেল লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের হয়ে একটি করে গোল করেন নন্দকুমার শেখর (৫৩’) এবং নবাগত ফেলিসিও ব্রাউন (৮৩’)। অন্যদিকে নর্থ-ইস্টের হয়ে জোড়া গোল করেছেন টমি জুরিক (৪’ এবং ৬৬’)। এছাড়া একটি গোল করেছেন নেস্টর আলবায়াক (১৫’)। আর এই তিন গোলের দৌলতেই হাইল্যান্ডার্সরা জয়লাভ করে।এই ম্যাচে হারার অর্থ হল, এবারের আইএসএল টুর্নামেন্ট থেকে ইস্টবেঙ্গল কার্যত ছিটকে গেল। এবার লাল-হলুদের কাছে এই লড়াই যে আরও কঠিন হবে তা চোখ বন্ধ করে বলা যেতে পারে। পাশাপাশি দলের এই পরাজয়ে স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েছেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। তিনি মনে করেন, নর্থ-ইস্টের তৃতীয় গোলটাই এই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে। তিনি বললেন, 'আমরা এই ম্যাচের শুরুতেই দুটো গোল হজম করেছিলে। সেকারণে ১ পয়েন্ট সংগ্রহ করাও আমাদের কাছে বেশ কঠিন হয়ে পড়ে। ম্যাচের হাফটাইমে আমি দলের ফুটবলারদের বলি, যদি দ্বিতীয়ার্ধের শুরুতেই আমরা একটা গোল করে ফেলতে পারি, তাহলেও এই ম্যাচে কিছুটা অক্সিজেন বেঁচে থাকবে।' সঙ্গে তিনি আরও যোগ করেন, 'দ্বিতীয়ার্ধের শুরুটা আমরা নেহাতই মন্দ করিনি। ইস্টবেঙ্গল দলের প্রত্যেকটা ফুটবলারই নিজেদের সাধ্যমতো লড়াই করার চেষ্টা করেছে। কিন্তু, ওদের (নর্থ-ইস্ট ইউনাইটেড) তৃতীয় গোলটাই এই ম্যাচের ফারাক গড়ে দিয়েছে। এই ম্যাচে ১৫ মিনিটের মধ্যে আমরা ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছিলাম। এটা অবশ্যই একটা বিপর্যয়। তবে আমাদের হাতে প্রত্যাবর্তন করার জন্য অঢেল সময় ছিল। আমি জানতাম, দ্বিতীয়ার্ধে গোল আসবেই এবং এক গোলে ওদের চাপে ফেলতে পারব। এছাড়া ফেলিসিওকে নিয়েও আলাদা পরিকল্পনা ছিল। বিপক্ষের বক্সে কীভাবে ওকে বল দেওয়া যায়, ইত্যাদি ইত্যাদি... কিন্তু, ওদের তৃতীয় গোলটাই টার্নিং পয়েন্ট হয়ে গেল।'


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/3m4VNoP
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads