ভারত কেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করে না? সাফ উত্তর সৌরভের https://ift.tt/EplHM4t - MAS News bengali

ভারত কেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করে না? সাফ উত্তর সৌরভের https://ift.tt/EplHM4t

পুরুষদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইতিমধ্যে পাঁচবার জয়লাভ করেছে। কিন্তু, একবারও তারা এই টুর্নামেন্টের আয়োজন করেনি। প্রসঙ্গত, ১৯৮৮ সালে এই টুর্নামেন্ট প্রথমবার শুরু হয়েছিল। তখন নাম ছিল ইয়ুথ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। ইতিমধ্যে এবারের টুর্নামেন্ট মিলিয়ে আইসিসি মোট ১৫বার এই বিশ্বকাপের আয়োজন করেছে। অন্যদিকে, ২০২৩ সাল থেকে আবার অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপও শুরু হয়েছে। এই টুর্নামেন্ট থেকে ভারতের পুরুষ ক্রিকেট দল বহু তারকা ক্রিকেটারকে খুঁজে পেয়েছে। তাঁদের মধ্যে অন্যতম নাম হল বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থ। এই টুর্নামেন্ট এখন পর্যন্ত তিনবার করে দক্ষিণ আফ্রিকা এবং নিউ জিল্যান্ডে আয়োজন করা হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং বাংলাদেশে দু'বার করে আয়োজন করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এবং সংযুক্ত আরব আমিরশাহী একবার করে এই টুর্নামেন্টের আয়োজন করেছে। ২০২৬ সালে এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব জিম্বাবোয়ে এবং নামিবিয়ার উপর পড়েছেন। পাশাপাশি ২০২৩ সালে মহিলাদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও দক্ষিণ আফ্রিকাতেই আয়োজন করা হয়েছিল।রবিবার চলতি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। এই প্রসঙ্গে রেভস্পোর্টসের সঙ্গে কথা বলতে গিয়ে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট বললেন, প্রথমেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বলা হয়েছিল, যে সকল দেশে সিনিয়র বিশ্বকাপ খুব একটা বেশি আয়োজন করার সুযোগ পায় না, সেখানেই এই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করা হবে। বিসিসিআইয়ের পাশাপাশি সৌরভ ইতিপূর্বে আইসিসি বোর্ডেরও সদস্য ছিলেন। ফিউচার ট্যুর প্রোগ্রামের (FTP) দায়িত্বে ছিলেন তিনি। সেইসময় বলা হয়েছিল, যে সকল দেশ এই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করে, তারা খুব একটা বেশি লাভের মুখ দেখতে পায় না।সেইসঙ্গে তিনি এও যোগ করেছেন, 'এই ঘটনার (অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন) পিছনে নির্দিষ্ট কোনও কারণ অবশ্য নেই। ভারতে অন্য বিশ্বকাপগুলো আয়োজন করা হয়। যদি এটা (অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ) বিশ্বের এমন দেশে আয়োজন করা হয় যেখানে সিনিয়র বিশ্বকাপ হয় না, তাহলে সমস্যাটা কোথায়? এই টুর্নামেন্টের হাত ধরে কার্যত ক্রিকেট খেলাকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।'সৌরভের কথায়, 'আপনারা বলতেই পারেন যে এই টুর্নামেন্টে আয়োজক দেশের আদতে লোকসানই হচ্ছে। যে দলে সিনিয়র ক্রিকেটার থাকবে না, সেই টুর্নামেন্ট অধিকাংশ ক্ষেত্রেই লোকসানের খাতায় যায়। তবে এই কারণে অবশ্য ভারতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে না, এমনটা একেবারেই নয়। আমার আশা, কোনও না কোনওদিন এই টুর্নামেন্ট ভারতেও আয়োজন করা হবে।'প্রসঙ্গত, রবিবার দক্ষিণ আফ্রিকার উইলমুর পার্কে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল ম্যাচ খেলতে নামবে। গতবারের চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া সেমিফাইনাল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়লাভ করেছিল। এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা ষষ্ঠবার খেতাব জয়ের লক্ষ্যেই তাকিয়ে রয়েছে। অপর সেমিফাইনালে অস্ট্রেলিয়া আবার পাকিস্তানকে হারিয়েছিল। তারাও চতুর্থবার খেতাব জয়ের দিকেই তাকিয়ে রয়েছে।


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/tw6gqJT
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads