জোচ্চোরির রান হজম হল না? নবীর স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে একাধিক প্রশ্ন https://ift.tt/V7RdZ3A - MAS News bengali

জোচ্চোরির রান হজম হল না? নবীর স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে একাধিক প্রশ্ন https://ift.tt/V7RdZ3A

কথায় আছে ধর্মের কল, বাতাসে নড়ে। ভারতের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচেও আফগানিস্তানের কার্যত সেই অবস্থাই হল। এই ম্যাচে প্রথম সুপার ওভার চলাকালীন দলের অভিজ্ঞ ব্যাটার মহম্মদ নবি অখেলোয়াড়সুলভ আচরণ করেন। তা নিয়ে ইতিমধ্যেই গোটা ক্রিকেট বিশ্বে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। যদিও টিম ইন্ডিয়া শেষ পর্যন্ত এই ম্যাচে জয়লাভ করেছে।কী হয়েছে ঘটনাটি? প্রথম সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান। প্রথম চারটে বল বেশ ভালোই করেছিলেন ভারতীয় পেসার মুকেশ কুমার। কিন্তু, পঞ্চম ডেলিভারি কিছুটা ওভারপিচ হয়ে যায়। সেই বলটা লং অনের উপর দিয়ে নবী ছক্কা হাঁকিয়েছিলেন। কিন্তু, তখনও নাটক বাকি ছিল। ওভারের শেষ বলটা তিনি ব্যাটে সঠিকভাবে সংযোগ করতে পারেননি। কিন্তু, তাও তিনি সিঙ্গলসের জন্য দৌড়তে শুরু করেন।ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার সঞ্জু স্যামসন নবিকে রান আউট করার জন্য উইকেটের পিছন থেকেই বলটা বোলারের উদ্দেশ্যে ছুঁড়ে দেন। কিন্তু, নবী বলের লাইনে থাকার কারণে সেটা তাঁর পায়ে লাগে এবং ওভার থ্রো হয়ে যায়। এটা ক্রিকেটের অলিখিত নিয়ম যে বল যদি রান নেওয়ার সময় ব্যাটারের শরীরে লেগে ওভার থ্রো হয়ে যায়, তাহলে আর পরের রানটা না নেওয়াই শ্রেয়। কিন্তু, সেই নিয়মকে বুধবারের ম্যাচে পাত্তাই দিলেন না মহম্মদ নবী। তিনি আরও ২ রান চুরি করে নেন।এই ঘটনায় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহত শর্মা এবং তারকা ব্যাটার ক্ষোভে ফেটে পড়েন। রোহিত চিৎকার করে নবীকে মনে করিয়ে দেন যে এই পরিস্থিতিতে ব্যাটারের রান নেওয়া একেবারেই উচিত নয়। জবাবে নবী হিন্দিতে উত্তর দেন, 'ম্যায়নে তো নেহি মারা'। অর্থাৎ আমি তো আর মারিনি। আফগান ব্যাটারের এই অখেলোয়াড়সুলভ আচরণ নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। সকলের মুখে আপাতত একটাই কথা, সৎ পথে থাকলে যে কোনও যুদ্ধেই জয় অবশ্যম্ভাবী।এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, টি-২০ বিশ্বকাপের আগে এটাই ভারতীয় ক্রিকেট দলের কাছে শেষ দ্বিপাক্ষিক সিরিজ ছিল। ফলে এই ম্যাচে জয় টিম ইন্ডিয়াকে যে আলাদা করে অক্সিজেন দেবে, তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। ম্যাচের শেষে জয়ের পর রোহিত শর্মাকেও যথেষ্ট পরিতৃপ্ত দেখাচ্ছিল।


from Bengali News, বাংলা খবর, Latest Bengali News, News in Bangla, Breaking Bangla Khobor - Ei Samay Bangla https://ift.tt/pe8nEc5
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads