খারাপ ফর্মের মাঝেও ভালো খবর, বর্ষসেরা শুভমান গিল! বিশেষ সম্মান রবি শাস্ত্রীকেও https://ift.tt/5NuEZCY - MAS News bengali

খারাপ ফর্মের মাঝেও ভালো খবর, বর্ষসেরা শুভমান গিল! বিশেষ সম্মান রবি শাস্ত্রীকেও https://ift.tt/5NuEZCY

ভারতীয় ক্রিকেটে কেউ যদি সফল প্লেয়ার ও সফল কোচ হয়ে থাকেন তিনি হলেন রবি শাস্ত্রী। ক্রিকেট ছাড়ার পর অবসর জীবন তাঁর আরও রঙিন কাটছে। তারই পুরস্কার পাচ্ছেন এবার তিনি। বিসিসিআইয়ের পক্ষ থেকে আজীবন সম্মান পাচ্ছেন তিনি। মঙ্গলবার হায়দরাবাদে বিসিসিআই অনুষ্ঠান করবে বার্ষিক পুরস্কার বিতরণীর সেখানে তাঁর হাতে তুলে দেওয়া হবে এটি। এছাড়াও পুরস্কার প্রাপকদের তালিকায় রয়েছেন শুভমান গিল। বর্তমানে ভালো ছন্দে নেই শুভমান গিল। তাঁর ব্য়াটে রান আসছে না। যার খেসারত দিতে হচ্ছে দলকে। ওডিআই বিশ্বকাপের সময় থেকে তাঁর ফর্ম পড়তির দিকে। আফগানিস্তান সিরিজে তাঁর খারাপ ফর্মের জন্য তাঁকে বাদও দেওয়া হয়েছিল। তবে ২০২৩ সালটা তাঁর অন্যতম সেরা কেটেছে। এবার সেই কারণে ২০২৩ সালের সেরা পুরস্কার পাচ্ছেন তিনি। শেষ ১২ মাসে দুর্দান্ত পারফরম্য়ান্সের জন্য তিনি বছরের সেরা ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন। ২০২৩ সালের দ্রুততম ক্রিকেটার হিসেবে ২ হাজার ওডিআই রান করার রেকর্ড তৈরি করেন। এবং তিনি এই ফর্ম্যাটে পাঁচটা সেঞ্চুরিও করেন গত বছর। বিসিসিআইয়ের এক কর্তা বলেন, 'রবি শাস্ত্রীকে বাছা হয়েছে সম্মানের জন্য এবং গিলকে বর্ষসেরা ক্রিকেটারের সম্মান দেওয়া হবে।'২০১৯ সালের পর এই প্রথমবার বিসিসিআই পুরস্কার দেওয়া হবে। করোনার জন্য এত বছর এটা বন্ধ ছিল। ২০২৪ সালে ফের শুরু করা হচ্ছে। এই প্রথমবার বিসিসিআই অ্য়াওয়ার্ড শো দেখতে হাজির থাকবে ইংল্যান্ড দলও। যেহেতু টেস্ট ম্যাচের জন্য ভারত ও ইংল্যান্ড দুই দলই হায়দরাবাদে রয়েছে আর অনুষ্ঠানও সেখানে হচ্ছে তাই ইংল্য়ান্ড দল উপস্থিত থাকবে। ভারতের হয়ে ৮০টা টেস্ট এবং ১৫০টা ওডিআই খেলেছেন। ক্রিকেট থেকে অবসরের পর তিনি টেলিভিশন জগতে নিজের জায়গা পাকা করেছেন। দেশের পাশাপাশি বিদেশি সম্প্রচারকারী সংস্থার হয়েও তিনি ধারাভাষ্য করেন। তিনি জাতীয় দলের হয়ে ২ বার কোচিং করিয়েছেন। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি টিম ডিরেক্টর হিসেবে কাজ করেন, এরপর অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তিনি কাজ করেন কোচ হিসেবে। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের পর তাঁর মেয়াদ শেষ হওয়ায় তিনি সরে দাঁড়ান। তাঁর কোচিং কেরিয়ারে সবথেকে বড় সাফল্য হচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে একেরপর এক টেস্ট সিরিজ জয়। তবে একটাও ICC ট্রফি জিততে পারেনি ভারত তাঁর আমলে। প্রথমবারের জন্য বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালে যায় ভারত রবি শাস্ত্রীর অধীনে। ২০১৯ সালে ফাইনাল খেলে, তবে নিউ জিল্যান্ডের কাছে হারতে হয়।


from Bengali News, Bangla Sangbad, বাংলা খবর, Latest Bengali News, News in Bangla, Breaking Bangla Khobor - Ei Samay https://ift.tt/4UlDWp8
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads