বন্যা মোকাবিলায় এআই-অ্যাপ অসমে! https://ift.tt/ujPK3DG - MAS News bengali

বন্যা মোকাবিলায় এআই-অ্যাপ অসমে! https://ift.tt/ujPK3DG

শিলচর: নিরাপত্তা বাহিনী এবং সরকারি আধিকারিকদের সঙ্গে মানুষের কানেক্টিভিটি বাড়ানো গেলে বন্যা পরিস্থিতিও সহজে সামাল দেওয়া যায়, এটাই অনুভব করেছিল অসমের কাছাড়ের জেলা প্রশাসন। আর তাই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে একটা অ্যাপই বানিয়ে ফেলেছে তারা। ঠিকমতো ব্যবহার করা গেলে এই অ্যাপ বন্যা মোকাবিলায় যুগান্তকারী সাফল্য আনবে বলে বিশ্বাস প্রশাসনের। ‘র‍্যাপিড অ্যাকশন ফর হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স ইন ট্র্যাজেডিস’ (রাহাত) নামে এই অ্যাপে গুরুত্বপূর্ণ অনেক তথ্য শেয়ার করা যাবে। ভারী বৃষ্টি বা বিপর্যয়ের পূর্বাভাস থেকে শুরু করে বন্যাবিধ্বস্ত এলাকায় উদ্ধারকাজের তথ্য, ত্রাণের সরবরাহ সংক্রান্ত তথ্যও শেয়ার করা যাবে ওই অ্যাপে। কাছাড়ের ডিস্ট্রিক্ট কমিশনার রোহন কুমার ঝা-র কথায়, ‘কোথা থেকে অবিলম্বে মানুষকে সরিয়ে নেওয়া প্রয়োজন, কোথায় ত্রাণ বিলি করা হবে, বন্যায় ক্ষতির খতিয়ান— সব তথ্যই মিলবে এই অ্যাপে। অ্যাডমিন লগইন থাকবে একাধিক দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে। রিলিফ সেন্টার ইনচার্জ, নোডাল রেসপন্স এজেন্সি— সকলে নিজস্ব ডেটা এখানে দিতে পারবেন, ফলে বন্যার সময়ে প্রশাসনের পক্ষে দ্রুত, সুসংবদ্ধ ভাবে উদ্ধার ও ত্রাণকাজ চালানো সম্ভব হবে।’গত বছর অসমের ১৮টি জেলার ৮৯৮টি গ্রামের অন্তত তিন লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। ২০২২ সালে পরিস্থিতি আরও খারাপ হয়েছিল। সেই বার শুধু কাছাড়েই প্রাণ গিয়েছিল ৪৫ জনের। কাছাড়ের ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার শামিন আহমেদ চৌধুরির কথায়, ‘আমরা এই অ্যাপ চালু করার পর ভালো রেসপন্স পেয়েছি। অসম সরকারের কাছে আবেদন, অন্য বন্যাপ্রবণ এলাকাতেও এই অ্যাপ চালু করা হোক।’


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/sErjKf7
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads