ইংল্যান্ড সিরিজের পর অধিনায়ক রোহিতের বিদায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বুমরাহর https://ift.tt/XSgBwLy - MAS News bengali

ইংল্যান্ড সিরিজের পর অধিনায়ক রোহিতের বিদায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বুমরাহর https://ift.tt/XSgBwLy

৩৭ বছর বয়সের ধারেকাছে রয়েছেন রোহিত শর্মা। টিম ইন্ডিয়ায় বর্তমানে সবথেকে প্রবীণ ক্রিকেটার রোহিত শর্মার ক্রিকেট কেরিয়ারও শেষের দিকে। তবে তিনি অবশ্য বাকিদের থেকে আলাদা। সবাই যখন এই বয়সে অধিনায়কত্ব ছাড়েন সেই সময় ৩৫ বছর বয়সে তিন ফর্ম্য়াটে অধিনায়ক হয়েছেন। তবে থামতে হয় সবাইকেই। রোহিতের ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়। ইংল্য়ান্ড টেস্ট শুরুর আগে এবার আলোচনা শুরু হল রোহিতের বিকল্প নিয়ে। রোহিত শর্মার পর কে অধিনায়ক হবেন তা নিয়ে এবার মুখ খুললেন জসপ্রীত বুমরাহ। সাদা বলের ক্রিকেটে রোহিত শর্মার জায়গায় দলকে নেতৃত্ব দেন হার্দিক পান্ডিয়া। তিনি অবশ্য চোটের জন্য় অধিকাংশ সময় বাইরে থাকে। সাদা বলের ক্রিকেটে হার্দিক পান্ডিয়া অধিনায়কত্ব করলেও তিনি আবার সাদা জার্সির ক্রিকেট অর্থাৎ, টেস্ট ক্রিকেট খেলেন না। ফলে টেস্ট ক্রিকেটে রোহিতের বিকল্প কে সেটা একটা বড় প্রশ্ন। রোহিতের অনুপস্থিতিতে অনেকেই ভারতের টেস্ট অধিনায়কত্ব সামলিয়েছেন। ঋষভ পন্থ ও যাদের মধ্যে অন্যতম। পন্থ চোটের জন্য় বাইরে থাকায় এখন অন্যতম নাম জসপ্রীত বুমরাহ। টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব নিয়ে এবার মুখ খুললেন জসপ্রীত বুমরাহ। তিনি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমি একটা ম্য়াচে দলকে নেতৃত্ব দিয়েছি এবং সেটা খুব সম্মানের ছিল আমার কাছে। টেস্ট ক্রিকেট খেলাটা দারুণ, অধিনায়কত্ব করাটা আরও ভালো। হ্যাঁ আমরা হেরেছিলাম তবে আমরা ম্যাচে অনেক এগিয়ে ছিলাম এবং আমি দায়িত্বটা উপভোগ করেছি। কিছু সময় একজন পেসার হিসেবে আমি প্রতিটা সিদ্ধান্তের অংশ হতে পারছি এটা ভালো লাগে। আমি যদি অধিনায়কত্বের সুযোগ পাই। তাহলে কেন নেব না?’নেতৃত্ব দেওয়ার জন্য কি তৈরি বুমরাহ? ক্রিকেটে পেসারদের সবসময় একটা চোটের আশঙ্কা থাকে। জসপ্রীত বুমরাহ মতো বোলারের ক্ষেত্রে সেই সম্ভবনাটা আরও বেড়ে যায়। কারণ তাঁর অ্যাকশনের জন্য় তাঁৎ চোট পাওয়ার সম্ভবনা অনেকটা বেড়ে যায়। পিঠে চোটের জন্য তিনি ২ বছর ক্রিকেট থেকে দূরে ছিলেন। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপ ও ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে পারেননি তিনি। তবে বোলারদের দিক থেকে দেখতে গেলে কপিল দেব ছাড়া আর কোনও পেসার টিম ইন্ডিয়াকে লম্বা সময়ের জন্য নেতৃত্ব দেননি। তবে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে ছবিটা বদলাচ্ছে। প্যাট কামিন্স, টিম সাউদিরা রয়েছেন। প্য়াট কামিন্স তো অন্যতম সফল অধিনায়ক।


from Bengali News, Bangla Sangbad, বাংলা খবর, Latest Bengali News, News in Bangla, Breaking Bangla Khobor - Ei Samay https://ift.tt/qWpB2zI
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads